গরমে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তিন দিন – নতুন তথ্য দিলে শিক্ষা মন্ত্রণালয়
গরমের কারণে সারাদেশে স্কুল কলেজে শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৮ জুন। শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে আগামী 9 জুন
শুক্রবার এবং শনিবার রয়েছে তাই হিসাব করে দেখা যায় শিক্ষার্থীরা প্রায় তিন দিনের মতো বন্ধ পাবে।
তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা – কত দিন বন্ধ থাকবে ?
বর্তমানে ভিকারুন্নেসা ছয় জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাছাড়া আরও অনেক
স্টুডেন্ট অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বা বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। গত কালকে
একটি বিদ্যালয়ের শিক্ষার্থী অসুস্থ হয়ে মারা যায় সেই স্কুলে প্রায় ১৬ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

এই গরমের কারণে আবহাওয়া থেকে বলা হয়েছে আরও প্রায় পাঁচ সাত দিন বাংলাদেশের উপর
দিয়ে তারপরও চলমান থাকবে তাই শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে তারা জানায় শুধুমাত্র স্কুল পর্যায়ে তারা বন্ধ ঘোষণা করছে, একটি স্কুল পর্যায়ের সকল
পরীক্ষা বন্ধ থাকবে কলেজ কেন বন্ধ হবে না জানতে চাইলে তারা জানায় কলেজে শিক্ষার্থীরা যথেষ্ট বড় হয়েছে তারা।
এই বিষয়গুলো সামলাতে পারবে, তাই তাদের পড়াশোনা কার্যক্রম আমরা অব্যাহত রাখছি অর্থাৎ কোন ধরনের পরীক্ষা বন্ধ করা
বা কলেজে ক্লাস বন্ধ হওয়ার মতো পরিস্থিতি আমরা দেখছি না। তাই ক্লাস হবে এবং পরীক্ষা হবে।
গরমে শিক্ষার্থীরা বেশি বেশি করে পানি পান করবে যাতে করে তাদের শরীরের পানির অভাব না হয় এবং তারা যেন রোদে ঘোরাফেরা না করে।
অতিরিক্ত গরম লাগলে বাসা অবস্থান করবে অথবা ছায়া জায়গায় অবস্থান করবে যাতে করে তারা সুস্থ থাকতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে বিদ্যুৎ সরবরাহ বর্তমানে কিছুটা কমে যাচ্ছে। তাই অনেক লোডশেডিং দেখা যাচ্ছে।
যে কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ভালো ভাবে ক্লাস নেয়া হচ্ছে না আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কে সহযোগিতা করার।
তারপরও যদি খুবই খারাপ প্রস্তুতি হয় তাহলে যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং পরবর্তীতে তা চালু ঘোষণা করা হবে।