সরকারি কলেজ একাদশ ভর্তি সুবিধা ও অসুবিধা কি কি ?
একাদশ শ্রেণীর ভর্তি অর্থাৎ কলেজ ভর্তির ক্ষেত্রে অনেকেই চিন্তা ভাবনা থাকে সরকারি কলেজ গুলোতে ভর্তি হবার। একাদশ ভর্তি
কারণ সরকারি কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ-সুবিধা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়ে থাকে।
আরও পড়ুনঃ
- ২ টি উপবৃত্তি দিবে এসএসসি ২০২২ সকল শিক্ষার্থীদের – জেনে নেও
- দারুন সুখবর – এসএসসি ২০২২ শিক্ষার্থীদের জন্য – জেনে নেও
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ কবে ? এসএসসি পরীক্ষা ২০২২
- একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি কত তারিখ শুরু হবে ? কবে শেষ হবে ?
তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পড়াশোনার মান এবং পড়াশোনার খরচ, কারণ একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণীতে
পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীদের ভালো একটি অর্থ দরকার হয়। যেটা বেসরকারি কলেজের ক্ষেত্রে অনেক
বেশি দরকার হয় এবং সরকারি কলেজের খেতে খুবই কম দরকার হয়। এক্ষেত্রে সরকারি কলেজ সবথেকে ভালো অবস্থানে রয়েছে।
কারণ সরকারি কলেজগুলোতে বেতনের সম্পূর্ণ অংশ সরকার থেকে দেয়া হয়ে থাকে শুধুমাত্র কিছু অর্থ শিক্ষার্থীদের
কাছ থেকে নেয়া হয়, সেটা বিভিন্ন কলেজ 20 টাকা থেকে 50 টাকা 100 টাকা পর্যন্ত বেতন নেওয়া হয়।
আরও পড়ুনঃ
- ২ টি উপবৃত্তি দিবে এসএসসি ২০২২ সকল শিক্ষার্থীদের – জেনে নেও
- দারুন সুখবর – এসএসসি ২০২২ শিক্ষার্থীদের জন্য – জেনে নেও
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ কবে ? এসএসসি পরীক্ষা ২০২২
- একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি কত তারিখ শুরু হবে ? কবে শেষ হবে ?
কিন্তু বেসরকারি কলেজের বেতনের ক্ষেত্রে 500 টাকা থেকে 1 হাজার বা 2 হাজার টাকা পর্যন্ত বেতনের হয়।
এছাড়াও সরকারি কলেজে পড়াশোনার মান তুলনামূলক ভালো হয়ে থাকে, কারণ সরকার কর্তৃক নিয়োগকৃত শিক্ষকের
মাধ্যমে সরকারি কলেজগুলো পড়াশোনা কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু বেসরকারি পর্যায়ে কিছু কলেজ রয়েছে
যেখানে পড়াশুনার মান অনেক ভালো অর্থাৎ সরকারি কলেজের মতোই, কারণ সেগুলো খুবই ভালো মানের কলেজ।
কিন্তু অনেক কলেজ রয়েছে যেগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে অর্থাৎ সেখানে অনেক শিক্ষকের যোগ্যতা সম্পন্ন না।
আরও পড়ুনঃ
- ২ টি উপবৃত্তি দিবে এসএসসি ২০২২ সকল শিক্ষার্থীদের – জেনে নেও
- দারুন সুখবর – এসএসসি ২০২২ শিক্ষার্থীদের জন্য – জেনে নেও
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ কবে ? এসএসসি পরীক্ষা ২০২২
- একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি কত তারিখ শুরু হবে ? কবে শেষ হবে ?
তারা বিভিন্নভাবে নিয়োগ হয়ে পড়াশোনা কার্যক্রমে অংশগ্রহণ করছে। কিন্তু সরকারি কলেজে গ্রাম পর্যায়ে রয়েছে
যেখানে কিছুটা খারাপ সব মিলিয়ে সরকারি কলেজের ক্ষেত্রে বিভাগ জেলা কেন্দ্রিক কলেজগুলোতে পড়াশোনার মান ভাল থাকে,
এর পরবর্তীতে একটু খারাপ হতে পারে। কিন্তু বেসরকারি কলেজে শুধুমাত্র বিভাগীয় পর্যায়ে গুলোতে
ভালো পড়াশোনা পাওয়া যায় কিন্তু গ্রাম বা জেলা পর্যায়ের শিক্ষার্থীরা সুযোগ-সুবিধা পায় না।
এছাড়া একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে সরকারি কলেজগুলোতে প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় বড় ধরনের,
এখানে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে তারপরে চান্স পেতে হয়। কারণ এখানে রেজাল্টের উপর তাদের মূল্যায়ন
আরও পড়ুনঃ
- ২ টি উপবৃত্তি দিবে এসএসসি ২০২২ সকল শিক্ষার্থীদের – জেনে নেও
- দারুন সুখবর – এসএসসি ২০২২ শিক্ষার্থীদের জন্য – জেনে নেও
- বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ কবে ? এসএসসি পরীক্ষা ২০২২
- একাদশ শ্রেণী ২০২৩ ভর্তি কত তারিখ শুরু হবে ? কবে শেষ হবে ?
করা হয়ে থাকে অর্থাৎ ভালো রেজাল্ট করতে পারলেই সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু বেসরকারি কলেজে ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট তারা নিয়ে থাকে, এক্ষেত্রে তারা রেজাল্ট প্রাধান্য দেয় না।
তাদের ওখানে ভর্তি ওটা খুব সহজে আর সরকারি কলেজে ভর্তি কঠিন। তাই এক্ষেত্রে সরকারি কলেজের যখন আবেদন করতে হবে
তখন তাকে এক নম্বরের রেখে তারপরে সবাই এর আবেদন করতে হবে ।তাহলে হয়তোবা সরকারি কলেজে ভর্তি ও সম্ভাবনা আরও বাড়বে।