HSC Exam

যে কারণে এইচএসসি পরীক্ষার ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে

চলতি বছরের এইচএসসি পরীক্ষা করোণা ভাইরাসের কারণে শুধুমাত্র তিন বিষয়ে অনুষ্ঠিত হচ্ছে । ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে গত ২ ডিসেম্বর থেকে ।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিবারই বলা হয় প্রশ্ন ফাস ও নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষায় আয়োজন জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ।

ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা প্রদানের সময় নানা অনিয়মের কারণে অনেক শিক্ষার্থী বহিষ্কার হলেও নোয়াখালীতে পরীক্ষা দিতে গিয়ে ১৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে ।

নোয়াখালি চটখিল উপজেলায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে ১৪ শিক্ষার্থীকে বহিষ্কার করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দুপুর আড়াইটার দিকে সরকারি উচ্চ বিদ্যালয় এইচএসসি এর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং প্রথম পত্রের পরীক্ষা চলছিল ।

পরিদর্শনের সময় ছাত্রদের হাতে মোবাইল ফোনে থাকার বিষয়টি ম্যাজিস্ট্রেট খেয়াল করেন ।পরবর্তীতে তাৎক্ষণিক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় ।তাছাড়া মোবাইলফোন জব্দ করা হয়।

বহিস্কৃত ১৪ শিক্ষার্থী পাচগাও মাহবুব সরকারি কলেজের শিক্ষার্থী । বৃহস্পতিবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২১ নম্বর রুপান্তর

শিক্ষা মন্ত্রণালয় থেকে অনেকবার বলা হয়েছে পরীক্ষা হলে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না সেক্ষেত্রে কেন্দ্র সচিব শুধুমাত্র একটি নন ফিচার ফোন ব্যবহার করতে পারবে । তাছাড়া কোন ফোন কেউ ব্যবহার করতে পারবে না ।

কিন্তু শিক্ষার্থীদের ফোন নিয়ে যাওয়ার বিষয়টি অত্যান্ত অন্যায় তাই তাদের এরকম শাস্তি সম্মুখীন হতে হয়েছে । এছাড়া সারাদেশে আরো কয়েকজন শিক্ষার্থীর বিভিন্ন কারণে বহিষ্কারের শিকার হয়েছে ।বহিস্কৃত শিক্ষার্থীরা পরবর্তী বছরে পরিক্ষা দিতে পারবে এ বছর আর কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button