ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করার নিয়ম
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রদান করা হয় ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের । যেখানে চলতি বছরের 2022 সালের ষষ্ঠ শ্রেণি এবং 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নতুন শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচি অর্থ প্রদান করা হবে। যার কারণে উপবৃত্তি প্রদানের লক্ষ্যে শিক্ষার্থী হতে অগ্রিম তথ্য সংগ্রহ করছে শিক্ষা মন্ত্রণালয়। ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন করার নিয়ম
প্রতিবছর শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপবৃত্তি প্রদান করা হয় । যা শিক্ষার্থীর অভিভাবক দের ফোন বা ব্যাংকের মাধ্যমে দেয়া হয়ে থাকে । তার ধারাবাহিকতায় চলতি বছরও শিক্ষা মন্ত্রণালয়ের উপবৃত্তির প্রক্রিয়া হাতে নিয়েছে ।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নোটিশে বলা হয়েছে আবেদনকারী শিক্ষার্থী উপবৃত্তি প্রদানের প্রাপ্তির জন্য একটি ফরম পূরণ করতে হবে । যেখানে শিক্ষার্থীর সকল তথ্য প্রদান করতে হবে । সাথে বেশ কিছু ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। ডকুমেন্টগুলো হলোঃ

শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি 17 সংখ্যা
পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 10 অথবা 17 সংখ্যা
পিতা-মাতা অনুপুস্থিতিতে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 10 অথবা 17 সংখ্যা
পূর্ববর্তী শ্রেণির পরীক্ষার নাম রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর ওপাশে সনদের ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে
শিক্ষার্থীর অভিভাবক জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে খোলা বৈধ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক একাউন্ট নম্বর
এক্ষেত্রে সকল শিক্ষার্থীকে ফর্ম ডাউনলোড করে তা হাতে পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে সাথে সংযুক্ত সকল ডকুমেন্ট পিনাপ করে জমা দিতে হবে।
উপবৃত্তির জন্য আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
শিক্ষা মন্ত্রণালয় প্রফেশনাল নোটিশে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তির কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হবে না । তাই তারা আবেদন করা থেকে অবশ্যই বিরত থাকবে।
Apply krbo kivabe