সুখবর এসএসসি রেজাল্ট ২০২৩ নিয়ে – সকল তথ্য জানুন
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য কয়েকটি সুখবর রয়েছে, সম্পূর্ণ পোস্ট তোমরা পড়ো তাহলে সুখবর গুলো জানতে পারবা। বর্তমানে এসএসসি রেজাল্ট ২০২৩ প্রস্তুত করা হচ্ছে।
যে কোন সময় তোমরা এসএসসি রেজাল্ট ২০২৩ পেয়ে যাবা। কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানা বাকি রয়েছে।
আরও দেখুনঃ
- যেভাবে নম্বর দিচ্ছে এসএসসি খাতায় – জেনে নেও সকল তথ্য
- এসএসসি ফলাফল ২০২৩ কত তারিখ প্রকাশ হবে ? জানাল শিক্ষাবোর্ড
- SSC Result 2023 Marksheet With Number All Board
- সুখবর এসএসসি রেজাল্ট ২০২৩ নিয়ে – সকল তথ্য জানুন
তোমরা প্রায় ২০ লক্ষ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছ, তোমাদের ফলাফল তৈরি করার বিষয়টি অনেক সময় সাপেক্ষ।
শিক্ষা মন্ত্রণালয় পর্যাপ্ত সময় নিয়ে এই ফলাফল প্রকাশ করবে। তারা জানিয়েছে আগামী দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে,
সেই হিসাব করলে শিক্ষা মন্ত্রণালয় আগামী জুলাই মাসে শেষের দিকে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে দিবে।
ফলাফল প্রকাশ করা হবে অনলাইনের মাধ্যমে। শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটিকে তোমরা ফলাফল গুলো দেখতে পারবা।
এক্ষেত্রে শুধুমাত্র রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে নিজের মোবাইল ফোন
থেকে ফলাফল দেখতে পারবা, কোন ধরনের কম্পিউটার দোকানে তোমাদেরকে যেতে হবে না।
বর্তমানে বিভিন্ন শিক্ষকরা পরীক্ষা খাতা দেখছে। এখানে পরীক্ষার খাতা সে নম্বরগুলো বোর্ডের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে,
বোর্ড কর্তৃপক্ষ তার উপরে ভিত্তি করে রেজাল্ট প্রস্তুত করবে। এরই মধ্যে প্রথম দিকে গুলো হয়েছিল।
আরও দেখুনঃ
- যেভাবে নম্বর দিচ্ছে এসএসসি খাতায় – জেনে নেও সকল তথ্য
- এসএসসি ফলাফল ২০২৩ কত তারিখ প্রকাশ হবে ? জানাল শিক্ষাবোর্ড
- SSC Result 2023 Marksheet With Number All Board
- সুখবর এসএসসি রেজাল্ট ২০২৩ নিয়ে – সকল তথ্য জানুন
তার নম্বর বোর্ডের কাছে এসেছে। বাকি বিষয়গুলোর নম্বর আস্তে আস্তে বোর্ড কর্তৃপক্ষ পাবে এবং সফটওয়্যারে এন্ট্রি করবে।
যে সকল শিক্ষক পরীক্ষার খাতা দেখছে তাদের সাথে আমাদের কথা হয়, তারা আমাদেরকে বলেন পরীক্ষায় শিক্ষার্থীর অনেক ভালোভাবে লিখেছে।
তুলনামূলক ভাবে অনেক শিক্ষার্থী ভালো নম্বর পাবে। তবে কিছু শিক্ষার্থী যারা একদমই লিখতে পারেনি,
তাদের রেজাল্ট খারাপ হতে পারে। এ ক্ষেত্রে তারা ফেল পর্যন্ত করতে পারে, শিক্ষকরা জানায় আমরা
দুই এক নম্বর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে সেটা খুব সামান্য, কারণ যাদের দরকার হয়েছে
এবং যাদের খাতার মধ্যে পর্যাপ্ত নাম্বার দেওয়ার মতো জায়গা ছিল তখন আমরা সেখানে নাম্বার দিয়েছি।
এছাড়া বোর্ডের একাধিক কর্মকর্তা জানে চলতি বছর এসএসসি পরীক্ষার নৈবিত্তিকের সম্পূর্ণ বিষয়টি
দেখা হবে মেশিনের মাধ্যমে। এখানে শিক্ষার্থীদের কোন ধরনের নম্বর বাড়িয়ে দেওয়া হবে না
এক্ষেত্রে যদি কোন শিক্ষার্থী এক বা দুই নম্বরের কারণে বহু নির্বাচনীতে ফেল করে তাহলে তাকে
নম্বর বাড়িয়ে দেওয়া হবে না। কারণ বোর্ড কর্তৃপক্ষ এ ধরনের সুযোগ সুবিধা কখনোই প্রদান করে না।