SSC Exam

ঘূর্ণিঝড় কারনে এসএসসি ২০২৩ স্থগিত হবে ? জানালো শিক্ষামন্ত্রণালয়

Pinterest LinkedIn Tumblr

মাধ্যমিক পর্যায়ে চলতি বছরে এসএসসি ২০২৩ পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে। কিন্তু এই পরীক্ষা আয়োজন করে নিয়ে বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রণালয়।

কারণ চলতি মাসে বর্তমান ঘূর্ণিঝড় আসতে যাচ্ছে দেশের ভূখণ্ড। বঙ্গোপসাগরে বড় ধরনের ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ

যা বাংলাদেশের উপকূলে আঘাত হানবে। এক্ষেত্রে পরীক্ষা আয়োজন করা নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে।

গত বছর সিলেটের কারণে সারাদেশে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল, যেখানে প্রায় একমাস পরে তাদের পরীক্ষা আয়োজন করা হয়।

আবার নতুন করে তাদের পরীক্ষা আয়োজন করতে গিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু চলতি বছর

এসএসসি পরীক্ষা ২০২৩ বর্তমানে চলমান রয়েছে। কিন্তু আবহাওয়া দপ্তরের তথ্যমতে বঙ্গোপসাগরের

সাইক্লোন সৃষ্টি হচ্ছে বাংলাদেশের উপরে আঘাত হানবে। এক্ষেত্রে অধিদপ্তর থেকে জানানো হয়, মে মাসের

মাঝামাঝি সময়ে 10 থেকে 15 সময়ের মধ্যে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে। উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

এর গতিবেগ হতে পারে ঘন্টায় 150 থেকে 180 কিলোমিটার। এ ক্ষেত্রে স্থানীয় সরকার ও জনগণের ব্যাপার নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে,

বিভিন্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ বিষয়ে জানতে চাচ্ছে। তাদের পরীক্ষা স্বাভাবিক নিয়মে হবে নাকি রুটিন পরিবর্তন করা হবে

এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা সরাসরি জানিয়ে দিয়েছে বর্তমানে পরীক্ষা আয়োজন করা হবে।

পরীক্ষার রুটিন পরিবর্তন করার কোনো চিন্তা-ভাবনা শিক্ষা মন্ত্রণালয় থেকে করছে না। যদি ঘূর্ণিঝড় বড় আকারে

দেশের ভূখণ্ড আঘাত হানে এবং ক্ষতিগ্রস্ত সম্ভাবনা বেশি থাকে তখন হয়তোবা পরীক্ষা বাতিল করা হতে পারে

বা পরীক্ষায় কোন বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। কিন্তু এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করা হচ্ছে।

আরও পড়ুনঃ

মূলত ঘূর্ণিঝড় যখন হয় তখন দেখা যায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়,

এক্ষেত্রে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পরীক্ষা চলছে তখন সে পরীক্ষা কেন্দ্র গুলো বাতিল করে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে।

তাই পরীক্ষা আয়োজন করা নিয়েও সমস্যা তৈরি হতে পারে, তবে এই মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আয়োজন

করার দিকেই কথা বলছে আশা করা যাচ্ছে। কোনো সমস্যা হবে না তখন সবাইকে জানিয়ে দেওয়া হবে।

Write A Comment