উপবৃত্তি

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি – আবেদন করুন

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি প্রদান করা হয়ে থাকে। শিক্ষার্থীরা খুব সহজেই আবেদন করে এই উপবৃত্তি পেতে পারে।

কিভাবে উপবৃত্তি পাবে এবং কবে আবেদন শুরু হবে এবং আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি।

আরও পড়ুনঃ একটি Paragraph শিখলে তুমি পারবে সকল Paragraph – নিয়ম জানুন

মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী দরিদ্র থাকার কারণে পড়াশোনা কার্যক্রম পরিচালনা করতে পারে না।

এর কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর মাধ্যমে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়।

একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ শিক্ষার্থীরা উপবৃত্তি হিসেবে পায়। যার মাধ্যমে শিক্ষার্থী তার পড়াশোনা কার্যক্রম পরিচালনা করতে পারে।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কত % পাসের হার কোন বোর্ডে ?

খুব সহজে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয় অর্থাৎ শিক্ষার্থীদের টাকা উপবৃত্তি হিসেবে দেয়া হয়।

শুধুমাত্র আবেদন করলে শিক্ষার্থীরা এখানে উপবৃত্তি পেতে পারে। তবে যাচাই বাছাই কার্যক্রম

রয়েছে যোগ্যপ্রার্থী একমাত্র উপবৃত্তির পাবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন ফরম জমা দিতে হবে

এবং কলেজ পর্যায়ে আবেদন ফরম পূরণ করে কলেজের শিক্ষকদের কাছে তা জমা দিতে হবে।

এর পরবর্তীতে সেই আবেদন যাচাই-বাছাই করবে কলেজ শিক্ষকরা বা স্কুল শিক্ষক যা পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হবে।

সেখান থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করে শিক্ষা মন্ত্রণালয় থেকে উপবৃত্তি নির্বাচন করবেন।

আবেদন ফরম প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যখন উপবৃত্তি প্রদান করা হবে তখন উপবৃত্তির আবেদন ফরম দিয়ে দেয়া হবে।

দুই থেকে তিন পৃষ্ঠার সেই আবেদন ফরমের শিক্ষার্থীর সকল তথ্য পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি আবেদন কবে শুরু হবে জানতে চাইলে তারা বলেন আগামী কয়েক মাসের মধ্যেই কার্যক্রম শুরু করা হবে।

মূলত স্কুল পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন আবার কলেজ

পর্যায় শুধুমাত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আনুষ্ঠানিক ভাবে আবেদন করতে পারবে।

উপবৃত্তির আবেদন করতে কোন ধরনের টাকা লাগবে না। বিনামূল্যে শিক্ষার্থীরা এই ফর্ম পূরণ করে আবেদন করতে পারবে।

যদি সে উপবৃত্তি পায় তবে তার মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছে উপবৃত্তির টাকা প্রতিমাসে বা নির্দিষ্ট কিস্তিতে পাঠিয়ে দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button