প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি আবেদন 2022

প্রতিবছর প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর মাধ্যমে দরিদ্র মেধাবী রোগাগ্রস্ত অভাবগ্রস্ত সুবিধা বঞ্চিত অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের সমন্বিত উপবৃত্তির আওতায় অর্থ প্রদান করা হয়।
যেখানে শিক্ষার্থীরা একটি আবেদন ফরম পূরণ করে এ আবেদন পেতে পারে । এক্ষেত্রে আবেদন করতে কোন ধরনের ফি দিতে হবে না।
তাছাড়া আবেদন এর সম্পূর্ণ অর্থ শিক্ষার্থীর মোবাইল ব্যাংকিং একাউন্টে চলে আসবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি সকল শিক্ষার্থী জন্য সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে। কিন্তু দরিদ্র মেধাবী সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই উপবৃত্তি পাবে।
উপবৃত্তির আবেদন ফরম ডাউনলোড করুন এখানে
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করবে ।
তাদের থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিবে স্কুল বা কলেজ কর্তৃপক্ষ।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত চার পৃষ্ঠার উপবৃত্তি ফরম পূরণ করে শিক্ষা মন্ত্রণালয় পূরণ করতে হবে ।
যেখানে হাতে পূরণ করতে হবে কোন ধরনের কম্পিউটার টাইপ এর মাধ্যমে পূরণ করা যাবে না।
যে সকল শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় উপবৃত্তির অর্থ পাবে সেই শিক্ষার্থীদের কোন ধরণের টিউশনি ফী বা বেতন স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ নিতে পারবে না।
উপবৃত্তি আবেদনের জন্য শিক্ষার্থীদের যা যা দরকার হবে তা হলঃ
- শিক্ষার্থী জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ১৭ সংখ্যা
- পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- পিতা-মাতার অনুপুস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- পূর্বের শ্রেণির পরীক্ষার নাম রেজিস্ট্রেশন নম্বর ফলাফল এবং পাশের সনদের ফটোকপি
- শিক্ষার্থী-অভিভাবক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক একাউন্ট খোলা বা মোবাইল ব্যাংকিং একাউন্ট
উপবৃত্তি আবেদন করতে শিক্ষার্থীর আরো যা দরকার হবে তা জাঃ
- আবেদনকারী ব্যক্তিগত তথ্য
- আবেদনকারীর স্বাস্থ্য সম্পর্কিত তথ্য
- শিক্ষাগত যোগ্যতা
- অভিভাবকের পেশা
- পারিবারিক তথ্য
- বসতবাড়ির তথ্য
- অনলাইন মোবাইল বা ব্যাংক একাউন্ট
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীর ষষ্ঠ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে এবং যারা একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হয়েছে তারাই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন ।
আরও পড়ুনঃ একাদশ শ্রেণি কলেজ ট্রান্সফার নোটিশ প্রকাশ ২০২২
এক্ষেত্রে আবেদন করার 120 দিনের ভিতরে শিক্ষার্থীর একাউন্টে টাকা চলে যাবে । যারা আবেদনের যোগ্য হবে তাদের ।
আবেদন করার শেষ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে পরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান যাচাই-বাছাই করে উপবৃত্তির যোগ্য প্রার্থী নির্বাচন করবে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট




I am poor student life man
আমি অনেক গরিব মানুষ
আমি পড়াশোনা করতে আমার অনেক কষ্ট হয় কারন আমার বাবার ইনকাম কম
ভাই এটা জমা দিব কনে
Nizer College a
Besorkari College ar student pete pare..
আমি এইচএসসি দিছি এখন আমিও কি পারবো এপ্লাই করতে।।
আমি ইন্টার ২ য় বি এম কলেজে পরি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ, আর্থিক অবস্থা অনেক দুর্বল, আমি নিজে পরিবারের আর্থিকভাবে সাহায্য করতে হয়, একটা ছোট চাকরি করে, এই অল্প
যে পাই সে টাকা দিয়ে পরিবারের ঐ হয় না, আমার লেখাপড়া খরচ চালাতে কষ্আট হয়ে যায়,আমি চাই আমাকে একটু সাহায্য করা হক, তাহলে লেখাপড়া খরচ টাকানিয়ে একটু নিশ্চিন্ত হতে পারবো।
আমার বাবা একজন কৃষক। আমি Bbs ১ম বর্ষে পড়ি। আমার পড়াশোনার খরচ চালানো আমার বাবার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে। অনুগ্রহ করে বিবেচনা করে দেখবেন।।
কোন পরীক্ষার মার্ক শিট চাইছে
আমি অনেক গরীব। আমার বাবা একজন কৃষক, আমি ক্লাস 10 এ পড়ি, 2023 সালের এসএসসি পরীক্ষার্থী। এখন আমার পড়ালেখা করতে অনেক কষ্ট হয়,,,কারণ আমার ফ্যামিলি অনেক গরীব ,আমার আমার বাবা একজন বাকপ্রতিবন্ধী। এখন আমি কিভাবে এই উপবৃত্তি টাকা পেতে পারি
We want to know a lot but don’t have the opportunity to wait for age but opened an account for me to study in any class.
I’m very poor can you help