রেজাল্ট নিয়ে সুখবর দিলো শিক্ষা মন্ত্রনালয় – SSC Result 2023

শিক্ষা মন্ত্রণালয় থেকে SSC Result 2023 নিয়ে সুখবর দিয়েছে। যে বিষয়গুলো জানলে শিক্ষার্থীরা অনেক খুশি হবে। বর্তমানে শিক্ষা বোর্ডগুলো তাদের রেজাল্ট তৈরি করছে।
11 টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লক্ষ শিক্ষার্থীর ফলাফল তৈরি করা হচ্ছে। প্রকাশ করার জন্য অনলাইন
সেক্টরকে বেছে নেওয়া হয়েছে। খুব সহজেই শিক্ষার্থীদের ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ মোবাইল ফোনের
মাধ্যমে মাত্র দুই মিনিট সময় ব্যয় করে শিক্ষার্থীরা তাদের এই SSC Result 2023 গুলো দেখতে পারবে।
আরও পড়ুনঃ
- How to Check SSC Result 2023 Marksheet With Number
- কোন বোর্ডে এসএসসি ২০২৩ পাসের হার কত % – নতুন তথ্য জানুন
- দুঃসংবাদ SSC Result 2023 নিয়ে – জেনে নেও সকল শিক্ষার্থী
- এসএসসি ফলাফল ২০২৩ দেখার সহজ ৩ টি নিয়ম – SSC Result 2023
শিক্ষা বোর্ড যে সুখবর দিয়েছে তা হল বর্তমান শিক্ষার্থীদের রেজাল্ট তৈরি করা হয়েছে, যে সকল শিক্ষক পরীক্ষার খাতা দেখেছে তারা যথেষ্ট সহজ ভাবে
পরীক্ষার খাতা দেখেছে যাতে ভালো ফলাফল করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় জানায় আমরা শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা প্রদান করেছি।
আশা করা যাচ্ছে তারা ভালো SSC Result 2023 করবে, কিন্তু তারপর দেখা যায় যখন রেজাল্ট তৈরি করা হয়
তখন অনেক শিক্ষার্থী এক বা দুই নম্বরের কারণে কিছু কিছু ক্ষেত্রে তিন বা চার নম্বরের কারণে ফেল করে।
এক্ষেত্রে আমরা চেষ্টা করছি তাদেরকেপাস করিয়ে দেওয়ার। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন ফলাফল যখন যোগ করা হয়
অর্থাৎ সৃজনশীল বহুনির্বাচন এবং ব্যবহারিক যোগ করার সময় দেখা যায় একবার দুই নম্বরের কারণে অনেকে
এ প্লাস পাচ্ছে না অথবা সে ফেল করেছে। তখন আমরা চেষ্টা করছি এই সুযোগ-সুবিধা প্রদান করার।
আরও পড়ুনঃ
- ২ টি দুঃসংবাদ চলতি এসএসসি রেজাল্ট নিয়ে – কি কি জেনে নেও
- এসএসসি ফলাফল ২০২৩ দেখার নিয়ম – মাত্র ২ মিনিটে রেজাল্ট দেখুন
- ৩ টি সুখবর – এসএসসি রেজাল্ট ২০২৩ নিয়ে – সকলে জানুন
- SSC Result 2023 Published All Education Board – Check Now
বর্তমান SSC Result 2023 প্রস্তুত করা কার্যক্রম প্রায় শেষের দিকে একে একে ফলাফল প্রকাশ করার জন্য তাড়াতাড়ি নির্ধারণ করেছে।
কবে ফলাফল প্রকাশ করার তারিখ নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে তারা জানায় আমরা আগামী 27 জুলাই ফলাফল প্রকাশ করতে চাচ্ছি,
সেটা প্রধানমন্ত্রীর যদি অনুমতি প্রদান করেন তাহলে আমরা ঐদিন ফলাফল প্রকাশ করব।
তাছাড়া যদি প্রধানমন্ত্রী নতুন কোন তারিখ আমাদেরকে জানান আমরা সেদিন ফলাফল প্রকাশ করতে চাই। তবে এই জুলাই মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।
Good