ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং এ সেরা 1000 এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বের 1661 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান , আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি , গবেষণা এবং জ্ঞান স্থানান্তরের মূল্যায়নের মাধ্যমে র্যাংকিং শীর্ষস্থান প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সামরিক টাইমস হায়ার এডুকেশন ( টিএইচই ) ।
যেখানে শীর্ষ 1000 এর তালিকা বাংলাদেশ একটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে এবং 12 তারিখের ভিতরে আরও দুইটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে । গত বৃহস্পতিবার 2 সেপ্টেম্বর এই তালিকা প্রকাশ করেছে তাদের সাময়িক অফিসিয়াল ওয়েবসাইটে ।
এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং পাঁচ বছর পর এবার সেরা 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় । তালিকায় 801 থেকে 1000 মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ।
এর আগে 2016 সালে এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল 601 থেকে 800 । এর মধ্যে এরপর 2017 সালে সেই তালিকায় বাংলাদেশী কোন বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়নি ।
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং অনুযায়ী 2022 সালে দেখা যায় – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তালিকা 1001 থেকে 1200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে এবং প্রথমবারের মতো এই তালিকায় স্থান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী সবাই আনন্দিত .
তবে এবারের র্যাংকিং পিছিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট . গতবারের চেয়ে 200 ধাপ পরে 1220 এরপরে অবস্থান বিশ্ববিদ্যালয়টি ।
শিক্ষামূলক কোন প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করুন । আমরা আপনাকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব ।
শিক্ষামূলক সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন ।
Dear metroacademybd.com admin, Thanks for the well-organized post!