পবিত্র রমজান মাসে সেহরি এবং ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে এবারে পবিত্র রমজান মাস শুরু হবে।
আগামী মার্চ মাসে 23 অথবা 24 তারিখ তবে রমজান মাসের শুরুর সময় 24 মার্চ ধরে সেহরি এবং ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন তারা এ সময়সূচি প্রকাশ করেছে। যেখানে ত্রিশ রমজানের জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।
সরকারি আর্থিক অনুদান আবেদন শেষের দিবে – আবেদন করুন

সারাদেশের সকল জেলার জন্য এই সময় সূচি প্রদান করা হয়, দেশের ৬৪ জেলা এই সেহরি ও ইফতারে সময়সূচি থাকবে।
গত 13 ই ফেব্রুয়ারি ১৪৪৪ হিজরী রমজান মাসের সেহরি ও ইফতারে সময়সূচি চূড়ান্ত করে বাংলাদেশ
ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন এর দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সরকার
সেহরি ও ইফতারে সময়সূচি চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেন। সময়সূচি অনুযায়ী আগামী
24 মার্চ প্রথম রমজান ঢাকা সেহরি সময় ভোর 4:30 এবং ইফতারির সময় সন্ধ্যা ছয়টা 14 মিনিট।
চলতি বছরে প্রায় 14 ঘণ্টার কাছাকাছি সকল মুসলিমদেরকে রোজা থাকতে হবে।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সঙ্গে সর্বোচ্চ 9 মিনিট পর্যন্ত যোগ করা হবে এবং 9 মিনিট পর্যন্ত বিয়োগ
করে দেশের বিভিন্ন অঞ্চলে সেহরী এবং ইফতারের সময়সূচী তৈরি করছে ইসলামী ফাউন্ডেশন।
সেহরি ও ইফতারে সময়সূচি ভুলে ধরা হলোঃ
