HSC Examউপবৃত্তি

মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ – সকল বোর্ডের তালিকা দেখুন

সকল শিক্ষা বোর্ড আলাদা আলাদাভাবে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি তালিকা প্রকাশ করেছে, এখানে শিক্ষার্থীরা জানতে পারবে কারা কারা বৃত্তি পাচ্ছে।

আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি। প্রত্যেকের আলাদা বোর্ড রেজাল্টের তালিকা

নিচে তুলে ধরছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং দেখতে পারবে তার নাম রয়েছে কিনা।

সকল শিক্ষার্থীদের 8000 টাকা আর্থিক অনুদান প্রদান – আবেদন করুন

প্রকাশিত গেজেটে বলা হয়েছে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ক্ষেত্রে 2022 সালের জুলাই থেকে সময়সীমা চালু করা হয়েছে।

যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তি হবে সেখানে সকল তথ্য দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন।

টাকা প্রদান টাকা প্রদান প্রসঙ্গে বলা হয়েছে মেধা বৃত্তি মাসিক 825 টাকা করে প্রদান করা হবে এবং বছরে ১৮০০ টাকা এককালীন প্রদান করা হবে।

সাধারণ বৃত্তি এক্ষেত্রে মাসিক কিছু ৩৭৫ টাকা করে প্রদান করা হবে এবং বছরে 750 টাকা প্রদান করা হবে।

টাকা উত্তোলন প্রসঙ্গে বলা হয়েছে শিক্ষার্থীকে বাংলাদেশের তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলতে হবে।

পরবর্তীতে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভর্তি হবে সেখানে ভর্তি হওয়ার 60 দিনের মধ্যে একাউন্টের সকল তথ্য জমা দিতে হবে।

মেধাবী তো সাধারণ বৃত্তি নূন্যতম যোগ্যতা প্রসঙ্গে বলা হয়েছে যদি শিক্ষার্থীরা GPA 3 তাহলে এখানে

মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি জন্য যোগ্য হবে এর পরবর্তীতে যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করা হয়েছে।

সফল শিক্ষাবোর্ডের তালিকা নিচে তুলে ধরছি যেখান থেকে শিক্ষার্থী দেখতে পারবেঃ

Dhaka board HSC 2022 Scholarship Result

Rajshahi board HSC 2022 Scholarship Result

Barisal board HSC 2022 Scholarship Result

Dinajpur board HSC 2022 Scholarship Result

Chittagong board HSC 2022 Scholarship Result

Comilla board HSC 2022 Scholarship Result

Sylhet board HSC 2022 Scholarship Result

Jessore board HSC 2022 Scholarship Result

Mymensingh board HSC 2022 Scholarship Result

Madrasa board HSC 2022 Scholarship Result

Technical board HSC 2022 Scholarship Result

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button