সকল খবর

শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি ২ দিন – চূড়ান্ত সিদ্ধান্ত জানালো শিক্ষামন্ত্রী

সারাদেশে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা দেখা দিয়েছে যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান ।

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে সারাদেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে হঠাৎ করে জ্বালানি তেলের দাম প্রায় 40% করে বাড়ানো হয়েছে।

তাছাড়া বিদ্যুৎ সরবরাহ কমেছে সারাদেশ ব্যাপী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত লোডশেডিং দেখা যায়।

আরও পড়ুনঃ

অন্যান্য এলাকায় 7 থেকে 10 ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না এই অবস্থায় জন জীবনে দুর্যোগ নেমে এসেছে।

গরমের মধ্যে মানুষের বেঁচে থাকা নিয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। এই অবস্থায় বিদ্যুৎ সাশ্রয় করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।

তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সরকারি প্রতিষ্ঠান গুলোতে বিদ্যুৎ সাশ্রয় করা। অপ্রয়োজনীয় জায়গায় বিদ্যুৎ ব্যবহার না করা।

সারাদেশের সকল দোকানপাট অফিস-আদালত রাত আটটার মধ্যে বন্ধ করে দেওয়া ও এলাকাভিত্তিক লোডশেডিং চালু করেছে সরকার থেকে।

তার ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে।

এক্ষেত্রে যেদিন ছুটি দেওয়া হবে সেদিন সবকিছু বন্ধ থাকবে এতে করে বিদ্যুৎ কিছুটা সাশ্রয় হবে।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির জানান চলতি বছরে থেকে শুক্রবার ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান থাকবে।

এর আগে শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু এখন শনিবার বন্ধ থাকবে। এতে করে একদিন শিক্ষার্থীরা স্কুলে আসবে না বা কলেজে যাবে না।

এর কারনে কোন ধরনের জ্বালানি তেল শিক্ষার্থীদের জন্য খরচ করতে হবে না। স্কুল-কলেজের যে পরিমান

বিদ্যুৎ ব্যবহার করা হত তার ব্যবহার করতে হবে না। কারণ স্কুল-কলেজে বন্ধ থাকবে তাই এ বিষয়গুলোর আসতেছে না।

তাছাড়া আরও বেশ কিছু সুযোগ-সুবিধা দেয়া হবে সেই দিক থেকে শিক্ষার্থীদের তেমন কোনো

ঝামেলা হবে না। তাছাড়া এর কারণে বিদ্যুৎ সাশ্রয় হবে। তাই শিক্ষা মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

এর আগে নতুন কারিকুলাম অনুযায়ী জানানো হয়েছিল 2023 সাল থেকে শুক্র এবং শনিবার স্কুল-কলেজ বন্ধ

থাকবে অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করা হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যেহেতু 2023 সাল

থেকে কার্যকর করার ছিল কথা ছিল তাই এখন থেকে এই ছুটি কার্যকর করা হচ্ছে কবে।

এই সিদ্ধান্ত কার্যকর হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রী বলেন খুব শীঘ্রই সকলকে চূড়ান্তভাবে বিষয়গুলো জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুনঃ

Related Articles

15 Comments

  1. I want to know If we got scince.Btw It’s awesome to get 2days weekend in a week❤️❤️❤️

  2. ম্যাম এই কাজটা আপনি একদম ঠিক করেন নাই। আমার বন্ধুর জন্য এটা খুবই একটা বাজে খবর। কারণ সে তার গার্লফ্রেন্ডকে একদিন না দেখে থাকতে পারেনা সে জায়গায় সপ্তাহে দুইদিন কিভাবে থাকবে? এই বিষয়টা একবার বিবেচনা করা উচিত আপনাদের?

  3. আহ আপসোস আস্তে আস্তে পুরো মুসলিম কালচার পরিবর্তন করে পেল তেলে তারা

  4. আহ আপসোস আস্তে আস্তে পুরো মুসলিম কালচার পরিবর্তন করে পেল তেলে তারা

  5. সরকারের মন্ত্রীদের অফিসের এসি গুলা বন্ধ করে দিলেই তো হয়😡

  6. খুবই বাজে সিদ্ধান্ত 😡
    আমাদের একদিন কলেজ বন্ধ থাকলে মনে হয় এক সাপ্তাহ বন্ধ রয়েছে,,,,,,, এতে কলে students গুলোর আনেক ক্ষতু হয়,,,

  7. খুবই বাজে সিদ্ধান্ত 😡
    আমাদের একদিন কলেজ বন্ধ থাকলে মনে হয় এক সাপ্তাহ বন্ধ রয়েছে,,,,,,, এতে কলে students গুলোর আনেক ক্ষতু হয়,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button