HSC Exam

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতা যেভাবে নম্বর দিচ্ছে – HSC Exam 2023

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে HSC Exam 2023 তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজন করা হয়েছিল গত ২৭ আগস্ট।

বর্তমানে সে খাতা গুলো শিক্ষকদের কাছে পৌঁছে যাচ্ছে। শিক্ষকরা খাতা দেখা শুরু করছে। এখন কিভাবে শিক্ষক খাতা গুলো দেখছে ?

সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম কয়েকজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে শিক্ষকের সাথে।

আর পড়ুনঃ

বিভিন্ন বোর্ডের অধীনে বিভিন্ন কলেজে সকল শিক্ষকদের সাথে কথা বলে, তারা আমাদেরকে জানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হয়েছে নতুন মানবন্টন অনুযায়ী।

নতুন মানবন্টন অনুযায়ী পাস করতে হবে। এক্ষেত্রে আমরা খাতা দেখা বর্তমানে শুরু করছি কয়েকটি নির্দেশনা বোর্ড থেকে এসেছে।

সেগুলো আমরা অনুসরণ করে খাতা দেখব, গত কয়েক বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরীক্ষা হয়নি তাদেরকে অটো পাস দেয়া হয়েছিল।

কিন্তু এ বছরে তাদের নম্বর কমিয়ে পরীক্ষা আয়োজন করা হয়েছে। শিক্ষকরা বলেন আমরা সৃজনশীল খাতা পেয়েছে।

যেখানে অনেক সুন্দর ভাবে শিক্ষার্থীরা উত্তরগুলো দিতে পেরেছে। তার কারণ হচ্ছে প্রায় দুই ঘন্টা সময় ছিল,

মাত্র তিনটা সৃজনশীল লেখার জন্য। যেখানে অনেক শিক্ষার্থী সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি তাদের উত্তর।

আমরা শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত নাম্বার দিচ্ছি তাদের খাতাগুলোতে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকেই ৩০ এর মধ্যে ২৫ বা ২৬ পেয়ে যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাশ নম্বর –

  • সৃজনশীল ১০ নম্বর
  • বহুনির্বাচনী ৭ নাম্বার
  • ব্যবহারিক ৮ নাম্বার

শিক্ষকরা আরো বলেন আমরা শিক্ষার্থীদেরকে পর্যাপ্ত নম্বর দিচ্ছি আশা করা যাচ্ছে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে

অনেক ভালো নম্বর পাবে। তবে অনেক শিক্ষার্থী ভালোভাবে লিখতে পারেনি তাদের উল্টাপাল্টা কথাবার্তা

পরীক্ষার খাতায় লিখেছে যাতে তারা নাম্বার কিছুটা কম পাবে। তবে আমরা চেষ্টা করব সবাইকে পাস করে দেওয়ার।

যেহেতু সৃজনশীল ৩০ নম্বরে পরীক্ষায় তাদের দোষ পেতে হবে পাশ করার জন্য আমরা তাদেরকে চেষ্টা করব সে বিষয়টি দিয়ে দেওয়ার।

তবে অনেক শিক্ষার্থী HSC Exam 2023 দুইটি সৃজনশীল লিখেছে তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে ১০ নম্বর পাওয়া।

কারণ এখানে যদি সুন্দরভাবে লিখে থাকে তাহলে তো অবশ্যই নম্বর পাবে, যদি ভালোভাবে না লেখে তখন একটু সমস্যা হয়ে যাবে।

অন্যদিকে বহু নির্বাচনী সম্পূর্ণ বিষয় দেখা হবে কম্পিউটার মেশিনের মাধ্যমে। তাই এখানে আলাদাভাবে কোন কিছুই বলার নেই।

সেখানে যদি শিক্ষার্থীরা বৃষ্টি বহুনির্বাচনের মধ্যে সাতটি হয় তাহলে শিক্ষার্থীকে পাশ দিয়ে দেওয়া হবে।

ব্যবহারিক সৃজনশীল এবং বহুনির্বাচনী মিলিয়ে মূলত শিক্ষার্থীদের গ্রেড নির্ণয় করা হবে তাই এখানে সবকিছু নির্ভর করছে বোর্ডের উপরে।

আর পড়ুনঃ

1 Comment

  1. Md shahidul Islam soman Reply

    ভাই ICT তে বহুনির্বাচনি ৭ টার জায়গায় ৬ টি হলো ও কি ফেল করবো? HSC

Write A Comment