যেভাবে তৈরি করা হচ্ছে এসএসসি রেজাল্ট ২০২৩ – জেনে নেও
তোমরা অনেকেই জানতে চাচ্ছ তোমাদের এসএসসি রেজাল্ট ২০২৩ কিভাবে তৈরি করা হচ্ছে এবং এ বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাই শেষ পর্যন্ত পড়ো তোমরা।
প্রায় ২০ লক্ষ শিক্ষার্থী এবারও এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছ। তাই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে।
এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ কত তারিখ ?
খুব শীঘ্রই এক্ষেত্রে এসএসসি রেজাল্ট ২০২৩ তৈরি করা হচ্ছে। কিছু বিষয়ে রেজাল্ট পরিপূর্ণ ভাবে তৈরি। কিন্তু কিছু বিষয়ে ফলাফল তৈরি করা
এখনো বাকি রয়েছে ফলাফল তৈরি করার তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে শিক্ষকরা তোমাদের
সৃজনশীল খাতা গুলো দেখবে এবং সেই নম্বরগুলো তারা কম্পিউটার কক্ষের কাছে পাঠাবে।
এভাবে সৃজনশীল খাতা নম্বর তৈরি করা হয় এবং তা সফটওয়্যার এন্টি করা হয়। এর পরবর্তী দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের বহুনির্বাচনের দেখা।
এক্ষেত্রে বহু নির্বাচনী সম্পূর্ণর বিষয়ে দেখা হয়। কম্পিউটার মেশিনের মাধ্যমে, এখানে শিক্ষকদের কোন কাজ নেই।
ও এম আর মেশিন থেকে শিক্ষা তে কত নম্বর পেয়েছে তা জানা যায় এবং সে তার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হয় অটোমেটিক।
এরপরে তোমাদের ব্যবহারিক নম্বর যুক্ত করা হয়। এখানে তোমরা সবাই যেন তোমাদের ব্যবহারিক খাতা কত নম্বর পেয়েছ।
সেই নম্বর বোর্ডের কাছে চলে যায় এবং সেখান থেকে নম্বর নিয়ে তারা ফলাফল প্রস্তুত করে।
এই জায়গায় এসে সৃজনশীল বহুনির্বাচনি এবং ব্যবহারিক এর নম্বর একত্রিত করে তোমাদের এই ফলাফল প্রস্তুত করা হয়।
ব্যবহারিক এবং সৃজনশীল সম্পূর্ণ নম্বর যেহেতু শিক্ষকরা দেয়। এখানে চাইলে তোমাদেরকে বাড়তি
সুযোগ-সুবিধা প্রদান তারা করতে পারে। তবে বহুনির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয় না,
তোমরা যত নম্বর পাবা তোমাদেরকে ঠিক তত নম্বরই প্রদান করা হয়। বহুনির্বাচনিতে সৃজনশীলনের ক্ষেত্রে বলা হয়েছে,
শিক্ষার্থীদেরকে সুযোগ-সুবিধা প্রদান করার জন্য বিশেষ করে দুই এক নম্বরের জন্য যারা ফেল করেছে তোমাদেরকে শিক্ষকরা প্রথমে পাশ করে দিয়েছে।
যখন বোর্ডে সকল নম্বর চলে আসে এবং একত্রে ফলাফল তৈরি করা হয়। তখন কোন সুযোগ সুবিধা দেওয়া হয়
কিনা অর্থাৎ দেখা যায় একবার দুই নম্বরের কারণে অনেকে ফেল করে অথবা তারা এ প্লাস মিশ যায়
এক্ষেত্রে তাদেরকে নম্বর বাড়িয়ে দেয়া হয় কিনা, এমন প্রশ্ন জবাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোন কিছু
সরাসরি না জানালেও তারা জানিয়েছে এই জায়গায় এসে আলাদা কোন সুযোগ সুবিধা প্রদান করা হয় না।
শিক্ষার্থীরা স্বাভাবিক ভাবে যত নম্বর পাওয়ার কথা এখানে ঠিক শিক্ষার্থীরা তত নম্বরই পায়।