পড়াশোনার দিক থেকে ঢাকা শহর অনেক এগিয়ে রয়েছে। দেশের নামকরা সকল কলেজের মধ্যে উল্লেখযোগ্য অংশ ঢাকায় অবস্থিত। ঢাকা শহরে সেরা কলেজ
এইচএসসি শেষ করার মতো ভালো কলেজগুলো নিয়ে আজকে আমরা কথা বলব। কোন কোন কলেজে শিক্ষার্থীর একাদশে ভর্তি হতে পারবে
এবং সেখানে ভর্তি হতে শিক্ষার্থীদের কত পয়েন্ট অর্থাৎ যোগ্যতা দরকার হবে। তাছাড়া কোন কলেজে কতটি আসন সংখ্যা রয়েছে ?
কোন বিভাগে তা তুলে ধরব। মূলত শিক্ষার্থীরা এই তথ্যগুলো কারণেই ভালোভাবে ভালো একটি কলেজ নির্বাচন করতে পারে না।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা শেষে কোথায় ভর্তি হবে ? কোনটা ভালো ?
এখানে আমরা ঢাকা শহরের সেরা 10 টি কলেজ নিয়ে কথা বলছি, কিন্তু কোনোভাবেই রেংকিং তৈরি করছি না।
কারণ সব কলেজে অনেক ভালো কলেজ। এ ক্ষেত্রে কিছু কলেজের তথ্য আমরা তুলে ধরছি আপনি কোন
কলেজ সম্পর্কে জানতে চাচ্ছেন কমেন্ট করুন পরবর্তীতে সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।
ঢাকা কলেজঃ
ঢাকা কলেজ মিরপুর রোডে নিউ মার্কেট এর কাছে অবস্থিত। এখানে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করতে পারবে। ঢাকা শহরে সেরা কলেজ
একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 5.00 দরকার। মানবিক বিভাগের শিক্ষার্থীদের 4.50 দরকার হবে এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের 4.75 দরকার হবে।
একাদশ শ্রেণির আসন সংখ্যাঃ বিজ্ঞান বিভাগের জন্য 900 টি আসন সংখ্যা রয়েছে মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের জন্য 150 টি আসন সংখ্যা রয়েছে।
নটরডেম কলেজঃ
নটরডেম কলেজ আরেকটি উল্লেখযোগ্য সেরা কলেজ। যা টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত এখানে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করতে পারবেন এবং এখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হয়।
একাদশ শ্রেণির ভর্তির আবেদন যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 5.00 দরকার হবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের 3.00 দরকার হবে এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের 4.00 পয়েন্ট দরকার হবে।
একাদশ শ্রেণির আসন সংখ্যাঃ বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে 1800 আসন সংখ্যা রয়েছে এবং ইংরেজী ভার্সনে 300 টি আসন সংখ্যা রয়েছে।
মানবিক বিভাগের বাংলা মাধ্যমে 410 টি আসন সংখ্যা ও ব্যবসা বিভাগে বাংলা মাধ্যমে 760 টি আসন সংখ্যা রয়েছে।
রাজউক উত্তরা মডেল কলেজঃ
এটি মূলত ঢাকা আরো একটি উল্লেখযোগ্য সেরা কলেজ, যা উত্তরায় অবস্থিত এখানে ছেলে মেয়ে উভয়েই পড়াশোনা করতে পারবে।
একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগের gpa-5 থাকতে হবে। মানবিক বিভাগের 3.75 পয়েন্ট থাকতে হবে ব্যবসা বিভাগে 4.00 দরকার হবে।
আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে 723 আসন রয়েছে ইংরেজি ভার্সনে 342 টি আসন সংখ্যা রয়েছে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 140 টি আসন সংখ্যা রয়েছে. ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা মাধ্যমে 300 টি ও ইংরেজি ভার্সনের 54 টি আসন সংখ্যা রয়েছে।
ভিকারুননিসা নূন কলেজঃ
ভিকারুননিসা নূন কলেজ মূলত শুধুমাত্র মেয়েরা পড়াশোনা করতে পারবে মেয়েদের জন্য সবচেয়ে ভালো কলেজ বলতে ঢাকায় এই কলেজ কী বোঝানো হয় যা বেইলি রোডে অবস্থিত।
একাদশ শ্রেণির ভর্তির আবেদন যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে 5.00 দরকার হবে এবং মানবিকঃ 4.00 ও ব্যবসা বিভাগে 4.50 থাকতে হবে।
একাদশ শ্রেণির আসন সংখ্যাঃ বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে 670 টি আসন রয়েছে এবং ইংরেজী ভার্সনে 160 টি আসন সংখ্যা রয়েছে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 250 টাকা সংখ্যা ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য 300 টি আসন সংখ্যা রয়েছে।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজঃ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে অবস্থিত, এখানে ছেলে মেয়ে উভয়েই পড়াশোনা করতে পারবে।
একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগের 5.00 দরকার হবে। মানবিক 4.00 ও ব্যবসা বিভাগে 4.56 থাকতে হবে।
আসন সংখ্যা বিজ্ঞানঃ বিভাগে বাংলা মাধ্যমে 1000 আসন সংখ্যা রয়েছে ইংরেজি ভার্সনের 300 টি আসন সংখ্যা রয়েছে।
মানবিক বিভাগের ২০০ সংখ্যা রয়েছে। ব্যবসা বিভাগে বাংলা মাধ্যমে ৫০০ টি আসনসংখ্যা এবং ইংরেজী ভার্সনে 100 টি আসন সংখ্যা রয়েছে।
ঢাকা কমার্স কলেজঃ
ঢাকা কমার্স কলেজ ব্যবসায় শাখার শিক্ষার্থীদের জন্য একটু আলাদা কলেজ। যেখানে ছেলে মেয়ে উভয়েই পড়াশোনা করতে পারবে। এটি মিরপুর দুই নম্বরে অবস্থিত।
একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে 4.00 পয়েন্ট থাকতে হবে. ব্যবসা বিভাগে 3.50 থাকতে হবে।
আসন সংখ্যাঃ বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে 1100 টি আসন সংখ্যা রয়েছে ইংরেজি ভার্সনে 100 টি আসন সংখ্যা রয়েছে। ব্যবসা বিভাগের বাংলা মাধ্যমে 2900 টি এবং ইংরেজী ভার্সনে 100 টি আসন সংখ্যা রয়েছে।
সরকারি বিজ্ঞান কলেজঃ
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য খুবই সুন্দর একটি কলেজ হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ যা তেজতুরি বাজার এ অবস্থিত এখানে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করতে পারবে।
একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতা ও আসন সংখ্যা হল বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 5.00 থাকতে হবে এবং আশঙ্কা রয়েছে 1230 টি।
ঢাকা সিটি কলেজঃ
ঢাকা সিটি কলেজ আরও একটি উল্লেখযোগ্য সুন্দর কলেজ যা ধানমন্ডিতে অবস্থিত। এখানে ছেলে-মেয়ে পড়াশোনা করতে পারবে।
ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা মাধ্যমে 5.00 থাকতে হবে তবে ইংরেজি ভার্সনের 4.75 থাকতে হবে
মানবিক বিভাগের শিক্ষার্থীদের 3.50 থাকতে হবে এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের 3.75 থাকতে হবে ও ইংরেজি ভার্সনে 3.50 থাকতে হবে।
আসন সংখ্যাঃ বিজ্ঞান বিভাগের ছেলে মেয়েদের বাংলা মাধ্যমে সর্বমোট 1600 টি আসন সংখ্যা রয়েছে এবং ইংরেজি ভার্সনে সর্বমোট 300 আসন সংখ্যা রয়েছে।
মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 150 এর বেশি আসন সংখ্যা রয়েছে এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের জন্য
বাংলা মাধ্যমে ছেলে এবং মেয়ে মিলিয়ে 1400 আসন সংখ্যা রয়েছে এবং ইংরেজী ভার্সনে 300 টি আসন সংখ্যা রয়েছে।
ন্যাশনাল আইডিয়াল কলেজঃ
যা খিলগাঁও অবস্থিত এখানে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করতে পারবে। ঢাকা শহরে সেরা কলেজ
একাদশ শ্রেণির ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগের 5 পয়েন্ট মানবিক বিভাগে 2.50 থাকতে হবে এবং ব্যবসা বিভাগে 3.50 থাকতে হবে।
আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে 525 টি আসন সংখ্যা রয়েছে মানবিকে 100 টি এবং ব্যবসা বিভাগে 350 টি আসন সংখ্যা রয়েছে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজঃ
পিলখানা বিজিবি হেড কোয়ার্টারে অবস্থিত। এখানে ছেলে মেয়ে উভয়েই পড়াশোনা করতে পারবে।
একাদশ শ্রেণীর ভর্তিঃ বিজ্ঞান বিভাগের 5.০০ পয়েন্ট মানবিক বিভাগে 3.22 দরকার হবে এবং ব্যবসা বিভাগে 3.17 দরকার হবে।
আসনসংখ্যাঃ বিজ্ঞান বিভাগের ছেলেদের 700 মেয়েদের 500 টি। মানবিক বিভাগের ছেলেদের 170 টি মেয়েদের 170 টি এবং ব্যবসা বিভাগে ছেলেদের 240 এবং মেয়েদের 300 টি আসন সংখ্যা রয়েছে।
3 Comments
Pingback: এসএসসি রেজাল্ট ২০২২ দেখার সহজ ২ টি নিয়ম - জানুন - Metro Academy
Pingback: 2 easy rules to check SSC Result 2022 - Know - Newshost24
Pingback: এসএসসি রেজাল্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ - জেনে নেও কিভাবে -