All News

শিক্ষা প্রতিষ্ঠান ৫ দিন নতুন দৈনিক রুটিন – দেখুন কার কখন ক্লাস

Pinterest LinkedIn Tumblr

ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়েছে চলতি বছর থেকে শুক্র এবং শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

অর্থাৎ শুধু মাত্র 5 দিন ক্লাস কার্যক্রম পরিচালনা করবে শিক্ষা প্রতিষ্ঠান। এই অবস্থায় সপ্তাহে পাঁচদিন

কিভাবে ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে দৈনিক রুটিন প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনঃ পরীক্ষার সময় মাথা ঠান্ডা রেখে ভালো রেজাল্ট করার ৭ টি কৌশল – দেখে নেও

যেখানে উল্লেখ করা হয়েছে সপ্তাহে কয়দিন ক্লাস শিক্ষার্থীদের করতে হবে ? কখন ক্লাস শুরু হবে এবং

কখন ক্লাস শেষ হবে। তাছাড়া আনুষঙ্গিক অনেক গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষা মন্ত্রণালয় নোটিশ আকারে জানিয়েছে।

এক্ষেত্রে তুমি যে ক্লাসের শিক্ষার্থী হও না কেন তোমাকে অবশ্যই জানা উচিত তোমার ক্লাস কখন শুরু হবে এবং কখন শেষ হবে।

আরও পড়ুনঃ সহজে পড়া মুখস্থ করার ১০ টি অসাধারন কৌশল – Study Tips

এর আগে বৃহস্পতিবার ক্লাস অনুষ্ঠিত হলেও চলতি নতুন রুটিনে দেখা গেছে বৃহস্পতিবার ফুল ক্লাস

অনুষ্ঠিত হবে অর্থাৎ সকাল 10 টায় ক্লাস শুরু হবে এবং সারা দিন ক্লাস কার্যক্রম চলবে বাকী দিনগুলোর মতো।

মাধ্যমিক পর্যায়ে ক্লাসের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্লাস কার্যক্রম শুরু হবে সকাল দশটায় যেখানে

আরও পড়ুনঃ পূজার কারণে এসএসসি ২০২২ রুটিন পরিবর্তন – যা বলল শিক্ষা মন্ত্রী

10 টা থেকে 10 টা 15 মিনিট পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হবে এর পরবর্তীতে 55 মিনিটে প্রথম ক্লাস আয়োজন করা হবে

এর পরবর্তীতে আরো 6 টি ক্লাস আয়োজন করা হবে যার মধ্যে 30 মিনিটে বিরোধী থাকবে সর্বমোট একদিনে

শিক্ষার্থীদের 6 ঘণ্টা 10 মিনিট ক্লাস করতে হবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন A+ A A- B C D F গ্রেড

যেখানে দুই শিফট কার্যকর রয়েছে সেখানে ক্লাস শুরু হবে প্রথম শিফটে সকাল সাতটায় এবং শেষ হবে 12 টা 5 মিনিটে

দ্বিতীয় শিফট শুরু হবে 12:20 মিনিটে এবং শেষ হবে 5 টা 25 মিনিটে। এক্ষেত্রে 7:15 পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হবে 20 মিনিট

বিরতি দিয়ে 12:05 এ 5 ঘন্টা 35 মিনিটে ক্লাস শেষ হবে। দ্বিতীয় শিফটের শিক্ষার্থীদের জন্য 12:35 পর্যন্ত

আরও পড়ুনঃ শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তহিক ছুটি ২ দিন – নতুন সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী

সমাবেশ অনুষ্ঠিত হবে 20 মিনিট বিরতি দিয়ে 5:25 এ 5 ঘন্টা 35 মিনিট ক্লাস কার্যক্রম শেষ করা হব।

কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতি শ্রেণী কার্যক্রম সময় থাকবে 50 মিনিট।

বাংলা ইংরেজি এবং গ্রুপ ভিত্তিক তিনটি নির্বাচনের জন্য সপ্তাহে প্রতি বিষয়ে পাঁচটি এবং তথ্য ও যোগাযোগ

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ নতুন রুটিন প্রকাশ – সকল বোর্ড দেখে নেও

প্রযুক্তি বিষয়টি ক্লাস পরিচালনা করতে হবে অর্থাৎ সর্বমোট 28 টি ক্লাস পরিচালনা করা হবে এর সাথে

চতুর্থ বিষয় অর্থাৎ ঐচ্ছিক বিষয় পাঁচটি ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হবে সর্বমোট 33 টি ক্লাস কার্যক্রম পরিচালনা করতে হবে।

1 Comment

  1. Mahbubur Rahman Reply

    বিরোতির সময় আরো বাড়িয়ে দিলে নামায এবং দুপুরের খাবার খাওয়া ঠিক সময় হতো।

Write A Comment