দাখিল রুটিন ২০২৩ প্রকাশ – Dakhil Routine 2023 All Student
মাদ্রাসা বোর্ডের দাখিল রুটিন ২০২৩ রুটিন প্রকাশ করেছে। শিক্ষার্থীদের কবে পরীক্ষা শুরু হবে কবে শেষ হবে তা জানতে চাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা।
তাদের সুবিধার জন্য আমরা দাখিল পরীক্ষা ২০২৩ এর রুটিন গুলো সকলের জন্য নিচে তুলে ধরছি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কয়েক লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্মকর্তারা।
দাখিল ২০২৩ পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়
মূলত তাদের পরীক্ষা আয়োজন করা হচ্ছে স্বাভাবিক নিয়মে। 100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে।
সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টায়। দাখিল রুটিন ২০২৩ পরীক্ষার রুটিন
দেখা গেছে পরীক্ষা শুরু হবে সকাল দশটা এবং শেষ হবে দুপুর একটায়। স্বাভাবিক নিয়মে পরীক্ষা শুরু হবে,
কুরআন মাজীদ ও তাজবিদ আগামী 30 এপ্রিল আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ করা হবে আগামী 25 মে।
মাদ্রাসা পরীক্ষার রুটিনে বলা হয়েছে শিক্ষা দিতে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
তাছাড়া বহুনির্বাচনী প্রশ্ন ছিল অংশ আলাদা ভাবে শিক্ষার্থীদের পাস করতে হবে। প্রথমে বহুনির্বাচনী
পরবর্তী সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাছাড়া আরও বেশকিছু শর্তের কথা বলা হয়েছে,
তার সাথে যুক্ত করে বলা হয়েছে শিক্ষার্থীরা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল রুটিন ২০২৩ নিচে তুলে ধরা হলোঃ
- কুরআন মাজীদ ও তাজবীদ – ৩০ এপ্রিল ২০২৩
- আরবি প্রথম পত্র – ০২ মে ২০২৩
- আরবি দ্বিতীয় পত্র – ০৩ মে ২০২৩
- গণিত – ০৭ মে ২০২৩
- আকাইদ ও ফিকহ – ০৮ মে ২০২৩
- বাংলা প্রথম পত্র – ০৯ মে ২০২৩
- বাংলা দ্বিতীয় পত্র – ১০ মে ২০২৩
- হাদীস শরীফ – ১১ মে ২০২৩
- ইংরেজি প্রথম পত্র – ১৪ মে ২০২৩
- ইংরেজি দ্বিতীয় পত্র – ১৬ মে ২০২৩
- পৌরনীতি ও নাগরিকতা- ১৭ মে ২০২৩
- কৃষি শিক্ষা – ১৭ মে ২০২৩
- গার্হস্থ্য বিজ্ঞান – ১৭ মে ২০২৩
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় – ১৭ মে ২০২৩
- মানতিক – ১৭ মে ২০২৩
- উর্দু – ১৭ মে ২০২৩
- ফারসি – ১৭ মে ২০২৩
- ইসলামের ইতিহাস – ১৮ মে ২০২৩
- পদার্থবিজ্ঞান – ১৮ মে ২০২৩
- জীব বিজ্ঞান – ২১ মে ২০২৩
- রসায়ন – ২৩ মে ২০২৩
- তাজবীদ নসর ও নজম – ২৩ মে ২০২৩
- তাজবীদ হিফজুল কুরান – ২৩ মে ২০২৩
- তথ্য যোগাযোগ প্রযুক্তি – ২৪ মে ২০২৩
- উচ্চতর গণিত – ২৫ মে ২০২৩