ঘূর্ণিঝড় সিত্রাং শক্তিশালী হয়ে বাংলাদেশে আঘাত হানবে
বাংলাদেশ আঘাত আনতে যাচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাং যা বাংলাদেশের বড় একটি অংশকে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে।
যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বভাস মডেল গ্লোবাল সিস্টেম এই তথ্য জানিয়েছেন। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি
আরও পড়ুনঃ ডেঙ্গু হলে কিভাবে বুঝবেন ? ডেঙ্গু রোগের ঘরোয়া চিকিৎসা
হয়েছে যা ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবেশ করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
এক্ষেত্রে কত কিলোমিটার বেগে বাংলাদেশে আঘাত হানবে এবং বাংলাদেশে কোন এলাকা গুলোকে
ক্ষতিগ্রস্ত করবে জানতে চাইলে তারা জানান – বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা-বরিশালের আঘাত আনতে পারে।
তাছাড়া ভারতের বড় একটি অংশকে এই ঘূর্ণিঝড় আঘাত দিবে। এক্ষেত্রে ঘূর্ণিঝড় আগামী কয়েকদিন
কোথায় কোন দিকে মোড় নেয় সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারতের উপর দিয়ে চলে যায় তাহলে
বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হতে পারে এর বাইরে তেমন কিছুই নয়। কিন্তু যদি বাংলাদেশের দিকে কিছুটা
চলে আসে তাহলে খুলনা সুন্দরবন সাতক্ষীরা উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
এটি আরও ঘনীভূত ঘূর্ণিঝড় পরিণত হবে এবং এই সুন্দরবন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে।
তবে এই ঘূর্ণিঝড় খুলনা বিভাগ দিয়ে অতিক্রম করার নির্দেশনা দেয়া হচ্ছে। খুলনা গতিবেগ ঘণ্টায় 100 থেকে 130 কিলোমিটার পর্যন্ত হতে পারে।
তবে কিছুটা পূর্ব দিকে সরে এসে অর্থাৎ খুলনা এবং বরিশালের উপর দিয়ে আঘাত হানলে খুলনা শহরে গতিবেগ
থাকবে 150 কিলোমিটার পর্যন্ত। কবে এই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানবে জানতে চাইলে আবহাওয়া দপ্তর
থেকে জানানো হয়- আগামী 22 থেকে 23 অক্টোবর মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের আশঙ্কা করা যাচ্ছে। এতে দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত
হতে পারে। 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে এবং এই সময়ের মধ্যেই ঘূর্ণিঝড় সিত্রাং প্রবেশ করতে পারে।