সকল খবর

শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত – যা বলল শিক্ষা মন্ত্রী

দেশের সকল চলমান শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে, যা সকল শিক্ষার্থীদের জানা উচিত।

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা।

তাছাড়া রাশিয়াও ইউক্রেনের যুদ্ধের কারণে সারাদেশে বিভিন্ন পণ্যের দাম মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে।

ইতিমধ্যে জ্বালানি তেলের দাম 30 থেকে 40 শতাংশ বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে বিদ্যুৎ সরবরাহ কমেছে।

আরও পড়ুনঃ

যেখানে আগে লোডশেডিং কম থাকত সেখানে এখন প্রচুর পরিমাণ লোডশেডিং দেওয়া হচ্ছে।

ঢাকাসহ বিভিন্ন এলাকায় তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এলাকা ভিত্তিক লোডশেডিং চালু করছে জ্বালানি মন্ত্রণালয়।

অন্যদিকে গ্রামগঞ্জে এলাকায় 7 থেকে 10 ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার পর থাকে না।

এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ কারণে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে সরকার থেকে।

তাছাড়া সরকারি সকল অফিস আদালত আটটার মধ্যে বন্ধ করার কথা বলেছে এবং বিভিন্ন অফিস-আদালতে

বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমানোর কথা বলা হয়েছে। সারাদেশের সকল দোকানপাট রাত আটটার

মধ্যে বন্ধ করার কথা বলা হয়েছে সরকার থেকে। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হাতে নিয়েছে।

তারা বলতে চাচ্ছে চলতি বছর থেকে শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন ছুটি দেয়া হবে এবং ৫ দিন ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র একদিন ছুটি দেয়া হতো অর্থাৎ শুধু শুক্রবার বন্ধ ছিল।

কিন্তু এখন শনিবার বন্ধ থাকবে কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় জানায় একদিনে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণ বাইরে বের হয়।

আরও পড়ুনঃ

অনেকে বাসের মাধ্যমে যাতায়াত করে তাছাড়া স্কুল কলেজ খোলা থাকলে শহর এলাকায় যানজট তৈরি হয়।

তাছাড়া কলেজ এবং স্কুলগুলোতে প্রচুর পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়। যদি একদিন বন্ধ দিয়ে বিষয়ে

কিছুটা সাশ্রয় করা যায় তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে নতুন কারিকুলাম

অনুযায়ী চলতি বছর আগামী বছর থেকে শুক্র এবং শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা বলা হয়েছে।

কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই নিয়ম চালু করতে যাচ্ছে। এক্ষেত্রে বিদ্যুৎ সমস্যাকে দেখিয়ে তারা এই নিয়ম চালু করছে।

হয়তো বা পরবর্তীতে নিয়ম চলমান থাকবে অর্থাৎ সপ্তাহে পাঁচদিন ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে।

কবে থেকে এই নিয়ম চূড়ান্ত হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের ইতিমধ্যে বিষয়গুলো সর্বশেষ দিকে রয়েছে খুব

শীঘ্রই বিষয়টি চূড়ান্ত করে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে জনসাধারণকে অর্থাৎ স্কুল-কলেজে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button