সকল খবর

নতুন বছরে শিক্ষা প্রতিষ্ঠান ৬ মাস বন্ধ ৬ মাস খোলা – কিন্তু কিভাবে ?

নতুন শিক্ষাক্রমে বেশ কিছু বিষয় পরিবর্তন এসেছে তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

নতুন বছরে ছয় মাসের মত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং চরম শিক্ষা গ্রহণ থাকবে কিন্তু কিভাবে এই বন্ধ

এবং খোলা রাখার বিষয়টি বলা হয়েছে, তা আমরা তুলে ধরছি। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে বর্তমান বছর

আরও পড়ুনঃ সুখবরঃ ৪ টি উপবৃত্তি দিচ্ছে সকল শিক্ষার্থীদের – আবেদন করুন

থেকে শুক্র এবং শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে অর্থাৎ যেখানে আগে সাপ্তাহিক বন্ধ ছিল একদিন

সেখানে এখন সপ্তাহিক বন্ধ দুই দিন থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে সারা বছরে ৫২ সপ্তাহ হয়ে থাকে এবং তার বিপরীতে বন্ধ হবে 104 দিন।

এর সাথে শিক্ষা প্রতিষ্ঠান আরো বিভিন্ন কারণে বন্ধ রয়েছে প্রায় 71 দিন অর্থাৎ সবমিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে

প্রায় ১৭৫ দিনের মতো করে। তাই বলা যাচ্ছে যে এক বছরে প্রায় অর্ধেক সময় অর্থাৎ 6 মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

এবং বাকি ছয় মাস শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং সেই সময়ের মধ্যে তাদের পরীক্ষা ক্লাস যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।

2023 সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের তালিকা নিচে তুলে ধরা হলোঃ

  • সরস্বতী পূজা – 26 জানুয়ারি বৃহস্পতিবার
  • মাঘী পূর্ণিমা – 5 ফেব্রুয়ারি রবিবার
  • শবে মেরাজ – 19 ফেব্রুয়ারি রবিবার
  • শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – একুশে ফেব্রুয়ারি মঙ্গলবার
  • শুভ দোলযাত্রা – 7 মার্চ মঙ্গলবার
  • শবেবরাত – 8 মার্চ বুধবার
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস – 17 ই মার্চ শুক্রবার
  • পবিত্র রমজান স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ ঈদুল ফিতর গ্রীষ্মকালীন ছুটি 23 মার্চ থেকে 26 এপ্রিল পর্যন্ত
  • মে দিবস -১ মে
  • বুদ্ধ পূর্ণিমা – ৪ মে বৃহস্পতিবার
  • পবিত্র ঈদুল আযহা – 25 জুন রবিবার থেকে 6 জুলাই বৃহস্পতিবার পর্যন্ত
  • হিজরি নববর্ষ ২০জুলাই বৃহস্পতিবার
  • আশুরা – 29 জুলাই শনিবার
  • জাতীয় শোক দিবস 15 আগস্ট মঙ্গলবার
  • শুভ জন্মাষ্টমী 6 সেপ্টেম্বর বুধবার
  • আখেরি চাহার সোম্বা 15 সেপ্টেম্বর বুধবার
  • ঈদে মিলাদুন্নবী 15 সেপ্টেম্বর বৃহস্পতিবার
  • দুর্গাপূজা ২০ অক্টোবর শুক্রবার থেকে 28 অক্টোবর শনিবার
  • কালীপূজা 12 নভেম্বর রবিবার
  • বিজয় দিবস শিট কালীন ছুটি 13 ডিসেম্বর বুধবার থেকে 31 ডিসেম্বর রবিবার
  • প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি তিন দিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button