সুখবর দিলো এইচএসসি রেজাল্ট নিয়ে শিক্ষা মন্ত্রণালয়
উচ্চ মাধ্যমিক পর্যায়ের চলতি বছর এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করছে বর্তমানে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে কয়েকটি সুসংবাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।
আমরা জানাবো কিছু সুখবর তাদেরকে। বর্তমানের দিনরাত এক করে কাজ করছে বোর্ড কর্তৃপক্ষ তাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশের জন্য,
অনেকগুলো বিষয় খাতা দেখা শেষ করেছে শিক্ষকরা। এরইমধ্যে শিক্ষক আমাদেরকে জানিয়েছে বাংলা ইংরেজি
আরও পড়ুনঃ
- শিক্ষক যেভাবে খাতা দেখছে এইচএসসি রেজাল্ট ২০২২ – জানুন
- ৪৫,৫০,৫৫ নম্বরে কত পেলে কোন গ্রেড ? HSC Exam 2022
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ১ম ও ২য় পত্র আলাদা পাস ?
সহ সর্বপ্রথম দিকে যে পরীক্ষাগুলো হয়েছিল তার খাতা বোর্ডের কাছে পাঠিয়েছে এবং নম্বর পাঠিয়েছে,
যে নম্বরে সফট্ওয়ারে এর কাজ চলছে। খুব শিগগিরই প্রস্তুতের জন্য তারা সকল প্রস্তুতি নিচ্ছে।
এক্ষেত্রে শিক্ষকরা আমাদেরকে সব হিসেবে জানিয়েছে তাদেরকে নির্দেশনা অনুযায়ী তারা খাতা দেখেছে।
এখানে তারা অনেক সুযোগ-সুবিধা সকলকে দিয়েছে, বিশেষ করে যেসব শিক্ষার্থী 1 বা 2 নম্বরের জন্য ফেল
করেছে তারা পাশ করিয়ে দিয়েছে। তাছাড়া ইংরেজির ক্ষেত্রে অনেক শিক্ষার্থী তারা পাস করে দিয়েছে ।
আবার যে সকল শিক্ষার্থী সুন্দরভাবে উত্তর সম্পন্ন নম্বর দেয়া হয়েছে, আবার যে সকল শিক্ষার্থী প্রশ্নের উত্তরে কিছুটা
আরও পড়ুনঃ
- শিক্ষক যেভাবে খাতা দেখছে এইচএসসি পরীক্ষা ২০২২ – জানুন
- ৪৫,৫০,৫৫ নম্বরে কত পেলে কোন গ্রেড ? HSC Exam 2022
- ২০২২ সালের এইচএসসি পরীক্ষা ১ম ও ২য় পত্র আলাদা পাস ?
ভুল লিখেছে তাদের নাম্বার দেয়া হয়েছে অর্থাৎ যারাই লিখতে পেয়েছে তাদেরকে নম্বর দেয়া সর্বোচ্চ চেষ্টা শিক্ষকরা করেছে।
এক্ষেত্রে শিক্ষকরা বলে আমরা প্রতি 100 মধ্যে 10 থেকে 12 জন শিক্ষার্থীর মত ফেইল করেছে। এছাড়া বেশির ভাগ শিক্ষার্থী ভাল ফলাফল করেছে।
অন্যদিকে শিক্ষা বোর্ডের বিভিন্ন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে, যখন নৈবিত্তিক এর নম্বর ব্যবহারিকের নম্বর
এবং সৃজনশীল এর নম্বর একই সাথে যোগ করে ফলাফল তৈরি করা হবে তখন শিক্ষার্থীদের কিছুটা সুযোগ-সুবিধা দেয়া হবে।
এর অন্যতম কারণ হচ্ছে নম্বর রূপান্তর কারণ এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে অর্ধেক নম্বরে তাই তাদের নম্বর
আবার পুনরায় 100 নম্বরের রূপান্তর করে ফলাফল প্রস্তুত করা হবে। এক্ষেত্রে যদি 1 বা 2 নম্বর তাদের কম পায় তাহলে
তারা সেটা দিয়ে দিবে যাতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারে। বিশেষ করে অনেক শিক্ষার্থী এক বা দুই নম্বরের
জন্য মিস করবে তাদেরকে তারা সেই নম্বরটি দিয়ে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করবে আবার অনেক শিক্ষার্থী
এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাদেরকে ওটা চেষ্টা করবে পাস করিয়ে দেওয়ার। কিন্তু নৈবিত্তিকে কোন ধরনের নম্বর বাড়িয়ে দেয়া হবে না
নৈবিত্তিকে ওএমআর শিট দেখা হবে কম্পিউটারের মাধ্যমে তাই এখানে কোন ধরনের বাড়তি নম্বর শিক্ষার্থীদের সাথে যুক্ত হবে না।