উপবৃত্তি

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি আবেদন করুন 2022

শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট মাধ্যমে প্রতিবছর দরিদ্র, মেধাবী, রোগাগ্রস্থ, পাহাড়ি, হাওড় অঞ্চলের শিক্ষার্থীসহ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অর্থ প্রদান করে থাকে পড়াশোনা পরিচালনা করার জন্য ।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তির জন্য শিক্ষার্থীরা খুব সহজে আবেদন করতে পারবে ।

এক্ষেত্রে কোন ধরনের আবেদন ফি শিক্ষার্থীদের দিতে হবে না । বিনামূল্যে শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে ।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ স্কুল এবং কলেজ

পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা প্রস্তুত করে শিক্ষার্থীরা মোবাইল ব্যাংক একাউন্ট বা তার ব্যাংক একাউন্টে বৃত্তির অর্থ প্রদান করা হয় ।

উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের কোন ধরনের অনলাইন আবেদন করতে হবে না । শিক্ষার্থীরা ফরম সংগ্রহ করে সেটি সঠিক নিয়মে পুরন করলে উপবৃত্তির আবেদন করা হবে ।

যা যা দরকার হবে উপবৃত্তির আবেদন করতে তা হলঃ

  • শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি 17 সংখ্যার
  • পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • পিতা-মাতার অবর্তমানে অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • পূর্বের শ্রেণীর শিক্ষার্থীর নাম পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ফলাফল এবং পাশে সনদের ফটোকপি
  • শিক্ষার্থী অভিভাবক বা পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ব্যাংক একাউন্ট মোবাইল ব্যাংকিং একাউন্ট

এ ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথমত আবেদন ফরম সংগ্রহ করতে হবে ।

আবেদন ফরম পূরণ করার জন্য শিক্ষার্থীদের আবেদন ফরম ডাউনলোড করার লিঙ্ক নিচে তুলে ধরা হলোঃ

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

উপবৃত্তির আবেদন করতে শিক্ষার্থীর যে সকল তথ্য দরকার হবে তা হলোঃ

  • আবেদনকারী ব্যক্তিগত তথ্য
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
  • আ বেদনকারীর স্বাস্থ্য সম্পর্কিত সকল তথ্য
  • আবেদন কারীর অভিভাবকের পেশা
  • পারিবারিক তথ্য
  • বসতবাড়ির তথ্য
  • পরিবেশের তথ্য
  • মোবাইল বা ব্যাংক একাউন্ট

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চলতি বছরে একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থীরা ভর্তি হয়েছে

এবং মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণীতে যেসকল শিক্ষার্থীরা নতুন ভর্তি হয়েছে তারা এই উপবৃত্তির টাকা জন্য আবেদন করতে পারবেন ।

এ ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া শেষে শিক্ষকের নিকট জমা দিতে হবে পরবর্তীতে

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক যাছাই বাছাই করে শিক্ষা মন্ত্রণালয় নিকট তালিকা প্রেরণ করা হবে ।

চূড়ান্ত তালিকা ও উপবৃত্তির অর্থ 120 দিনের ভিতরে প্রদান করা হবে এ ক্ষেত্রে শিক্ষার্থীদের

উপবৃত্তির টাকা কিস্তিতে দেওয়া হবে অর্থাৎ ছয় মাস পর শিক্ষার্থী এক কিস্তির মাধ্যমে টাকা পাবে।

Related Articles

12 Comments

  1. আমার বড় ছেলে মোঃ আবু রায়হান প্রিথুল ক্লাস সেভেন থেকে গত বছরে লিখীত পরীক্ষা পাস করে ক্লাস এইটটে উঠেছে ও এিশাল নজরুল একাডেমি পড়াশোনা করছে এবং মেঝ ছেলে মোঃ আবু নোহান নীরব ময়মনসিংহের জিলা স্কুল থেকে তৃতীয় শ্রেনী অটো পাস করে চতুর্থ শ্রেনীতে উপনীত হয়েছে । কিন্তু আমার ছেলেদের উপবৃওির ফরম পূরণ করতে পারে নাই , বা খোঁজ পায় নাই , তাই আমি তাদের উপবৃওির ফরম পূরণ করতে চাই, আমি একজন গভঃ কোম্পানির (বি টি সি এল) এর কর্ম চারী , আমার মোবাইল নাম্বার যথাক্রমে -০১৫৫১৬১২৩৬৩ । যদি সম্ভব হয় তাহলে আপনারা আমাকে একটু দয়া করে জানাবেন প্লিজ আমি ইচছুক । আমি মোঃমাহবুব আলম মাখন আমার ইমেইল নাম্বার makhonshak@gmail. Com, whatsup number 01715873141. ধন্যবাদ,,

  2. Ami Korte chai kintu age Jani nai.akhn college theke form dey nah .kebhave korbo akh? Aita ke online a kora jabe??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button