একাদশ ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগে এখন নিশ্চায়ন শুরু হয়েছে। সেক্ষেত্রে নিশ্চায়ন তোমাদের হয়েছে কিনা সে বিষয়টা দেখে নাও।
মূলত টাকা পরিশোধ করলে নিশ্চায়ন কার্যক্রম সম্পন্ন করা হ।য় তারপরও শিক্ষার্থীর এখানে বিষয়গুলো দেখে নেয়া উচিত।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে শিক্ষার্থীরা গত ১০ আগস্ট থেকে ২০ আগস্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পেরেছে।
আরও পড়ুন
- শিক্ষার্থীদের ভর্তি সহায়তা প্রদান করছেন – অনলাইনে আবেদন করুন
- ১০০০০ টাকা উপবৃত্তি দিচ্ছে – আবেদন করা যাবে
- ২ টি আর্থিক অনুদান দিবে সকল শিক্ষার্থীদের – আবেদন করুন
- SSC Scholarship Result 2023 – Result PDF List
তারপর তাদের 31 আগস্ট আবেদন পরিবর্তন এবং নতুন আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছিল।
সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় এখন তাদের ফলাফল প্রকাশ করেছে, যেখানে ৫ সেপ্টেম্বর রাত আটটায় ফলাফল প্রকাশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তি হতে পারবে। মূলত শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তাদের উপর নির্ভর করে এই ফলাফল তৈরি করা হয়েছে।
একাদশ শ্রেণির ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থীর অনলাইনের মাধ্যমে আবেদন করেছিল। সেখানে প্রায় ৫০ হাজারের মতো শিক্ষার্থী
কোন ধরনের কলেজে পাইনি, তাছাড়া প্রায় আট হাজারের বেশি শিক্ষার্থী জিপিএ ফাইভ পাওয়ার পর কোন কলেজ পাইনি।
এছাড়া প্রায় ১২ লাখের মতো শিক্ষার্থী কলেজে আবেদনে সুযোগ পেয়েছে, এখন তাদের সেই কলেজগুলোতে নিশ্চয়ন করার পালা।
যদি শিক্ষার্থী সেই কলেজ নিশ্চায়ন করে ফেলে তাহলে সে আর কোথাও আবেদন করতে পারবে না।
যে কলেজে নিশ্চায়ন করেছে তাকে সেই কলেজে ভর্তি হতে হবে। তবে নিশ্চায়ন করার পরবর্তীতে মাইগ্রেশন অন হবে।
আরও পড়ুনঃ
- HSC Admision 2023 Result Check Online
- একাদশ ভর্তি হতে কি কি কাগজ দরকার হবে ? জেনে নাও
- একাদশ ভর্তি হতে কত টাকা লাগবে ? বিভাগ জেলা উপজেলা গ্রাম
- HSC Arts Group Subject List | Humanities Group Subject List
উপরের কলেজ গুলোর জন্য, এক্ষেত্রে যদি উপরে কোন কলেজে শিক্ষার্থী ভর্তি হতে চায় তাহলে ভর্তি হতে পারবে।
যদি তার মাইগ্রেশন এর মাধ্যমে ফলাফল পরিবর্তন হয় এখানে শিক্ষার্থী ৩৩৫ টাকা নিশ্চায়ন প্রদান করতে হবে।
শিক্ষার মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী বিকাশ নগদ রকেট সহ বিভিন্ন মোবাইল ব্যাংক একাউন্ট অথবা ব্যাংক একাউন্টের মাধ্যমে
এই ৩৩৫ টাকা পরিশোধ করা যাবে। শিক্ষার্থীরা অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে টাকাগুলো পরিশোধ করতে পারবে।
যদি শিক্ষার্থী টাকা জমা হয় তাহলে নিচের এই ছবির মত করে দেখাবে যে আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে বা আপনার নিশ্চায়ন নিশ্চিত হয়েছে।

আর যদি টাকা জমা না হয় তাহলে এই নিচের ছবির মাধ্যমে শিক্ষার্থীদেরকে সেটা সুন্দরভাবে দেখিয়ে দেয়া হবে।

তাই শিক্ষার্থী আগে টাকা পাঠিয়ে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এ বিষয়গুলো দেখে নিতে পারবে।
