
পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে শুধুমাত্র পড়াশোনা দিয়েই হয় না তার সাথে পরীক্ষার খাতা দ্রুত ও সুন্দর ভাবে সহিত প্রশ্ন উত্তর দেওয়ার বিষয়টি গুরুত্বসহ কারে বিবেচনায় রাখা হয়|
কারণ শিক্ষার্থী যত ভালো পড়াশোনা করে পরীক্ষা কেন্দ্রে যাক না কেন যদি সে সুন্দরভাবে উপস্থাপন না করতে পারে তাহলে তার নাম্বার কম আসবে|
আজকে কথা বলব পরীক্ষার খাতা দ্রুত ও সুন্দর লেখার গুরুত্বপূর্ণ ৮ টি কৌশল –
প্রতিটি কৌশল শিক্ষার্থী পরীক্ষার খাতায় ব্যবহার করলে আশা করি ভাল ফলাফল করতে পারবে।
কৌশল 1-
পরীক্ষার প্রথম পাঁচ মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে সম্পন্ন প্রশ্ন তোমাকে পড়তে হবে কোন প্রশ্ন গুলো খুবই সহজ বা তোমার কমন পড়েছে তা নির্বাচন করে তোমাকে রাখতে হবে।
যে প্রশ্নগুলো তুমি লিখতে চাও অর্থাৎ তুমি সামনের দুই ঘন্টা তিন ঘন্টা কোন প্রশ্নগুলো লিখতে চাও তাই 5 মিনিটে সিদ্ধান্ত নিতে হবে।
আরও পড়ুনঃ যেকোনো প্রয়োজনে সকল শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করার ঠিকানা
কৌশল 2-
প্রশ্ন নির্বাচনের পরবর্তীতে একটি সৃজনশীল বা রচনামূলক প্রশ্ন লেখার জন্য তুমি কতটুকু সময় পাবে তা চিন্তা ভাবনা করে নিতে হবে।
এক্ষেত্রে তুমি 25 মিনিট পাচ্ছো নাকি ২০ মিনিট পাচ্ছো যখন হিসেব করে নিবে তার মধ্যেই তোমাকে প্রশ্ন গুলো শেষ করতে হবে।
কৌশল 3-
পরীক্ষার প্রশ্নপত্রের যে প্রশ্নগুলো খুব সহজ এসেছে অর্থাৎ তোমার কাজে খুবই সহজ সে প্রশ্নগুলোর উত্তর সবার আগে দিবে।
এটা তোমার হাতের লেখা ভালো থাকবে এবং প্রশ্নে মার্ক ভালো পাবা। অর্থাৎ যদি প্রশ্নের নম্বর
থাকে 10 তাহলে তুমি প্রথম দিকে সে প্রশ্নগুলো উত্তর দিলে দশে দশ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
কৌশল 4-
পরীক্ষার প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটি পৃষ্ঠা সর্বোচ্চ 12 থেকে 16 লেখা যেতে পারে।
এক্ষেত্রে হাতের লেখা যদি বড় হয় তাহলে এর বেশিও লেখা যেতে পারে। চাইলে তো ২০ বা ৩০ লাইন লেখা যায় কিন্তু মার্ক তো একই থাকবে।
এক্ষেত্রে যতটুকু দরকার ততটুকু লেখার চেষ্টা করতে হবে তাছাড়া সময়ের দিকে মাথা রেখে পরীক্ষার প্রশ্নের উত্তর লিখতে হবে।
কৌশল 5-
পরীক্ষার খাতায় সুন্দর করে লেখার জন্য কলম খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে লেখার জন্য তোমরা বলপয়েন্ট কলম ব্যবহার করতে পারো।
যাদের হাত ঘামে তারা অবশ্যই রুমাল বা টিসু সাথে রাখবে এবং যাদের হাত থেকে কলম পড়ে যায় তারা রাবারের কলম ব্যবহার করতে পারো।
কৌশল 6-
পরীক্ষার খাতায় লেখা সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য তোমাকে প্রতিটি শব্দ এবং লাইনের মধ্যে যথেষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে।
প্রতিটি লাইনের দাড়ি কমা বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
এতে করে তোমার লেখা অনেক সুন্দর হবে এক্ষেত্রে তুমি বাসায় বসে বইগুলো প্র্যাক্টিস করতে পারো।
কৌশল 7-
উত্তর লেখার সময় তুমি উত্তরটা জেনে থাকলে বা তোমার মুখস্ত মধ্যে থাকলে খুব সহজে এবং দ্রুত লিখতে পারবে। এক্ষেত্রে তোমাকে থামতে হবে না।
কিন্তু যদি তোমার উত্তর মনে করে করে লিখতে হয় তাহলে তোমাকে বুঝে শুনে উত্তর লিখতে হবে।
এক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে তবে উত্তর যাতে সঠিক হয় সেই বিষয়ে মনোযোগ রাখতে হবে।
কৌশল -8
পরীক্ষার সময় প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ এই সময় কোন ধরনের দুশ্চিন্তা বা হতাশাগ্রস্ত হওয়া যাবে না।
যতটুকু কমন পড়েছে তাদের পরীক্ষা শেষ করতে হবে ভালো কিছু করার।
এখানে কোন কারণে যদি দুশ্চিন্তা করো এটা তোমার পরীক্ষায় বড় খারাপ প্রভাব পড়বে এবং তোমার মনোযোগ বিঘ্ন ঘটবে।
Assalamoalaikom,
MasAllah, Thanks a lot for inform me about the exam of time meaning.
Apni onake help you so much the big role model well and exam
Thank you so much to inform for date and time.Good wishes.Pray for me for fairwell.
Thank you so much to inform me for date and time of exam.Good wishes.Pray for me for fairwell in the examination.
Good ideas
Hadi alam