মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ শেষ হয়েছে এক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে সে সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
মূলত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে নভেম্বরে নাকি ডিসেম্বরে সে ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।
আরও পড়ুনঃ
চলতি বছর এসএসসি পরীক্ষা গত 15 সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে এবং পরীক্ষা শেষ হয়েছে গত 20 অক্টোবর ব্যবহারিক মাধ্যমে।
মাধ্যমিক পর্যায়ে ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে 20 লাখ শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে।
পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। চলতি বছরে এসএসসি পরীক্ষা খাতা দেখা শুরু করেছে শিক্ষকরা।
অনেক গুলো বিষয় খাতা দেখা তাদের মধ্যে শেষ করা হয়েছে। বাকি বিষয়গুলোর খাতা দেখা শেষ করে
শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নম্বর পাঠিয়ে দিচ্ছি শিক্ষকরা। এরই মধ্যে শিক্ষা বোর্ড গুলোর সেই নম্বরের উপর নির্ভর করে
পরীক্ষার ফলাফল প্রস্তুত করছে। ইতিমধ্যে অনেক গুলো বিষয় সফট্ওয়ারে এন্ট্রির কাজ শেষের দিকে। তাছাড়া তথ্য ও যোগাযোগ
প্রযুক্তি, ধর্ম ও নৈতিক শিক্ষা , বাংলাদেশ ও বিশ্বপরিচয় , বিজ্ঞান বিষয়ে নেয়া হবে জেএসসি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ
জেএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে সে ক্ষেত্রে তিনটি বিষয়ে এক নম্বর যোগ করা হবে।
আরও পড়ুনঃ
যে সকল শিক্ষকের পরীক্ষার খাতা দেখেছে তারা জানায় যথেষ্ট পরীক্ষায় খাতায় সুযোগ-সুবিধা দেয়া হয়েছে।
পাসের হার অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর এর বেশি হবে বলে ধারণা করছেন। তাছাড়া এক বা দুই নম্বরের জন্য
যেসব শিক্ষার্থী পরীক্ষায় ফেল করেছে তাদেরকে সেই নম্বরটি দিয়ে দেয়া হয়েছে। পরীক্ষার ফলাফল কবে প্রকাশ
করবে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
জানান নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ফলাফল তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে নভেম্বর মাসের শেষের দিকে
ফলাফল প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে তারা। কিন্তু এর মধ্যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী জাপান সফরে যাবে নভেম্বরের শেষের দিকে।
যখনই চিন্তা ভাবনা করছে ফলাফল প্রকাশের। প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশ করে যান তাহলে নভেম্বর
মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ করা হবে। আর যদি তিনি ফলাফল প্রকাশ না করে যান
তাহলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপান সফর থেকে এসে তিনি ফলাফল প্রকাশ করবেন।