শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে নতুন তথ্য দিয়েছে। মূলত এই পরীক্ষা আয়োজন করা নিয়েই বর্তমানে অনেক জল্পনা কল্পনা হচ্ছে।
কারণ শিক্ষার্থীরা অনেকেই যাচ্ছে না এই পরীক্ষা দিতে আবার অনেকে যাচ্ছে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে।
আরও পড়ুনঃ
- এইচএসসি নতুন রুটিন প্রকাশ ২০২৩
- নতুন নিয়মে এইচএসসি পরীক্ষা ২০২৩ – জেনে নেওয়া সকলে
- ২ টি দুঃসংবাদ – HSC Exam 2023 নিয়ে – জানুন
- ৩ টি সুখবর এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে
এরই মধ্যে তাদের পরীক্ষার সকল কার্যক্রম শেষ করেছে। প্রতিটি শিক্ষা বোর্ড ২০২৩ সালে এইচএসসি পরীক্ষা ২০২৩ অংশগ্রহণ
করছে 13 লক্ষ 59 হজার শিক্ষার্থী। তাদের জন্য সকল প্রশ্ন পত্র তৈরি করা হয়েছে, পরীক্ষা সম্পর্কিত যত কাগজপত্র রয়েছে
এবং তার ফরম রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো প্রতিটি কেন্দ্রের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। তাছাড়া শিক্ষার্থীরা তাদের
এডমিট কার্ডগুলো সংগ্রহ করছে, এই অবস্থায় অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে বাধা প্রদান করছে।
তারা বলছে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব না, এক্ষেত্রে তারা পরীক্ষা পেছিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন।
আবার অনেকে বলছে 50 নম্বর পরীক্ষা আয়োজন করা হোক, কারণ গত বছরে অনেক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল
কিন্তু তাদেরকে কোন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে না। তাই মূলত এই সমস্যা গুলো তৈরি হয়েছে,
এক্ষেত্রে শিক্ষার্থীরা বলে আমরা চেষ্টা করছি পরীক্ষা পিছিয়ে নেওয়ার দাবিতে সচল থাকতে। যদি শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা আয়োজন করে,
তখন আমরা সিদ্ধান্ত পরিবর্তন করব কিনা সে বিষয়টি জানাবো। কিন্তু এই মুহূর্তে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের
জানাচ্ছি আমাদের পরীক্ষা গুলো একটু সহজ করে নেয়া হয় এবং অর্ধেক নম্বরে অন্তরে আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ
- এইচএসসি নতুন রুটিন প্রকাশ ২০২৩
- নতুন নিয়মে এইচএসসি পরীক্ষা ২০২৩ – জেনে নেওয়া সকলে
- ২ টি দুঃসংবাদ – HSC Exam 2023 নিয়ে – জানুন
- ৩ টি সুখবর এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে
গত কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলন করেন এবং তিনি বিভিন্ন জায়গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন
পরীক্ষা পেছনে যাওয়া কোন ধরনের চিন্তা ভাবনা আমাদের নেই। শুধুমাত্র যে এলাকায় বন্যা হবে সেখানে পরীক্ষা স্থগিত করা হবে।
শুধুমাত্র তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা তারা স্থগিত করেছে, তাও বন্যার কারণে কোন ধরনের আন্দোলনের কারণ এর না।
তারা বলছে আমরা পরীক্ষা পিছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি, আয়োজন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
সামনে জাতীয় নির্বাচন রয়েছে তার প্রভাবে এইচএসসি পরীক্ষা সমস্যা হতে পারে। তাই আমরা চাচ্ছি না কোন সমস্যা হোক,
স্বাভাবিক নিয়মে শিক্ষার্থীদের পরীক্ষায় আয়োজন করা হোক। যাতে শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে,
শিক্ষার্থীর বিভিন্ন সময় বিভিন্ন দাবি করতেই পারে কিন্তু আমরা পরীক্ষা অংশগ্রহণ আয়োজন করব এটা শিক্ষার্থীদের জন্য ভালো হবে।
2 Comments
পরীক্ষা সময়মত হোক। সামনে জাতীয় নির্বাচন। সিলেবাস সংক্ষিপ্ত। যারা টেষ্ট পরীক্ষায় পাস করেছে তারাই তো ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করছে। কাজেই শেষ সময় পরীক্ষা পিছার কথা প্রশ্নবিদ্ধ। আমি একজন অভিভাবক হিসাবে বলছি এ কথাগুলো।
Education is the backbone of a nation.?knowledge was power!read get by heart sit for examination?do not adopt unfair means .eyes cannot see what mind does not know,.abide by rules?go a head..read.write .appear at examination.?do not tell give?