সকল খবর

দুই হাত ছাড়াই সাঁতারে 4 সোন জয়, পুর বিশ্ব অবাক

ঝেং তাও ছোটবেলায় একটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে তার দুই হাত হারান । দুই হাত নেই তাতে কি ? ইচ্ছাশক্তি থাকলে এই পৃথিবীতে অনেক কিছুই করা সম্ভব । তা আরেকবার প্রমান করলেন তিনি । টোকিও অলিম্পিকে 4 সোনা জিতে রেকর্ড গড়ে অধিপত্য বিস্তার করেছেন এই চিনা সাঁতারু ।

ঝেং তাও সাঁতারে ফ্রিষ্টাইল , ব্লাকস্টক এন্ড বাটারফ্লাই তার ব্যক্তিগত সকল বিজয় বিশ্ব বা প্যারালিম্পিক এর রেকর্ড ।

বিবিসি প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে তিনি ছোটবেলা একটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তার হাত হারান। কিন্তু তখন তিনি থেমে থাকেননি । গত বুধবার 1 সেপ্টেম্বর 50 মিটার ফ্রিস্টাইল ফাইনাল জিতে মাইলফলক গড়েন । প্যারালিম্পিক এ নিয়ে ৫০০ স্বর্ণ চীনের ।

প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তার মেয়ের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেয়া , যা সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় । সেখানে তিনি বলেছিলেন মেয়ে আমার দিকে তাকাও , আমার দুই হাত না থাকা সত্ত্বেও আমি দ্রুত সাঁতার কাটতে পারি । এই কৃতিত্ব অর্জন করে পুরো চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button