শক্তিশালী ভূমিকম্প কাঁপল ঢাকা , বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে দেশ

শুক্রবার 5 মে সকাল বালা রাজধানীসহ সারাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৮ টা 57 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্রের প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সকাল 5 টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডের ঢাকার 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ঘূর্ণিঝড় কারনে এসএসসি ২০২৩ স্থগিত হবে ? জানালো শিক্ষামন্ত্রণালয়
যার উৎপত্তিস্থল ছিল ঢাকা সিটি সেন্টার থেকে 42 কিলোমিটার দক্ষিণ-পূর্বে ঢাকার দোহারে। ভূমিকম্প
সময় রাজধানীর অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন, তবে ভূমিকম্পের সবাই পরে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে অনেককে দেখা যায়
এবং মানুষ বহুতল ভবন থেকে নিচে নেমে আসে। যার কারণে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে প্রচন্ড ভয় পায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল তার 4.3 এর উৎপত্তিস্থল ছিল থেকে 14 কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীরতা ছিল 10 কিলোমিটার।
আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন মন্ত্রনালয় থেকে আগে জানানো হয়েছে রাজধানী ঢাকা ভূমিকম্পের জন্য যথেষ্ট
পরিমাণে ভয়ঙ্কর হতে পারে। কারন যদি একটু বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে রাজধানী ঢাকার অধিকাংশ
ভবন ঝুঁকিতে পড়ে যাবে এবং তা ধ্বংস হবে। যেখানে কয়েক লক্ষাধিক মানুষ জীবন ঝুঁকিতে রয়েছে,
এই অবস্থায় বর্তমানে বিভিন্ন এলাকায় দেখা গেছে ছোট ছোট ভূমিকম্পের পরবর্তীতে বড় বড় ভূমিকম্প অনুভূত হয়
এবং পরবর্তীতে তা বড় ধরনের উপায় আকার নেয়। গত কয়েক মাস আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল।
যেখানে কয়েক লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছেন, তাঁদের ওখানে বড় ধরনের ভূমি কম্প হওয়ার আগে
ছোট ছোট ভূমি কম্প হয়েছিল। বর্তমান রাজধানী ঢাকাসহ সারাদেশের ভূমিকম্পের আতঙ্কে রয়েছেন।
যদি বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী ভূমি কম্প অনুভূত হয় তাহলে তার ফলাফল হবে যথেষ্ট নির্মম এবং ভয়ঙ্কর।
কারণ বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং অতিরিক্ত মানুষ বসবাস করছে।
যদি বড় ধরনের ভূমি কম্প সৃষ্টি হয় তাহলে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।