মানিক রহমান বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সদর ইউনিয়ন চন্দ্রখানা গ্রামে পা দিয়ে লিখে মানিক এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়েছে।
জন্ম থেকে দুই হাত নেই, দুই পা থাকলেও তা সমান বা স্বাভাবিক নয়। শারীরিক প্রতিবন্ধী মানিক সোমবার দুপুরে নিজের ল্যাপটপ
আরও পড়ুনঃ
- এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কিভাবে আবেদন করতে হবে
- এসএসসি ফলাফল পাসের হার কোন বোর্ডে কত শতাংশ ?
- SSC Result Marksheet With Number – All Board Result
- এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখার ২ টি সহজ নিয়ম – জেনে নাও
চালিয়ে তার ফলাফল বের করেছেন, যেখানে তিনি গোল্ডেন জিপিএ 5 পেয়েছে পেয়েছেন যা শুনে সবাই মুগ্ধ হয়েছে।
গত 15 সেপ্টেম্বর শারীরিক প্রতিবন্ধী মানিকের পরীক্ষা শুরু হয়, পরীক্ষাকেন্দ্রে তিনি পা দিয়ে লিখতেন বেঞ্চের উপরে বসে।
এভাবেই তিনি সকল পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করেছেন। চন্দ্রখানা গ্রামে ঔষধ ব্যবসায়ী
মিজানুর রহমান ও প্রভাষক মরিয়ম বেগমের ছেলে বড় ছেলে মানিক তার আরও একটি ছোট ভাই রয়েছে।
বাবা-মা ও শিক্ষকদের অনুপ্রেরণায় এবং নিজের আত্মবিশ্বাস পুঁজি করে মানিক পিএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ জেএসসিতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে।
আরও পড়ুনঃ
- এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কিভাবে আবেদন করতে হবে
- এসএসসি ফলাফল পাসের হার কোন বোর্ডে কত শতাংশ ?
- SSC Result Marksheet With Number – All Board Result
- এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখার ২ টি সহজ নিয়ম – জেনে নাও
এবার তিনি এসএসসি তে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। শুধুমাত্র পা দিয়ে লিখতে পারে তা নয় মানিক পা দিয়ে সব কিছুই করতে পারে,
মোবাইল চালানো ল্যাপটপ টাইপিং ইন্টারনেট ব্যবহার থেকে শুরু করে নিজের যাবতীয় সকল কাজ করতে পারে।
ভবিষ্যতে মানিকের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হয়ে বাবা মার স্বপ্ন পূরণ করার ইচ্ছা রয়েছে।
মানিকের বাবা মিজানুর রহমান ও মারিয়া মা মরিয়ম বেগম বলেন আমরা আমার দুই ছেলে মানিক সবার বড়,
বড় ছেলে প্রতিবন্ধী কিন্তু এটা আমরা মনে করি না। জন্ম থেকেই তার দুটো হাত না থাকলে আমরা তাকে পা দিয়ে লেখার অভ্যাস করেছি।
সুস্থ-স্বাভাবিক ছেলের মধ্যেও মানিক পিএসসি-জেএসসি এবং প্লাস পেয়েছেন এটা আমাদের গর্ব।
আরও পড়ুনঃ
- এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম কিভাবে আবেদন করতে হবে
- এসএসসি ফলাফল পাসের হার কোন বোর্ডে কত শতাংশ ?
- SSC Result Marksheet With Number – All Board Result
- এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখার ২ টি সহজ নিয়ম – জেনে নাও
সবাই আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে বাঁচতে পারে এবং মানুষের মতো মানুষ হতে পারে।
সে জানে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। মানিক বলেন আমার দুটো হাত না
থাকলে আল্লাহর রহমতে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে। এর আগে জেএসসি পরীক্ষায় গোল্ডেন
এ প্লাস পাই সে আরও বলেন আমি এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়
ভর্তি হতে পারি। এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাবা-মায়ের স্বপ্ন যেন পূরণ করতে পারি।