SSC Exam

যেভাবে ইংরেজি ও গনিত SSC 2023 খাতা দেখছে শিক্ষক – জেনে নেও

বর্তমানে শিক্ষকরা চলতি বছর SSC 2023 পরীক্ষার খাতা দেখা শুরু করেছে। এরই মধ্যে বাংলার খাতা দেখে শেষ করেছে।

এখন পর্যায়ক্রমে ইংরেজি এবং গণিত বিষয় তা দেখছে। ধীরে ধীরে সকল বিষয়ের খাতা শিক্ষকদের কাছে চলে যাবে

আরও পড়ুনঃ SSC Result 2023 Published Date in Bangladesh

এবং শিক্ষকরা দেখে নম্বর প্রদান করবে। এখন কি ভাবে শিক্ষকরা গণিত এবং ইংরেজির ক্ষেত্রে নম্বর প্রদান করা হচ্ছে,

তা নিয়ে করেছিল একাধিক দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে এবং যেসব পরীক্ষা দিচ্ছে তাদের সাথে যে সকল শিক্ষক পরীক্ষা দিয়েছে তাদের সাথে।

তারা আমাদেরকে জানিয়েছে বর্তমানে শিক্ষকরা যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করে খাতা দেখেছে ক্ষেত্রে ইংরেজী

আরও পড়ুনঃ এই নিয়মে পাস করবে সকল এসএসসি পরীক্ষার্থী – কি নিয়ম ?

এবং গণিতের ক্ষেত্রে একটু ভিন্নভাবে খাতা দেখা হচ্ছে। কারণ ইংরেজিতে অনেক শিক্ষার্থী ভালো ভাবে লিখতে পারেনি

বা বিভিন্ন ভুলভাল উত্তর লিখেছে। যার কারণে নম্বর বেশি দেওয়া যাচ্ছে না, এক্ষেত্রে শিক্ষকরা বলে আমরা

ইংরেজিতে পাস করিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। যেহেতু প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ইংরেজিতে পাস দেওয়া হবে

অর্থাৎ 200 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের নম্বর পেয়ে পাশ করার জন্য। কিন্তু প্রথম পত্র কত নম্বর শিক্ষক

বা দ্বিতীয় পত্রে কত নম্বর শিক্ষক দিবে তা কেউ জানে না। তাই আমরা 100 নম্বরের মধ্যে 33 নম্বর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি,

আরও পড়ুনঃ SSC Exam 2023 Grace mark কত দেওয়া হবে ? শিক্ষকর মুখে শুনুন

যে সকল শিক্ষার্থী ভাল ভাবে লিখি তাদেরকে আমরা ভালো নম্বর প্রদান করছি। তবে যারা একদমই লিখতে

পারেনি ভাই এক বা দুই নম্বরের কারণে ফেল করছে তাদেরকে আমরা পাস করিয়ে দেওয়ার চেষ্টা করছে।

অন্য দিকে গণিত সাবজেক্ট নিয়ে বলা হয়েছে। গণিতে শিক্ষার্থীদের যথেষ্ট সুযোগ সুবিধা প্রদান করার চেষ্টা করা হচ্ছে।

অনেক শিক্ষার্থী গনিতে এক বা দুই নম্বরের কারণে SSC 2023 ফেল করছে, কারণ অনেকেই নাম্বার ভালোভাবে উঠাতে পারে না

অর্থাৎ তারা অংক সুন্দর ভাবে করতে পারেনি। পরবর্তীতে দেখা যায় তাদের এই অংকের কারণে চলে আসছে,

তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের পাশে স্বাভাবিক রাখার জন্য। এক্ষেত্রে

শিক্ষক-শিক্ষার্থী একটু ভালো লেখেছে ফর্মুলা লিখে দিতে পেরেছে তাদের কে পাস করে দেয়া হচ্ছে।

আরও পড়ুনঃ কত পেলে সৃজনশীল ও নৈব্যক্তিক পাশ করবে ? SSC Exam 2023

এক্ষেত্রে সকল শিক্ষক ইংরেজি এবং গণিত খেলা দেখছে তাদের সাথে কথা বলা হয়েছে, তারা জানিয়েছে যতো

সুযোগ সুবিধা সবাইকে দেয়া হচ্ছে। আশা করা যাচ্ছে অনেক ভাল ফলাফল শিক্ষকের হিসাব দেশগুলোতে করতে পারবে।

কিন্তু যে সকল শিক্ষার্থী একদম খারাপ করেছে তাদেরকে কোন ভাবে পাশ করিয়ে দেয়া সম্ভব নয় তারা একমাত্র ফেল করবে।

আরও পড়ুনঃ এসএসসি ফলাফল ২০২৩ কত তারিখ দিবে ? রেজাল্ট দেখার নিয়ম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button