নিজের মোবাইল থেকে এসএসসি ফলাফল ২০২৩ দেখার নিয়ম
প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজের মোবাইল ফোন থেকে মাত্র দুই মিনিট সময় ব্যয় করে তোমাদের এসএসসি ফলাফল ২০২৩ দেখতে পারবে।
কিভাবে কি করতে হবে ? কোন জায়গায় তোমাদেরকে যেতে হবে ? কি কি দরকার হবে ? যাবতীয় সকল তথ্য তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরছি।
আরও পড়ুনঃ
- কোন বোর্ডে এসএসসি রেজাল্ট খারাপ হবে ? কোন বোর্ড পাস বেশি ?
- SSC Result 2023 প্রকাশ কত তারিখ ? জেনে নেও সকলে
- ৩ টি সুখবর এসএসসি রেজাল্ট নিয়ে – জানালো শিক্ষাবোর্ড
- এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ যেদিন – বলল শিক্ষামন্ত্রনালয়
এসএসসি ফলাফল ২০২৩ দেখার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। তবে বলে রাখছি এখানে ফলাফল দিতে কোন টাকা লাগে না।
বিনামূল্যে নিজের মোবাইল ফোন দেখতে শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে ফলাফল দেখা যাবে।
তাছাড়া যদি ইন্টারনেট না থাকে তাহলে এসএমএসের মাধ্যমে তোমরা ফলাফল দেখতে পারবে।
ফলাফল দেখার সহজ নিয়মগুলো আমরা নিচে ধাপে ধাপে তুলে ধরছি ফলাফল দেখার, তিনটি নিয়ম রয়েছে
সাধারণভাবে রেজাল্ট দেখা মার্কশিট সহ রেজাল্ট দেখা এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখা।
শিক্ষার্থীরা কিভাবে ফলাফল দেখবে তার নিয়ম এবং ওয়েবসাইট গুলো আমরা নিচে একে একে তুলে ধরছি।
আরও পড়ুনঃ
- কোন বোর্ডে এসএসসি রেজাল্ট খারাপ হবে ? কোন বোর্ড পাস বেশি ?
- SSC Result 2023 প্রকাশ কত তারিখ ? জেনে নেও সকলে
- ৩ টি সুখবর এসএসসি রেজাল্ট নিয়ে – জানালো শিক্ষাবোর্ড
- এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ যেদিন – বলল শিক্ষামন্ত্রনালয়

এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার সহজ নিয়মঃ
নিচের নিয়ম অনুসরণ করলে শিক্ষার্থী খুব সহজেই তার ফলাফল ঘরে বসে নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবে।
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
- পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- শিক্ষার্থীর রোল নাম্বার সামনের ফাঁকা করে বসাতে হবে
- ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করতে হবে
- উপরের সকল তথ্য সঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাথে সাথে শিক্ষার্থীর ফলাফল চলে আসব
ওয়েবসাইট লিংক
মার্কশিট সহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ

যদি শিক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা দেখতে চায় তাহলে নিচের নিয়ম তাকে অনুসরণ করতে হবে। তাহলে শিক্ষার্থী সে ফলাফল গুলো দেখতে পারবে।
- মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
- পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- রেজাল্ট টাইপ অপশনে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে
- শিক্ষার্থীর রোল নম্বর বসাতে হবে
- শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে
- ছবিতে উল্লেখিত ক্যাপচারটি পূরণ করতে হবে
- উপরের সকল তথ্য সঠিক থাকলে গেট রেজাল্ট এ ক্লিক করতে হবে এবং ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিংক
এসএমএসের মাধ্যমে এসএসসি ফলাফল ২০২৩ দেখার নিয়ম
এসএমএসের মাধ্যমে যদি শিক্ষার্থীরা ফলাফল দেখতে চায় তাহলে নিচের নিয়ম তাদের অনুসরণ করতে হবে।
এক্ষেত্রে প্রতিটি সিম কোম্পানিতে চার্জ গ্রহণ করে থাকে অবশ্যই তিন টাকা মোবাইলে রেখে এই এসএমএস তাদেরকে পাঠাতে হব।
SSC <> বোর্ডের প্রথম তিন অক্ষর <> Roll <> Year sent to 16222
উদারহনঃ SSC DHA 123456 2023 sent to 16222