তীব্র গরমের কারনে স্কুল কলেজ বন্ধ দিবে ? যা বলছে শিক্ষামন্ত্রণালয়
তীব্র গরমের কারণে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে অর্থাৎ গরমের কারণে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল কলেজ
কিন্তু এই ছুটি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের জন্য থাকবে কিনা এমন প্রশ্ন যেভাবে শিক্ষা মন্ত্রণালয়ের
একাধিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। আজকে আমরা শিক্ষার্থীদেরকে সাথে বিষয়গুলো নিয়ে কথা বলছি।
তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এরই মধ্যে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে, দিনে অনেক সময় বিদ্যুৎ থাকেনা।
বিশেষ করে ঢাকা সহ কয়েকটি এলাকায় বিদ্যুতের পরিমাণ অনেক বেশি যাচ্ছে। অন্যদিকে গ্রামে বিদ্যুৎ একদম থাকছে না।
কারণ বর্তমানে লোডশেডিং চলছে, বিদ্যুতের উৎপাদন বন্ধ হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে।
আরো বেশ কিছুদিন সমস্যা চলমান থাকবে। এক্ষেত্রে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র গরম।
এর প্রভাবে শিক্ষার্থীদের পড়াশোনা কার্যক্রম ব্যাহত হচ্ছে, প্রতিদিন রেকর্ড পরিমাণ গরম হচ্ছে বাংলাদেশে।
যেখানে গত কয়েকদিনে ঢাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয়েছে। তাছাড়া রাজশাহী বগুড়া দিনাজপুরের দিকে 40 এর উপরে থাকা স্বাভাবিক বিষয়।
এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছে
আগামী ৮ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ বন্ধ হবে কিনা জানতে
চাওয়া হয়েছিল মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচয় অধ্যাপক নেহাল আহমেদের কাছে।
তিনি জানান আমাদের শিক্ষার্থী বড় তাদের কোন সমস্যা হবে না জন্য আমরা আপাতত গরমের কারণে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করছি না।
যদি গরমের পরিস্থিতি আরো খারাপ হয় তখন হয়তোবা আমরা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি।
কিন্তু এই মুহূর্তে আমরা স্কুল কলেজ খোলা রাখি যাতে করে কোন সমস্যা না হয়। বর্তমানে স্কুল এবং কলেজে পরীক্ষা আয়োজন করা হচ্ছে,
তাই এই মুহূর্তে যদি আমরা বন্ধ করে দিই। তারপর পরীক্ষার উপরে পড়বে, পরবর্তীতে সে পরীগুলো অনেক দেরিতে নেয়া হবে।
তাই আমরা চাই না কোন সমস্যা হোক স্বাভাবিক নামে পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে।