বর্তমানে শিক্ষকরা এসএসসি পরীক্ষার খাতা দেখছে। এরই মধ্যে অনেকগুলো বিষয়ক খাতা দেখার শেষ করে সে নম্বর প্রধান পরীক্ষকের কাছে পাঠিয়েছে।
সেখান থেকে বোর্ডের কাছে নম্বর পাঠিয়ে দেয়া হয়েছে। যার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে।
আরও পড়ুনঃ
- কোন বোর্ডে এসএসসি রেজাল্ট খারাপ হবে ? কোন বোর্ড পাস বেশি ?
- SSC Result 2023 প্রকাশ কত তারিখ ? জেনে নেও সকলে
- ৩ টি সুখবর এসএসসি রেজাল্ট নিয়ে – জানালো শিক্ষাবোর্ড
- এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ যেদিন – বলল শিক্ষামন্ত্রনালয়
আমরা বিভিন্ন শিক্ষক এবং পরীক্ষকের সাথে কথা বলেছিলাম, যারা চলতি বছরে এসএসসি পরীক্ষার
খাতা দেখা কার্যক্রম পরিচালনা করছে। তারা আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়েছে। যে বিষয়গুলো তোমরা শিক্ষা দিয়ে শুনলে অনেক খুশি হবা।
যে সকল শিক্ষক পরীক্ষার খাতা দেখেছে তাদের সাথে আমাদের কথা হয়। তারা জানায় শিক্ষাটিদের অনেক খাতা পেয়েছে।
যেখানে প্রায় ৩০০ খাতার মত ছিল। কয়েক হাজার খাতা পেয়েছে প্রধান পরীক্ষক। সব মিলিয়ে শিক্ষকরা অনেক খাতা দেখেছে।
সেখানে তারা জা্নায় এ বছর লেখার মান অনেক ভালো। তারা অনেক ভালোভাবে নম্বর দিয়েছে, বিশেষ করে
সৃজনশীল তারা ১০ মধ্যে ৯ নম্বর কিছু কিছু জায়গায় ৮ নম্বর দিয়েছে অর্থাৎ অনেক বেশি নম্বর বলা যায়।
আরও পড়ুনঃ
- কোন বোর্ডে এসএসসি রেজাল্ট খারাপ হবে ? কোন বোর্ড পাস বেশি ?
- SSC Result 2023 প্রকাশ কত তারিখ ? জেনে নেও সকলে
- ৩ টি সুখবর এসএসসি রেজাল্ট নিয়ে – জানালো শিক্ষাবোর্ড
- এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ যেদিন – বলল শিক্ষামন্ত্রনালয়
কারণ বিগত দিনে দেখা গেছে সৃজনশীলে শিক্ষকরা ১০ এর মধ্যে সর্বোচ্চ ৬ অথবা ৭ নম্বর দিতো।
যার কারণে অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করত। যেহেতু এ বছর লেখার মান অনেক ভালো তাই শিক্ষকরা অনেক ভালো নাম্বার দিয়েছে।
এক্ষেত্রে গণিত শিক্ষকরা বলেন আমরা ৩০০ খাতা পেয়েছি। তার মধ্যে প্রায় ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ফেল করেছে।
তাছাড়া বাকি সকল শিক্ষার্থী ভালো রেজাল্ট করেছে। ইংরেজি শিক্ষকরা জানে আমরা শিক্ষার্থীদেরকে
যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে, তাদের যাতে তারা ভালো ফলাফল করতে পারে। এ ক্ষেত্রে আমরা ৩০০ খাতার
মধ্যে ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী ফেল করেছে। কিন্তু এ প্লাস পেয়েছে খুব কম শিক্ষার্থী তুলনামূলক ভাবে।
কয়েকটি বিষয় প্রধান পরীক্ষকের সাথে কথা বলা হলে তারা জানায় আমরা প্রায় তিন থেকে চার হাজার খাতা পেয়েছি।
কয়েকজন শিক্ষক আমাদের সাথে যুক্ত ছিল, যারা আমাদের এই খাতাগুলো আবার চেক করেছে।
এক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষককে অনেক ভালো নম্বর দিয়েছে, খুব কম শিক্ষার্থী ফেল করেছে। ফেল করার সংখ্যা একটু বেশি গণিত এবং ইংরেজির ক্ষেত্রে।
বাকি বিষয়গুলোতে শিক্ষার্থীরা অনায়াসে পাশ করেছে হয়তোবা নম্বর একটু কম পেয়েছে।