করোনা ভাইরাস এ কারণে দীর্ঘ 17 শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত বছর সেপ্টেম্বর মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়।
পরবর্তীতে 2022 সালে এসে শিক্ষাপ্রতিষ্ঠান আবার বন্ধ করে দেয়া হয় কারণ করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রণ ভাইরাস বাংলাদেশ বৃদ্ধি পাওয়ার কারণে।
এরই মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় মাস রমজান ও তার শেষে ঈদুল ফিতর রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে স্কুল-কলেজ সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দেয়া হবে অর্থাৎ শি ক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
এই পরিস্থিতিতে কত দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠা ন অর্থাৎ রমজান এবং ঈদুল ফিতর এর জন্য কত দিন বন্ধ রাখা হবে
এবং কবে শিক্ষাবর্ষের খোলা হবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট করে জানানো হয়েছে।
প্রতিবছর শিক্ষা মন্ত্রণালয় বাৎসরিক ছুটির সকল কর্মসূচি বছরের শুরুতে প্রকাশ করে থাকে।
যেখানে দেখা যায় বছরের কোন মাসে কোন দিবস উপলক্ষে কত দিন বন্ধ থাকবে।
2022 সালে স্কুল কলেজের ছুটির তালিকা দেখা যায় পবিত্র রমজান মাস , বাংলা নববর্ষ , শবে ই কদর ,
জুমাতুল বিদা , মে দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আগামী 3 এপ্রিল থেকে 8 মে 2022 পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এখানে শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে প্রায় 31 দিন শি ক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
তবে শিক্ষা প্রতি ষ্ঠান চাইলে পরীক্ষার্থী সকল শ্রেণীর ক্লাস কার্যক্রম কিছুটা স্বাভাবিক রাখতে পারবে
অর্থাৎ এসএসসি-এইচএসসি 2022 শিক্ষার্থীদের সামনে পরীক্ষা তাদের জন্য সিলেবাস
শেষ করার উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এক্ষেত্রে শিক্ষার্থীদের অর্ধ বার্ষিক পরীক্ষা নেয়ার কথা রয়েছে 2 জুন থেকে নির্বাচনী পরীক্ষায় কথা আছে 12 অক্টোবর থেকে
এবং বার্ষিক পরীক্ষা আগামী 28 নভেম্বর থেকে নেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান

2 Comments
পবিত্র রমযান যখন নিকটগামী হয়, আমাদের দেশের তরুণ-তরুণীদের মাঝে বিশেষভাবে ফযিলতপূর্ণ রমযানে আমলের প্রতি বাড়তি এক উচ্ছাস কাজ করে! যা ইহকালীন নীতি-নৈতিকতা এবং পরকালীন মুক্তির পথ সুগম করে। তাই আমার দেশের মাননীয় কর্তৃপক্ষ মহোদয়গণ যেন তা বিবেচনায় রেখে পবিত্র রমযানে স্কুল-কলেজে-মাদ্রাসা (অন্তত মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায় তথা তারুণ্য বা যৌবনপ্রাপ্ত শিক্ষার্থীদের) বন্ধ রেখে আমলের পথে সুযোগ দিয়ে অনুপ্রাণিত করেন!!
আর আমরা যারা এমনটা চাই, যেন সর্বত্র জোর দাবি তুলি! ব্যাপক দাবি উঠলে কর্তৃপক্ষ গ্রহণ করবেন বলে আশাবাদী!!
পবিত্র রমযান যখন নিকটগামী হয়, আমাদের দেশের তরুণ-তরুণীদের মাঝে বিশেষভাবে ফযিলতপূর্ণ রমযানে আমলের প্রতি বাড়তি এক উচ্ছাস কাজ করে! যা ইহকালীন নীতি-নৈতিকতা এবং পরকালীন মুক্তির পথ সুগম করে। তাই আমার দেশের মাননীয় কর্তৃপক্ষ মহোদয়গণ যেন তা বিবেচনায় রেখে পবিত্র রমযানে স্কুল-কলেজে-মাদ্রাসা (অন্তত মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায় তথা তারুণ্য বা যৌবনপ্রাপ্ত শিক্ষার্থীদের) বন্ধ রেখে আমলের পথে সুযোগ দিয়ে অনুপ্রাণিত করেন!!
আর আমরা যারা এমনটা চাই, যেন সর্বত্র জোর দাবি তুলি! ব্যাপক দাবি উঠলে কর্তৃপক্ষ গ্রহণ করবেন বলে আশাবাদী!!