উপবৃত্তি

সরকারি আর্থিক অনুদান অনলাইন আবেদন করার নিয়ম ২০২৩

সরকারি আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে মাধ্যমে অনুদানের আবেদন করতে পারবে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের এককালীন অর্থ প্রদান করা হবে, অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

সকলকে ৩ টি উপবৃত্তি দেওয়া হচ্ছে, অনলাইনে ফ্রী আবেদন করুন

তাই আবেদন করা খুব সহজ। কিভাবে আবেদন করবে এবং আবেদন সম্পর্কিত যাবতীয় সকল তথ্য গুলো আমরা

শিক্ষার্থীদের সুবিধার্থে তুলে ধরছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে নোটিশ প্রকাশ করা হয়েছে,

যেখানে বলা হয়েছে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সরকারি আর্থিক অনুদানের আবেদন করতে পারবে।

আর্থিক অনুদান কারা কারা আবেদন করতে পারবেঃ

সরকারি আর্থিক অনুদানের কারা কারা আবেদন করতে পারবে এ প্রসঙ্গে নোটিশে বলা হয়েছে সকল

শিক্ষা প্রতিষ্ঠান অধীনে সবাই আবেদন করতে পারবে অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ অনার্স-মাস্টার্স শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে।

আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়নি অর্থাৎ যেকোন শিক্ষার্থীরা বর্তমানে পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবে।

আর্থিক অনুদান হিসেবে কত টাকা প্রদান করা হবে?

সরকারি আর্থিক অনুদান হিসেবে কত টাকা প্রদান করা হবে জানতে চাইলে নোটিশে কোন কিছু না জানালেও

গতবছর দেখে কাছে আর্থিক অনুদান হিসেবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের 5000 টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের 7000 টাকা

এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের 10 হাজার টাকা পর্যন্ত প্রদান করা হয়েছে। এবছরও সেই রকম অর্থ প্রদান করা হতে পারে বলে জানানো হয়েছে।

আর্থিক অনুদান আবেদনের সময়সীমাঃ

সরকারি আর্থিক অনুদানের আবেদন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী 28 ফেব্রুয়ারি

পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। কোন ধরনের সরাসরি আবেদন

অথবা হার্ডকপি গ্রহণ করা হবে না, যারা অনলাইনে আবেদন করবে তাদেরকে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

আর্থিক অনুদানের আবেদন করার নিয়মঃ

যদি শিক্ষার্থী আর্থিক অনুদানের আবেদন করতে চায় তাহলে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট প্রবেশ

করে সকল তথ্য সঠিক ভাবে দিতে হবে। এক্ষেত্রে mygov.bd নামের ওয়েবসাইটে তাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন বাটনে গিয়ে শিক্ষার্থীকে শিক্ষার্থীকে আর্থিক অনুদান অপশন খুজে বের করতে হবে,

সেখানে শিক্ষার্থী আবেদন ক্লিক করে তার সকল তথ্য তুলে ধরবে। আবেদনের সময় শিক্ষার্থীর নগদ নম্বর দিতে হবে।

কারন তার নগদ নম্বর এই টাকা চলে আসবে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুদানের মোবাইল ব্যাংকিংয়ের বিষয়টির দেখাশুনা করবে।

আবেদন ভিডিও করে দেখতে এখানে ক্লিক করুন

Related Articles

7 Comments

  1. আমি ক্লাস 9 নে পড়ি আমি পড়া লেখা করতে চাই কিন্তু বাবা মা আর পারছে না খরছ দিতে আমি সরকারের সাহায্য চাই

  2. নাম মোঃ আব্দুর রহিম 01924823377 বিকাশ রকেট নগদ জানিনা কেমনে কি লেখতে হইবো ইংলিশ বুঝিনা তাই এভাবে লিখে দিলাম

  3. আমার নাম স্বাপ্নিল আমি ক্লাস সপ্তম শ্রেণীতে পড়ি আমাদের টাকার খুব দরকার আমার বাবা রিকশা চালক আপ্নাদার পায়া পরি আমাকা খিছু টাকা দিয়ে সাহায্য করুন আমার মার বিকাশ 01585516921

  4. আমার নাম মোঃ সামিরুল ইসলাম আমি ঢাকা উত্তরায় থাকি আমার আমার দুই ছেলে মাদ্রাসায় পড়ে লেখাপড়ার স্কুলের বিল দিতে পারতাছে না দয়া করে আমাকে কিছু সাহায্য করবেন বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 01849467795বিকাস

  5. আমি ৮ম শ্রেনির ছাত্র আমরা গরিব হওয়ার কারনে আমি ঠিক করে পড়াশোনা করতে পারতেছি না যদি কিছু সাহায্য দিতেন ভালো হতো

  6. আমি অনেক গরীব আমি ভালোভাবে লেখা পড়া করতে পারছি না। আমাকে সাহায্য করেন প্লিজ প্লিজ প্লিজ।
    বিকাশ নাম্বার ০১৭৫৮৫২৬১৩৪

  7. মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবেদন আমরা খুব গরিব মানুষ আমার ছোট ভাই টাকে ঠিকমতো লেখা পরা করাতে পারছিনা নবম শ্রেণিতে পরছে বড় ভাই হয়ে একটু সাহায্য করেন বিকাশ 01749204827

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button