উপবৃত্তি

সুখবরঃ ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষার্থীদের সরকারি আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। তার মধ্যে ষষ্ঠ থেকে দশম একাদশ দ্বাদশ ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা আছে।

এখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকৃত শিক্ষার্থীদের কে যাচাই-বাছাই শেষে এই আর্থিক অনুদান প্রদান করা হবে।

আরও পড়ুনঃ দারুন সুখবরঃ ছাত্র-ছাত্রীদের সরকারি আর্থিক অনুদান আবেদন শুরু

শিক্ষা মন্ত্রণালয় থেকে এরই মধ্যে সম্পর্কিত নোটিশ প্রকাশ করা হয়েছে, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে তা তারা জানিয়েছে

এবং কিভাবে আবেদন করবে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা সকল বিষয়গুলো তুলে ধরছি।

আর্থিক অনুদানের মূল উদ্দেশ্যঃ

আর্থিক অনুদানের মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্র মেধাবী রোগাগ্রস্ত সুবিধাবঞ্চিত অভাবী প্রতিবন্ধী উপজাতির

শিক্ষার্থীদের কে অর্থ দিয়ে সহযোগিতা করা। যাতে তাদের পড়াশোনা কার্যক্রম কিছুটা সহজ হয়।

অনেক শিক্ষার্থী টাকার অভাবে পড়াশোনা করতে পারেনা, তাদেরকে সহজ করার জন্য ভাবে পড়াশোনা করার জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।

আর্থিক অনুদানের আবেদন কারা করতে পারবেঃ

আর্থিক অনুদানের জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে পারবে না।

এখানে মাধ্যমিক পর্যায়ের সকল, শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে ও স্নাতক পর্যায়ে এবং ডিগ্রী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

তাছাড়া আবেদনের কোন ধরনের রেজাল্টের যোগ্যতা রাখা হয়নি, যে কোনো শিক্ষার্থী এখানে আবেদন করতে পারবে যারা কিনা বর্তমানে পড়াশোনা করছে।

আর্থিক অনুদান হিসেবে কত টাকা প্রদান করা হবেঃ

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে তিন বিভাগে আলাদা আলাদা টাকা প্রদান করা হবে অর্থাৎ মাধ্যমিক

শিক্ষার্থীদের 5000 টাকার মতো করে উচ্চ মাধ্যমিকে 7000 টাকা এবং স্নাতক পর্যায়ে 10 হাজার টাকা শিক্ষা কাজে

সহযোগিতার জন্য আর্থিক অনুদান প্রদান করা হতে পারে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত নোটিশে উল্লেখ করা হয়নি।

আর্থিক অনুদানের আবেদন করার সময়ঃ

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী 5 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা

সরকারি আর্থিক অনুদান জন্য আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে অবশ্য অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

মেনুয়াল বা হার্ডকপি আবেদনের গ্রহণযোগ্য হবে না। এই সময়ের মধ্যে আবেদন করলে তা সাবমিট করা হবে,

আর নয়ত তা বাতিল ঘোষণা করা হবে এর পরবর্তীতে আবেদনের সময় বাড়ানো হলে তা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করার নিয়মঃ

আর্থিক অনুদানের আবেদন করতে হলে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর ওয়েবসাইটে এসে সরাসরি আবেদন করতে হবে।

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। আবেদনের নিয়ম নিয়ে বিস্তারিত

পরবর্তীতে তুলে ধরা হবেম কারণ এখন পর্যন্ত আবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি যখন হবে তখনই

বোঝা যাবে কিরকম ভাবে আবেদন করতে হবে এবং তা পরবর্তীতে সকলকে জানিয়ে দেয়া হবে।

নোটিশ –

Related Articles

46 Comments

    1. আমি একাউন্ট বিভাগের ছাত্র আমি টাকার অভাবে পড়তে পারছি না

      1. আমি দশম এবং একাদশ শ্রেণীতে উপবৃওি পেয়েছি।এখন অর্নাস ফাস্ট ইয়ারে অধ্যায়নরত আছি।উপবৃওি টা পাইলে আমার পড়াশোনা জন্য উপকার হত।

        1. আমি একজন ছাত্র আমি দশম ক্লাসে পড়ে টাকার অভাবে নোট কিংবা গাইড কিনতে পারি নি অনেক কষ্ট করে চলি পারলে কেউ আমাকে কিছুই টাকা দিয়েন এটা আমার বিকাশ নাম্বার 01316716588

      2. কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এ পড়ালেখা করে, এমন শিক্ষার্থী কি আবেদন করতে পারবে?

        1. আমি ইন্টার ১ বছরের ছাত্র। আমাকে যদি এই সুবিধাটা দেন তাহলে আমি খুব উপকৃত হবো। আমার বাবা একজন৷ সাধারন ক’মচারি। উনার বেতন হচ্ছে ৭০০০ টাকা মাত্র। আমার কলেজের বকেয়া দিতে না পারলে আমি হইতো কাল্স করতে পারব না

      3. আমি মধ্যে বৃদ্ধ পরি বারের ছেলে
        আমার বাবা কৃষি কাজ করে
        আর আমি পরা শুনা করি
        আমি ক্লাস ৯ নে পরি
        আমি জদি টাকা পাই টা হলে আমার উপকার হয়তো আসসালামুয়ালাইকুম

    1. আমি তাহিয়া। বাড়ি পটুয়াখালী। আমি এসএসসি পরীক্ষার্থী। আমার বাবা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কোনো বেতন পান নাহ। আামাদের পরিবারে ৬ জন সদস্য আমার বাবা একা কর্মজীবী। তার মধ্যে আমার আর আমার ভাইয়ের পড়ালেখার খরচ চালানো খুবই কষ্টকর। তাছারা আমার পড়াশুনা করতে অনেক কষ্ট হয়। দয়া করে আমাকে সাহায্য করেন যাতে আমি এসএসসি পরীক্ষায় ঠিকভাবে অংশ নিতে পারি।

  1. আমি একাদশ শ্রেণীতে পড়ি,আমি পড়াশোনার খরচ নিজেই চালাই,একন আমি এতো খরচ চালাইতে পারতেছি না।আমাকে কিছু সাহায্য করে আমার পড়ার সুযোগ করে দিন।

    1. যারা উন্মুক্ত থেকে পড়াশোনা করে তারা আবেদন করতে পারবে কি

    1. আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি,আমি পড়াশোনার খরচ নিজেই চালাই,একন আমি এতো খরচ চালাইতে পারতেছি না।আমাকে কিছু সাহায্য করে আমার পড়ার সুযোগ করে দিন।

      Biplob hossain

    2. আমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি এবছর আমি গরিব পরিবারের মেয়ে নিজে কষ্ট করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করি আমার বাবা ভীষণ অসুস্থ তিনি ঠিক মতো চলাফেরা করতে পারেন না আর আমার কোনো বড় ভাই ও নেই আমরা দুই বোন আর ছোট এক ভাই ছোট ভাই এখন মাএ ক্লাস ফাইভে পড়ে তাই আমার অনুরোধ আমাকে কিছু সাহায্য করে পড়াশোনা করার সুযোগ করে দিন Please help me… আমার বিকাস নাম্বার ০১৭৭৫৯৪৯৯৫৯

      1. আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আমার বাবা ২০২০ সালে একটা দূর্ঘটনায় পায়ের রগ ছিড়ে যায়, দীর্ঘ দুইমাস পংগু হাসপাতালে ভর্তি থেকে অপারেশন করে হয়, তারপর ই করোনার মহামারী শুরু হলে বাবা বেকার হয়ে যায়। পরে ২০২২সালে একটা তেলের পাম্পে দশ হাজার টাকা বেতনের চাকরি নেয়। আগষ্ট মাসে মালিক বদল হয়ে যায়, তখন বাবার চাকরি চলে যায়, এখন বেকার জীবন কষ্টে পার করছে। তাই আমাকে কিছু আর্থিক সাহায্য করে, পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিন।
        সৈয়দা তাসমিয়া তাহনিম।

    3. আসসালামুআলাইকুম আমি এইচ এস সি ফাইনার পরিক্ষা দিয়েছি।পরবর্তীতে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সাহাস্য প্রার্থী

  2. আমি তাহিয়া। বাড়ি পটুয়াখালী। আমি এসএসসি পরীক্ষার্থী। আমার বাবা একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কোনো বেতন পান নাহ। আামাদের পরিবারে ৬ জন সদস্য আমার বাবা একা কর্মজীবী। তার মধ্যে আমার আর আমার ভাইয়ের পড়ালেখার খরচ চালানো খুবই কষ্টকর। তাছারা আমার পড়াশুনা করতে অনেক কষ্ট হয়। দয়া করে আমাকে সাহায্য করেন যাতে আমি এসএসসি পরীক্ষায় ঠিকভাবে অংশ নিতে পারি।

    1. আসসালামুআলাইকুম আমি এস এস সি পরীক্ষার্থী। লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সাহাস্য প্রার্থী

  3. আমি একাদশ শ্রেণীতে পড়ি / পরিবারে আর্থিক সমস্যা ।পড়াশোনার ফাঁকে কাজ করে নিজের পড়ালেখার খরচ চালায় পড়াশোনার ফাঁকে কাজ করে নিজে পড়ালেখা করস চালায়। তাই আমাকে সাহায্য করে আমার পড়ালেখার সুযোগ করে দিন।

  4. আমার নামঃ আকাশ আহমেদ । বাড়ি কুড়িগ্রাম। আমি এইচএসসি পরীক্ষা দিয়াছি।আশা করি ভালো রেজাল্ট করবো। আমার বাবা একজন দিন্ মজুরি । । আামাদের পরিবারে ৬ জন সদস্য আমার বাবা একা কর্মজীবী। তার মধ্যে আমার আর আমার ভাইয়ের পড়ালেখার খরচ চালানো খুবই কষ্টকর। তাছারা আমার পড়াশুনা করতে অনেক কষ্ট হয়। দয়া করে আমাকে সাহায্য করেন যাতে আমি অনাস ডিগ্রতে ভর্তি হতে পারি।

    1. আমার নামঃ আকাশ আহমেদ । বাড়ি কুড়িগ্রাম। আমি এইচএসসি পরীক্ষা দিয়াছি।আশা করি ভালো রেজাল্ট করবো। আমার বাবা একজন দিন্ মজুরি । । আামাদের পরিবারে ৬ জন সদস্য আমার বাবা একা কর্মজীবী। তার মধ্যে আমার আর আমার ভাইয়ের পড়ালেখার খরচ চালানো খুবই কষ্টকর। তাছারা আমার পড়াশুনা করতে অনেক কষ্ট হয়। দয়া করে আমাকে সাহায্য করেন যাতে আমি অনাস ডিগ্রতে ভর্তি হতে পারি।

  5. আমি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি এবছর আমি গরিব পরিবারের মেয়ে নিজে কষ্ট করে নিজের পড়াশোনার খরচ জোগাড় করি আমার বাবা ভীষণ অসুস্থ তিনি ঠিক মতো চলাফেরা করতে পারেন না আর আমার কোনো বড় ভাই ও নেই আমরা দুই বোন আর ছোট এক ভাই ছোট ভাই এখন মাএ ক্লাস ফাইভে পড়ে তাই আমার অনুরোধ আমাকে কিছু সাহায্য করে পড়াশোনা করার সুযোগ করে দিন Please help me… আমার বিকাস নাম্বার ০১৭৭৫৯৪৯৯৫৯

  6. আমার নমঃ তকিউল িইসলাম বাড়ি চট্টগ্রাম। আমি এইচএসসি পরীক্ষা দিয়াছি।আশা করি ভালো রেজাল্ট করবো। আমার বাবা একজন কৃষক । আামাদের পরিবারে ৬ জন সদস্য আমার বাবা একা কর্মজীবী। তার মধ্যে আমার আর আমার ভাইয়ের পড়ালেখার খরচ চালানো খুবই কষ্টকর। তাছারা আমার পড়াশুনা করতে অনেক কষ্ট হয়। দয়া করে আমাকে সাহায্য করেন যাতে আমি অনাস ডিগ্রতে ভর্তি হতে পারি।

  7. Ami chele class 8 e pore amr husbender job ney, ami onek koste chele k porachi,sir der kache ami doya ma hoye cychi upobritir tk jeno ami pay, noile amr cheler poralikha bondho hoye jabe, o valo ekjon student, ami ma hoye ota nite parchina, amr aro 1 ta chele ache amra onek koste achi, amr onurodh tuku raken sir 01851128373
    Ami Chittagong achi,

  8. আমি মোঃ আবু বক্কর সিদ্দিকী ইসলাম, আমি একজন এসএসসি পরিক্ষাথী ২০২৩ ব্যাচের আমি ঠাকুরগাঁও জেলা, পীরগঞ্জ থানা, ১১নং বৌরচুনা ইউনিয়ন এর নওডাঙ্গা রেডিয়েন্ট বিমুখী উচ্চ বিদ্যালয় এর একজন ছাত্র।
    আমার বাবা একজন ইলেকট্রনিক কর্মকর্তা, মা গৃহিণী আমরা তিন ভাই একবোন আমার বাবা যা ইনকাম করেন তা আমাদের সংসার চালাতেই সব টাকা পয়সা খরচা হয়ে যায়, আমার স্কুলের পরিক্ষার ফ্রী আমি নিজেই চালাই আমি পড়ালেখার ফাকে হালকা পাতলা কাজও করি এতে আমি পরিক্ষার ফ্রীর জন্য টাকা জমিয়ে রাখি আমাদের জায়গা জমি বলতে কিছু নেই শুধু ঘরের জায়গা ছাড়া, আর আমার বাবা মার সপ্ন আমি পড়া লেখা করে ভালো একটা চাকরি করি যেন আমাদের সংসার চালাতে একটু সহজ হয় তাই এবার আমি পরিক্ষায় ভালো রেজাল্ট করবো ইন্শআল্লাহ কিন্তু একটা সমস্যা আমি টাকার জন্য এখন পযন্ত পরিক্ষার জন্য ফরম পূরন করতে পারি নাই, সম্ভবত মার্চ মাসে পরিক্ষা শুরু হবে, আমি আপনাদের সকলের কাছে সাহায্য চাই যেন আমি পরিক্ষার ফরম পূরণ করতে পারি, প্লিজ সবাই একটু আমাকে সাহায্য করবেন প্লিজ প্লিজ প্লিজ।

  9. আমার নাম মোঃ পাপন মিয়া আমি ছাত্র আমি দশম শ্রেণির ছাত্র আমার বাবা একজন দিনমজুরের কাজ করে তার মধ্যে আমাদের পরিবারের সদস্য সংখ্যা সংখ্যা ৮ জন এর মধ্যে আমার ছোট ভাইবোনেরা পড়ালেখা করেএজন্য আমার পড়ালেখা করে চালাতে তাদের কর্জ জোগাতে অনেক টাকা লেগে যায় তাই আমার পড়ালেখার খরচ চালাইতে তার জন্য কষ্টকর হয়ে যায় তাই আামায়আর্থিক অনুদান দিলপড়ালেখার খরচ চালাতে পারতাম

    1. আমি একজন আদিবাসী। নাম গাব্রিয়েল এিপুরা। আমরা তিন ভাইবোন। বাবা জুম চাষ করেন। মা গৃহিনী। তাই আমাদের সংসারে অনেক অভাব। আমি ক্লাস টেনে কমাস বিভাগের ছাএ। অভাবে কারণে বাবা-মা ঠিক মতো চালাতে পারছেন না। ছোট ভাই মনে করে প্লিজ সাহায্য করেন।
      ঠিকানাঃ রোয়াংছড়ি, বান্দরবা।
      মোবাইলঃঃ 01830547818

  10. আমি একজন ছাত্র আমি দশম ক্লাসে পড়ে টাকার অভাবে নোট কিংবা গাইড কিনতে পারি নি অনেক কষ্ট করে চলি পারলে কেউ আমাকে কিছুই টাকা দিয়েন এটা আমার বিকাশ নাম্বার 01316716588

  11. যারা বয়স্ক,কিন্তু উন্মুক্ত থেকে এস এস সি পরীক্ষা দিবে তারা কি এই অনুদান পাবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button