সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমজ দুই বোন অতুন হক অর্থী ও অবনী হক অর্পা। স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও সরকারি চাকরিজীবী লাভলী ইসলামের ঘর আলো করে জন্ম নেয় এই দুই যমজ সন্তান ।
পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সিরাজগঞ্জের দক্ষিণ পুস্তিগাছা বনানী বালিকা উচ্চবিদ্যালয়ের পড়াশোনা করেন । নবম শ্রেণীতে ভর্তি হয় সিরাজগঞ্জের সবুজকানন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ।
সেখান থেকে ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে । ফল প্রকাশের পর জানা যায় দুজনেরই জিপিএ 4.94 । জমজ দুই বোনের পরীক্ষার রেজাল্ট মিল দেখে সবাই কিছুটা আশ্চর্য হয় ।
কিন্তু এখানেই থেমে নেই । এরপর ভর্তি সিরাজগঞ্জ সরকারি কলেজ । সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আবার এসএসসি পুনরাবৃত্তি হয় অর্থাৎ দুজনের gpa-5 রেজাল্ট আসে।
এখানে বিষয়টি শেষ হয় নি। পরবর্তীতে উচ্চমাধ্যমিকে ফলাফলের পর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য দুজন এগিয়ে যায় । 2 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ খ ইউনিটের ভর্তি পরীক্ষায় বসেন ।
ঠিক এক মাস পর 2 নভেম্বার প্রকাশ পায় তাদের। ভর্তির ফলাফল দেখে দুই বোনই কিছুটা বিস্ময় হয়েছে কারণ তাদের দুজনেরই স্কের এসেছে 53 । এসএসসি এইচএসসি রেজাল্ট এক হওয়ার পর এই ইউনিটে মোট স্কের এসেছে ৭২.৮৮।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে দু’বোনের মেধাক্রমঃ হয়েছে ১৬৩৬ ও ১৬৩৭।
অর্থী বলেন- এই অনুভূতি ভাষায় ব্যক্ত করার মতো না । সবসময় পর পর সিরিয়াল থাকতো আমাদের। অর্পা ফাস্ট হলে আমি সেকেন্ড হতাম । আমি ফার্স্ট ফলে সে সেকেন্ড হতো।
অর্পা বলেন- আমি খুব আনন্দিত । আমরা সব সময় একসঙ্গে লেখাপড়া করেছি। আমাদের লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় । একই বিভাগে ভর্তির সুযোগ সৃষ্টি কর্তার পক্ষ থেকে মিরাক্কেল ছাড়া আর কিছু হতে পারে না । তবে এমন ঘটনা আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের ।অনেক বড় পাওয়া এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।