বাংলাদেশের সাদমান এর গুগলে চাকরি বছরের বেতন প্রায় এক কোটি টাকা
বিশ্ব বিখ্যাত প্রযুক্তি-প্রতিষ্ঠান গুগোল .। যারা সারা বিশ্বে রাজ করে থাকে । সেই বিখ্যাত প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ছাত্র- সাদমান প্রতিক । বছরে প্রায় কোটি টাকার উপরে বেতন তার । সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি সেখানে জয়েন করেছেন গুগলের আয়ারল্যান্ড অফিসে ।
জানা গেছে সাদমান প্রতিক কম্পিউটার সাইন্সে ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন । পরে তিনি সিঙ্গাপুরে shopee নামে একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন এবং সেখানে কর্মরত ছিলেন ।
গুগোল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ও সফটওয়্যার ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানি । বিশেষ করে তাদের গুগল সার্চ ইঞ্জিন অনলাইন বিজ্ঞাপন সেবা ও ক্লাউড কমপিউটিং । বর্তমান প্রযুক্তির যুগে গুগল সবচেয়ে এগিয়ে আছে অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে । যেখানে বিশ্বের 70 থেকে 80 শতাংশ মানুষ গুগোল এর উপর নির্ভরশীল ।
সাদমান প্রতিক এর জন্য শুভকামনা রইল !!