HSC Exam

যেভাবে ১ম ও ২য় পত্র পাশ দিবে ? এইচএসসি পরীক্ষা ২০২৩

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ আয়োজন করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের কিভাবে পাশ দিবে তা নিয়ে অনেক শিক্ষার্থী এখনো জানে না।

মূলত এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র রয়েছে। যার কারণে শিক্ষার্থীর একটু দুশ্চিন্তা করছে।

আর পড়ুনঃ

এ বিষয়গুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে রুটিন প্রকাশ করা হয়েছে সেখানে ৭ নম্বর নির্দেশনায় বলা হয়েছে ব্যবহারিক সৃজনশীল

এবং নৈবিত্তিক অংশ আলাদাভাবে পাশ করতে হবে। কিন্তু এখানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে। যেখানে প্রতিটি পত্রে সৃজনশীল নৈব্যক্তিক

এবং ব্যবহারিক আলাদা আলাদাভাবে রয়েছে। তাহলে কিভাবে পাস করবে শিক্ষার্থীরা সে বিষয়গুলো আমরা এখানে তুলে ধরছি।

এইচএসসি পরীক্ষা ২০২৩ প্রথম পত্র এবং ২য় পত্র কিভাবে পাস ?

৫০ নম্বরে সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে –

যে সকল বিষয় ব্যবহারিক রয়েছে সেখানে পরীক্ষা আয়োজন করা হয় সৃজনশীল পরীক্ষা ৫০ নম্বরে।

যেখানে পাঁচটি প্রশ্ন লিখতে হবে। কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে ৫০ নম্বর করে ১০০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়।

সর্বমোট শিক্ষার্থীকে এখানে ৫০ নম্বরে পাস করার জন্য 17 নম্বর দরকার হবে এবং ১০০ নম্বরের শিক্ষার্থী ৩৪ নম্বর পেলে

পাশ করে অর্থাৎ এখানে সর্বমোট শিক্ষার্থী ১০০ নম্বরের মধ্যে ৩৪ নম্বর পেলে তাকে পাস করে দেওয়া হবে।

২৫ নম্বরে বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে

প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে 25 নম্বরে বহুনির্বাচনী পরীক্ষায় করা হয়। এখানে শিক্ষার্থীদের ২৫ নম্বরের মধ্যে ৮ নম্বর পাস করার জন্য।

তবে যদি এখানে শিক্ষার্থী প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে ৫০ নম্বরে পরীক্ষার ক্ষেত্রে 16 নম্বর পায় তাহলে শিক্ষার্থীকে পাশ করে দেওয়া হবে।

আর পড়ুনঃ

৭০ নম্বরে সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে –

৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষায় আয়োজন করা হয়, যে সকল বিষয় ব্যবহারিক নেই সেখানে প্রথম পত্রের শিক্ষার্থীকে ৭০ নম্বরের মধ্যে পেতে হবে ২৩ নম্বর

এবং প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে ১৪০ নম্বরের মধ্যে শিক্ষার্থী যদি ৪৬ নম্বর পায় তাহলে তাকে পাস করে দেওয়া হবে।

৩০ নম্বরে বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে –

যে সকল বিষয়ে ব্যবহারিক নেই সেখানে ৩০ নম্বরের বহুনির্বাচনের পরীক্ষা হয়। এখানে শিক্ষার্থীদের পাস করার জন্য ৩০ নম্বরের মধ্যে

১০ নম্বর পেতে হবে এবং প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬০ নম্বর মধ্যে পাস করার জন্য ২০ নম্বর দরকার হবে পাস করার জন্য।

Write A Comment