SSC Exam

দুঃসংবাদঃ এসএসসি রেজাল্ট ২০২২ নিয়ে – জেনে নেও সকল তথ্য

Pinterest LinkedIn Tumblr

এসএসসি রেজাল্ট ২০২২ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে দুঃসংবাদ দিয়েছে, কি সেই দুঃসংবাদটা নিয়ে কথা বলব। কারণ এ বছরের ফলাফল প্রস্তুত করা হয়েছে এরই মধ্যে।

এখন ফলাফল প্রকাশ করার কার্যক্রম চলছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে আগামী 28 নভেম্বর

তাদের ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু সর্বশেষ সময় এই দুসংবাদ শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে।

আরও পড়ুনঃ

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে 20 লাখ শিক্ষার্থী পরীক্ষার ফলাফল তৈরি করেছে।

এখানে কয়েকটি বোর্ড থেকে শিক্ষার্থীদের খাতা আরো অনেক কঠিন ভাবে দেখা হয়েছে।

যেখানে শিক্ষকরা কোন ধরনের বাড়তি নাম্বার দেয়নি, আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছি তারা বলেছে

আমরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য ফেল করেছে তাদেরকে আমরা পাশ করে দিয়েছি।

তাছাড়াও শিক্ষার্থীর ১ বা 2 নম্বরের জন্য গ্রেড মিস করেছে তাদেরকে আমরা চেষ্টা করেছি তা পাস দেওয়ার।

তবে কিছু বোর্ডের ক্ষেত্রে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তাই তাদেরকে দেয়া হয়েছে।

কোন ধরনের বাড়তি সুযোগ-সুবিধা তাদেরকে দেয়া হয়নি। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা

আরও পড়ুনঃ

বলেন ফলাফল প্রকাশের সম্পন্ন বিষয়টি শিক্ষা বোর্ড দেখে থাকেন, এক্ষেত্রে ফলাফল তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে ব্যবহারিক ,

সৃজনশীল ও নৈবিত্তিক নম্বর যোগ করার সময় শিক্ষা বোর্ডগুলোর সবাইকে এক বা দুই নম্বর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে,

যারা কিনা এক বা দুই নম্বরের জন্য ফেল করেছে এবং এক বা দুই নম্বরের জন্য এ প্লাস মিস করেছে।

কিন্তু কিছু বোর্ডে এরকম কোনো সুযোগ-সুবিধা থেকে দেয়নি, স্বাভাবিক ভাবে তাদেরকে মূল্যায়ন করেছেন।

যেখানে যত নম্বর তারা পেয়েছে তাই তাদেরকে দেয়া হয়েছে। এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ এর মাধ্যমে নম্বর বাড়িয়ে

দেওয়া হবে কিনা জানতে চাইলে তারা বলেন শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতেই পারে, আমরা চেষ্টা করব।

এ বিষয়গুলোকে পরবর্তীতে ভেবে দেখবে। যদি তারা এক বা দুই নম্বরের জন্য পাস মিস করে তাহলে তাদের

আরও পড়ুনঃ

কে পাস করিয়ে দেয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই শিক্ষার্থীর ফলাফলে যদিও সন্তুষ্ট না হয় তাহলে সেজন্য

এসএমএসের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে। ফলাফল প্রকাশের সাতদিন পরবর্তীতে শিক্ষার্থীরা

এ বোর্ড চ্যালেঞ্জ জন্য আবেদন করতে পারবেন এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে 150 টাকার মতো শিক্ষার্থীদের দিতে হবে।

4 Comments

  1. Nahid Rahoman Reply

    রেজিষ্ট্রেশন নাম্বার ও ভরাটে দুই টায় কাটাকাটি হলে কোনো সমস্যা হবে কি জানবেন

Write A Comment