HSC Exam

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনেক ফেল কিন্তু কেনো ? HSC Exam 2023

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে HSC Exam 2023 তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষা আয়োজন করা হয়েছে গত ২৭ আগস্ট। এই পরীক্ষার খাতা দেখা শুরু করেছে শিক্ষক।

কিভাবে খাতা দেখা হচ্ছে, জানতে চাইলে শিক্ষকরা গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমাদেরকে জানিয়েছে।

যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত পড়তে হবে এবং তোমাদেরকে বিষয়গুলো জেনে নিতে হবে।

আর পড়ুনঃ

মূলত তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে নতুন মানববন্ধন অনুযায়ী।

যেখানে দেখা গেছে ৫০ নম্বর সৃজনশীল পরীক্ষা আগে আয়োজন করা হলো, এখন সেখানে ৩০ নম্বর পরীক্ষা হয়েছে

এবং বহুনির্বাচনের 25 নম্বরে পরিবর্তে ২০ নম্বর পরীক্ষা হয়েছে অর্থাৎ ৭৫ নম্বরে পরীক্ষার পরিবর্তে পরীক্ষা আয়োজন করা হয়েছে মাত্র ৫০ নম্বরে।

যা পরবর্তীতে ৭৫ নম্বরের রূপান্তর করে, এর সাথে ২৫ নম্বর ব্যবহারিক যোগ করে মূল ফলাফল প্রস্তুত করা হবে।

৩০ নম্বর সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে তিনটি সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থী লিখতে হয়েছে এবং মূলত শিক্ষকদের কাছে পৌঁছে গেছে।

সে খাতা গুলো দেখা শেষ করে শিক্ষকরা বলছে, শুধুমাত্র তিনটি প্রশ্ন লেখার জন্য তিন ঘন্টা সময় প্রদান করা হয়েছিল।

কিন্তু সেই সময়ের মধ্যেই শিক্ষার্থীরা লিখতে পারেনি, যে বিষয়টি খুবই হতাশজনক। অনেক শিক্ষার্থী মাত্র দুইটি সৃজনশীল লিখেছে, আবার অনেকে তিনটি লিখেছে।

আর পড়ুনঃ

কিন্তু সে উত্তরগুলো সঠিক ভাবে দিতে পারেনি, যার কারণে মূলত ফেলের সংখ্যাটা তুলনামূলক অন্যান্য সাবজেক্ট এর তুলনায় এখানে বেশি।

শিক্ষককে বলে আমরা মূলত সবাইকে নম্বর দিচ্ছি, এক্ষেত্রে HSC Exam 2023 সৃজনশীল যদি ভুল হয় তাও আমরা চার নম্বর দিচ্ছি সেখানে।

এক্ষেত্রে যদি শিক্ষার্থীর দুটি সৃজনশীল লেখে তাহলে পাশ করে দেয়া অনেক কষ্টকর। কারণ 30 নম্বরের মধ্যে

অন্তত পক্ষে ১০ নম্বর পেতে পাস করার জন্য। যদি শিক্ষার্থী তা না লেখে তাহলে আপনি কিভাবে পাস করিয়ে দিব,

শিক্ষককে বলে আমরা চেষ্টা করছি তাদের সহযোগিতা করার। যে সকল শিক্ষার্থী লিখেছে তার ভিতরে পাশ করে দেয়ার চেষ্টা করেছি।

তবে একদম যদি না লেখে সেখানে আমাদের পক্ষে সম্ভব না লিখে তারপর তাকে পাস করানোর।

মূলত এই একটি কারণেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কিছু তুলনামূলক ফেলের সংখা একটু বেশি।

আর পড়ুনঃ

Write A Comment