মোবাইল থেকে এসএসসি ফলাফল ২০২৩ দেখা সহজ নিয়ম

প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখতে পারবা। তোমাদের কোন কষ্ট করতে হবে না।
আমরা তোমাদেরকে আজকে পরীক্ষার ফলাফল দেখার নিয়ম গুলো জানিয়ে দিচ্ছি। মাত্র 2 মিনিটে তোমরা এই পোস্টটি সম্পন্ন করো
এবং বিষয়গুলো জেনে নাও। দেখো ফলাফল যখন প্রকাশ করা হবে তখন কয়েক লক্ষ শিক্ষার্থী ফলাফল দেখার চেষ্টা করবে।
তার সাথে তাদের অভিভাবক আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব ফলাফল দেখার চেষ্টা করবে। যার কারণে ওয়েবসাইটগুলোতে
প্রচুর পরিমাণে ভিড় হবে। তাই ফলাফল দেখতে গিয়ে একটু সমস্যা হতে পারে, তাই তোমাদেরকে দুইটি নিয়ম আমরা
জানিয়ে দেবো এবং দুইটি আলাদা ওয়েবসাইটে আমরা আলোচনা করব। যেখান থেকে তোমরা খুব সহজে তোমাদের
এই ফলাফল গুলো দেখতে পারবা তাই তোমরা সম্পূর্ণ পোস্ট শেষ পর্যন্ত পড়বে এবং নিয়মগুলো জেনে নিবা।
আরও পড়ুনঃ
- কোন বোর্ডে পাসের হার কত ? এসএসসি রেজাল্ট ২০২৩ জানুন
- এসএসসি ফলাফল ২০২৩ কবে প্রকাশ হবে ? জানালো শিক্ষামন্ত্রণালয়
- দুঃসংবাদ এসএসসি ফলাফল ২০২৩ নিয়ে – নতুন তথ্য দিলো শিক্ষাবোর্ড
- SSC Result 2023 Published Date All Education Board
এসএসসি পরীক্ষা সম্পর্কিত তথ্য=
- পরীক্ষা শুরু – ৩০ এপ্রিল
- পরীক্ষা শেষ – ২৮ মে
- পরীক্ষার্থীর সংখ্যা – ২০ লক্ষ ৭০ হাজার
- পরীক্ষা কেন্দ্রের সংখ্যা – ৩৬০০ টি
- শিক্ষা বোর্ডের সংখ্যা – 11 টি
- রেজাল্ট প্রকাশের তারিখ – 25-27 জুলাই
যে সকল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে তা হল:
- ঢাকা শিক্ষা বোর্ড
- রাজশাহী শিক্ষা বোর্ড
- বরিশাল শিক্ষা বোর্ড
- যশোর শিক্ষা বোর্ড
- সিলেট শিক্ষা বোর্ড
- কুমিল্লা শিক্ষা বোর্ড
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড
- রাজশাহী শিক্ষা বোর্ড
- দিনাজপুর শিক্ষা বোর্ড
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড
- মাদ্রাসা শিক্ষা বোর্ড
- কারিগরি শিক্ষা বোর্ড
এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার প্রথম নিয়মঃ
নিচে নিয়মটি ব্যবহার করে তুমি কোন বিষয়ে কত নম্বর গ্রেড পয়েন্ট পেয়েছ এবং তোমার মোট জিপিএ কতটা দেখতে পারবা।
- মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষার নাম এসএসসি দাখিল ভোকেশনাল যে কোন একটি সিলেট করতে হবে
- ইয়ার ক্লিক করে পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
- বোর্ড অপশনে ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- রোল অপশনে ক্লিক করে শিক্ষার্থীর রোল নাম্বার বসাতে হবে ক্লিক করে
- রেজিস্ট্রেশন আপনি ক্লিক করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে
- ক্যাপচারিটি সঠিকভাবে পূরণ করতে হবে দুইটি সংখ্যা যোগ করে তার যোগফল সামনে ফাঁকা করে বসাতে হবে
- উপরের সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এরপর শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিংক

এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম – মার্কশিট সহ
নিচের নিয়ম অনুসরণ করে শিক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সৃজনশীল কত পেয়েছে বহুনির্বাচিত পেয়েছে তা দেখতে পারবে।
- মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষার নাম এসএসসি দাখিল ভোকেশনাল সিলেট করতে হবে
- পরীক্ষার সাল ২০২৩ সিলেট করতে হবে
- বোর্ড ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- রেজাল্ট টাইপ অপশনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেট করতে হবে
- রোল অপশনে ক্লিক করে শিক্ষার্থীর রোল নাম্বার বসাতে হবে
- রেজিস্ট্রেশন আপনি ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে
- ক্যাপচার টি সঠিকভাবে পূরণ করতে হবে চারটি সংখ্যা সামনের ফাঁকা করে বসাতে হবে
- উপরে সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে গেট রেজাল্ট অপশনে ক্লিক করলে ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিংক

Gghj[llbnmmlkjj
Gghj[llbnmmlkjj