পাশের হার কোন বোর্ডে কত ? এসএসসি রেজাল্ট ২০২২
আগামী কয়েকদিনের মধ্যে এসএসসি পরীক্ষা রেজাল্ট ২০২২ প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে শিক্ষা বোর্ডগুলো। সেই উপলক্ষে পরীক্ষার ফলাফলের সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর।
এই মুহূর্তে শিক্ষার্থীর জানতে চাচ্ছে কোন বোর্ডে পাসের হার কেমন হচ্ছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা
আরও পড়ুনঃ
- ২ টি সুখবর – এসএসসি রেজাল্ট ২০২২ নিয়ে – জেনে নেও
- এসএসসি পরীক্ষা ২০২২ কত % শিক্ষার্থী ফেল করেছে ?
- দুঃসংবাদ এসএসসি পরীক্ষা ২০২২ নিয়ে – জেনে নাও এখনই
- Marksheet সহ এসএসসি রেজাল্ট ২০২২ দেখার ২ টি নিয়ম
ও শিক্ষকরা আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছে। মূলত ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে বছরে পরিক্ষা আয়োজন করা হয়েছে।
বোর্ড গুলোর নাম হচ্ছে ঢাকা রাজশাহী রংপুর দিনাজপুর ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম
বরিশাল যশোর ঢাকা মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড। 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছেন।
এই অবস্থায় তাদের ফলাফল প্রকাশের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় দিনরাত কাজ করে তা তৈরি করেছে।
মূলত তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে জেএসসি রেজাল্ট
এর মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে, তাছাড়া বাকি সাতটি বিষয় শিক্ষার্থীদের পরীক্ষা আয়োজন করা হয়েছে সব মিলিয়ে ফলাফল প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ
- ২ টি সুখবর – এসএসসি রেজাল্ট ২০২২ নিয়ে – জেনে নেও
- এসএসসি পরীক্ষা ২০২২ কত % শিক্ষার্থী ফেল করেছে ?
- দুঃসংবাদ এসএসসি পরীক্ষা ২০২২ নিয়ে – জেনে নাও এখনই
- Marksheet সহ এসএসসি রেজাল্ট ২০২২ দেখার ২ টি নিয়ম
সর্বশেষ তথ্য মতে শিক্ষকের জানায় তারা যে সকল খাতা পেয়েছে পরীক্ষায় সেখানে অধিকাংশ শিক্ষার্থী ভালো
লিখেছে এবং ভাল ফলাফল করেছে। তাদের মতে 100 খাতার মধ্যে শিক্ষার্থীরা গড়ে 12 থেকে 15 জন শিক্ষার্থী ফেল করেছে।
বিশেষ করে ইংরেজি এবং গণিতে ফেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে শিক্ষকরা নিশ্চয় বলছে
যে যেহেতু সৃজনশীল এবং আলাদা আলাদা পাস করতে হবে। সেই জায়গা থেকে অনেকেই সৃজনশীলে ফেল করেছে।
তাদের কে পাস করিয়ে দেয়া সম্ভব নয়। তারা সবাইকে এক বা দুই নম্বর দিয়ে পাস করিয়ে দেয়ার চেষ্টা
করেছে তারপরও অনেকে একদমই লিখতে পারেনি তাদেরকে নম্বরটা কোন ভাবেই সম্ভব হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানায় ঢাকা-কুমিল্লা-চট্টগ্রাম যশোর শিক্ষাবোর্ডে 90 থেকে 95 শতাংশ পাসের হার থাকবে।
আরও পড়ুনঃ
- ২ টি সুখবর – এসএসসি রেজাল্ট ২০২২ নিয়ে – জেনে নেও
- এসএসসি পরীক্ষা ২০২২ কত % শিক্ষার্থী ফেল করেছে ?
- দুঃসংবাদ এসএসসি পরীক্ষা ২০২২ নিয়ে – জেনে নাও এখনই
- Marksheet সহ এসএসসি রেজাল্ট ২০২২ দেখার ২ টি নিয়ম
বাকি শিক্ষা বোর্ডগুলোর ক্ষেত্রে পাসের হার 90 এর নিচে থাকতে পারে বা উপরে থাকতে পারে।
এখন পর্যন্ত সে ব্যাপারে কোন নিশ্চিত তথ্য পায়নি। তবে আশা করা যাচ্ছে গত বছরের তুলনায় এ বছর পাসের হার
একটু কম থাকবে তার সাথে এ প্লাস সংখ্যা বাড়বে বলে ধারণা করা যাচ্ছে। কেন এমন চিন্তা ভাবনা জানতে চাইলে তারা
বলে গত বছরে সকল বিষয়ে সাবধান করা হয়েছিল কিন্তু এ বছরে তা আর করা হয়নি তাই শিক্ষার্থীদের সম্ভাবনা অনেক বেশি।
Amar. Ragelt. Koto