Scholarship

১৬২০০ টাকা উপবৃত্তি প্রদান – যেভাবে টাকা দিবে শিক্ষা বোর্ড

Pinterest LinkedIn Tumblr

১১ টি শিক্ষা বোর্ডের অধীনে কয়েক লক্ষ শিক্ষার্থীর মাঝে ১৬ হাজার 200 টাকা উপবৃত্তি প্রদান করা হবে। আজকে আমরা এভাবে তথ্য জানাবো।

মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল শিক্ষার্থীর দরিদ্র মেধাবির সুবিধা বঞ্চিত অভাবগ্রস্ত রোগাগ্রস্ত তাদেরকে চিহ্নিত করে

এই উপবৃত্তির প্রদান করা হয়। টানা দুই বছর 24 মাস শিক্ষার্থীরা এখান থেকে টাকা পাবে শিক্ষার্থীর সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেয়া হবে।

আরও পড়ুন

মূলত এর আগে শিক্ষকদের মাধ্যমে উপবৃত্তির টাকা পাঠানো হতো, কিন্তু অনেক শিক্ষার্থী সে টাকা সঠিকভাবে পেতো না।

এর জন্য শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, তাদের টাকা সরাসরি তাদের ব্যাংক একাউন্ট অথবা মোবাইল ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবে।

আমরা এখানে কথা বলছি মেধাবৃত্ত এবং সাধারণ বৃত্তি নিয়ে। ২০২৩ সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে,

তাদেরকে প্রদান করা হবে। এখানে শিক্ষার্থীরা মাসিক একটি ভালো অর্থ পাবে এবং বাৎসরিক একটি অর্থ পাবে।

যার বাৎসরিক অর্থের পরিমাণ তালায় দাঁড়ায় ১৬ হাজার টাকার বেশি এই টাকা শিক্ষার্থীরা এইচএসসি

পর্যায়ে দুই বছর পাবে। এখানে কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না, সরাসরি শিক্ষার্থীদের রেজাল্টের

উপর ভিত্তি করে টাকা প্রদান করা হবে। আবেদন গ্রহণ করা না হলেও একটি নূন্যতম যোগ্যতা রয়েছে,

যার উপর ভিত্তি করে প্রদান করা হবে। যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পাওয়ার ক্ষেত্রে জিপে ৫ থাকতে হবে

এবং সাধারণ বৃত্তি পাওয়ার ক্ষেত্রে জিপি ৩ পয়েন্ট থাকলে শিক্ষার্থীরা এখান থেকে উপবৃত্তি পেতে পারে।

আরও পড়ুন

প্রতিটি শিক্ষাবোর্ড আলাদা আলাদা তালিকার মাধ্যমে এই উপবৃত্তির ফলাফল প্রকাশ করবে তালিকায় শিক্ষার্থীর নাম থাকলে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে

সকল ডকুমেন্ট জমা দিতে হবে। তাহলে শিক্ষার্থীর উপবৃত্তি কার্যকর হবে এবং শিক্ষার্থী এখানে তার উপবৃত্তি পেতে পারবে।

মেধা বৃত্তি ক্ষেত্রে মূলত মাসিক 600 টাকা করে প্রদান করা হবে এবং বাৎসরিক ৯০০ টাকা করে প্রদান করা হবে।

তাছাড়া সাধারণ বৃত্তি ক্ষেত্রে মাসিক শিক্ষার্থীদেরকে ৩৫০ টাকা প্রদান করা হবে এবং বাৎসরিক ৪৫০ টাকা প্রদান করা হবে।

যে সকল শিক্ষার্থী মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে তাদের কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের কোন ধরনের

বেতন নিতে পারবে না। তারা বিনা বেতনে পড়াশোনা করবে আরো বেশ কিছু সুযোগ সুবিধা শিক্ষার্থীরা মূলত পাবে।

40 Comments

    • Monika Islam Reply

      আমি নবম শ্রেণিতে পড়ি আমার বাবা একজন কৃষক আমরা চার ভাই বোন আমাদের লেখপড়ার খরচ আমার বাবা বহন করতে পারছে না আমার লেখা পড়া করার অনেক ইচ্ছে আমার বিবাহ জন্য ছেলে খুঁজে আমি লেখা পড়া করতে চাই দয়া করে আমার দশম শ্রেণিতে ভতি হওয়ার জন্য কিছু সাহায্য করুন বিকাশ নম্বর ০১৭৮৭৩৬৯৭৬৮

      • সাওন আহমেদ Reply

        আমি তোমাকে বিয়ে করতে চাই করবা আমি ইউরোপ থাকি

        • ইউরোপের অধিবাসী উপবৃত্তির পেইজে কি করে🤔😂😂

      • আসসালামু আলাইকুম,, প্লিজ পারলে কেউ আমাকে সাহায্য করেন আমি পড়া লেখা করি আমার বাবা ছোট খাটো একটা দোকান চালাই। আমি ইন্টার প্রথম বশ্যতে ভর্তি হলাম বই কেনার জন্য অনেক টাকার ধরকার যদি কেউ পারেন আমাকে ৩,৪ হাজার টাকা দিয়ে সাহায্য করবেন
        01710804675 এই নাম্বার এ আমার নগদ খোলা আছে

    • Abu Sabbir Reply

      I am a HSC candidate. My exam is over on 18th. Now, I want to do coaching to study in public university. For this, I need big amount of money. So, I will benefit if you help me with money.

    • আমার বাবা একটা ছোট কোম্পানীতে কর্মচারীর কাজ করে।আমার মা গৃহিণী।বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাবা মা আমার লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছে।এদিকে শারীরিক ভাবে অসুস্হ থাকায় লেখাপড়া তেমন করতে বারণ দিচ্ছে।আমি এসএসসি দিছি এবার।কেউ আমাকে বি কেনার জন্য৩০০০ টাকা হেল্প করুন।বিকাশ নম্বর ০১৯২৬৭৮৮৭২৪

    • আমার বাবা একটা ছোট কোম্পানীতে কর্মচারীর কাজ করে।আমার মা গৃহিণী।বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাবা মা আমার লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছে।এদিকে শারীরিক ভাবে অসুস্হ থাকায় লেখাপড়া তেমন করতে বারণ দিচ্ছে।আমি এসএসসি দিছি এবার।কেউ আমাকে বি কেনার জন্য৩০০০ টাকা হেল্প করুন।বিকাশ নম্বর ০১৯২৬৭৮৮৭২৪

    • আমার বাবা একটা ছোট কোম্পানীতে কর্মচারীর কাজ করে।আমার মা গৃহিণী।বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বাবা মা আমার লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছে।এদিকে শারীরিক ভাবে অসুস্হ থাকায় লেখাপড়া তেমন করতে বারণ দিচ্ছে।আমি এসএসসি দিছি এবার।কেউ আমাকে বি কেনার জন্য৩০০০ টাকা হেল্প করুন।বিকাশ নম্বর ০১৯২৬৭৮৮৭২৪

  1. আফছানা খাতুন Reply

    আসসালামুয়ালাইকুম। আমি খুব হত দরিদ্র পরিবারের মাঝে বেড়ে উড়া এক জন শিক্ষার্থী। আমার একজন বাবা দিন মজুর, সংসারে খরচ এবং আমার লেখা পড়ার খরচ চালাইতে হিমশিম খাচ্ছে , আমার একটা ভাই কিন্তু সে প্রতিবন্ধী , আমার অনেক লেখা পড়া করার ইচ্ছা , পরিবারের অসচ্ছল অবস্থার কারণে আমার লেখা পড়া বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে । আমাকে আর লেখা পড়া করাতে চাচ্ছে না । প্লিজ আমাকে একটু হেল্প করুন , আমি অনার্স ভর্তি হবো টাকার জন্য হতে পারছি না 01920219406

    • আসসালামু আলাইকুম,, প্লিজ পারলে কেউ আমাকে সাহায্য করেন আমি পড়া লেখা করি আমার বাবা ছোট খাটো একটা দোকান চালাই। আমি ইন্টার প্রথম বশ্যতে ভর্তি হলাম বই কেনার জন্য অনেক টাকার ধরকার যদি কেউ পারেন আমাকে ৩,৪ হাজার টাকা দিয়ে সাহায্য করবেন
      01710804675 এই নাম্বার এ আমার নগদ খোলা আছে

    • আসসালামু আলাইকুম,, প্লিজ পারলে কেউ আমাকে সাহায্য করেন আমি পড়া লেখা করি আমার বাবা ছোট খাটো একটা দোকান চালাই। আমি ইন্টার প্রথম বশ্যতে ভর্তি হলাম বই কেনার জন্য অনেক টাকার ধরকার যদি কেউ পারেন আমাকে ৩,৪ হাজার টাকা দিয়ে সাহায্য করবেন
      01710804675 এই নাম্বার এ আমার নগদ খোলা আছে

      • আমি খুব গরিব পরিবারের দ্ররিদ্রতার কারনে ঠিক করে পড়াশুনা করতে পারিনা আমরা অনেক লোক থেকে ‌টাকা নিয়েছি এখন কারও টাকা দিতে পারিনি আমাকে ৫০০০টাকা দিয়ে সাহায্য করুন ০১৭৪৭১৪২২৯৮ এই নাম্বারে নগত নাম্বার

  2. Bithi islam Reply

    এই উপবৃত্তিটা আমার দরকার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য,,প্লিজ । আমার কথা বিবেচনা করে উপবৃত্তিটা আমাকে দিবেন । আমার আব্বু বৃদ্ধ হয়ে গেছে যার জন্য কোন কাজ করতে পারে না । আমাদের সংসার চালানোটা অনেক কষ্টকর দয়া করে আমাকে উপকারটুকু করবেন
    01730172847 বিকাশ

    • MD Parves Hossen Reply

      Amara 2 vai 1 bon kintu tkar ovabe kisu porasuna korte pari na baba mar deka suna amakeey korte hoy tay sorkarer Kase abedon bikash nambar 01608180692

  3. shantu saha Reply

    এই যে মেধাবৃত্তির কথা বলা হয়েছে,,,,,যদি কোন ছাত্র বা ছাত্রী এই বৃত্তি পেয়ে থাকে তাহলে সেটা জানার উপায় কি,,বা কিভাবে জানা যাবে,,,এই বিষয়টি জানালে বেশ ভালো হতো।

    • Repon shekh Reply

      আমি অনেক দরিদ্র যদি এই টাকা কয়টা পাতাম তাহলে অনেক কিছু করতে পারতাম পিলজ স্যার আমাকে সহায্য করেন😭😭😭😭😭😭😭😭😭

    • আলো রাফিনসহবে না Reply

      আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এসএসসি ২৩ পরীক্ষার আপনাদের দোয়ায় জি পিএ ৫ পেয়েছি।আজকে হয়তো আমাদের কলেজ এডমিশনের ফলাফল দিবে।মনে হয় ভালো কোথাও চান্স আসবে।তবে আমার পরিবারের লোক সংখ্যা ৭ জন্য।আর কেবলমাত্র আমার বাবায় উপার্জন করত।কিছুদিন ধরে আমার বাবার কমরে চুট পাওয়ায় তিনি কোনো কাজ করতে পারছেন না।ফলে আমার পরিবার আর্থিক ভাবে অনেক চাপে পড়ে যায়।এখন হয়ত টাকার জন্য আমার ভর্তি হওয়া হবে না।তাই এ-ই বৃত্তি টাকা আমার খুবই প্রয়োজন।বিকাশ নম্বর ০১৭৩২৪২৬৪৫৩

  4. মোঃ কবির হোসেন Reply

    আমার মেয়ে রাজশাহী সরকারি মেডিকেল কলেজে( ডেন্টাল ইউনিট ) প্রথম বর্ষের ছাত্রী। তার লেখাপড়ার ব্যয়ভার বহন করার সামর্থ্য আমার নেই। কোন হৃদয়বান ব্যক্তি যদি আমাকে আর্থিক ভাবে সহযোগিতা করতেন তাহলে খুব উপকার হত।০১৭৫০৮৩১৪৯৯

  5. আসসালামু আলাইকুম,, প্লিজ পারলে কেউ আমাকে সাহায্য করেন আমি পড়া লেখা করি আমার বাবা ছোট খাটো একটা দোকান চালাই। আমি ইন্টার প্রথম বশ্যতে ভর্তি হলাম বই কেনার জন্য অনেক টাকার ধরকার যদি কেউ পারেন আমাকে ৩,৪ হাজার টাকা দিয়ে সাহায্য করবেন
    01710804675 এই নাম্বার এ আমার নগদ খোলা আছে

  6. আমি অনেক দরিদ্র যদি এই টাকা কয়টা পাতাম তাহলে অনেক কিছু করতে পারতাম পিলজ স্যার আমাকে সহায্য করেন😭😭😭😭😭😭😭😭😭

  7. আমি একজন দরিদ্র পরিবারের ছাএ । আমি এই বছর এসএসসি পরীক্ষায় পাস করেছি। একন আমার বাবা একজন দরিদ্র কৃষক। তিনি আমার পড়ার খরচ চালানো খুব কষ্টের। তাই আমারে টাকা টা দিলে অনেক ভালো হয়। আমার নগদ নাম্বার :০১৮৫৬২৬৭৭২৩

  8. মোঃসুরুজ সেক Reply

    আমি দশম শ্রেণী পরি টাকা নিতে চাই নগদ 01852734234

  9. আমি খুব গরিব পরিবারের দ্ররিদ্রতার কারনে ঠিক করে পড়াশুনা করতে পারিনা আমরা অনেক লোক থেকে ‌টাকা নিয়েছি এখন কারও টাকা দিতে পারিনি আমাকে ৫০০০টাকা দিয়ে সাহায্য করুন 01945936492 এই নাম্বারে নগত নাম্বার

Write A Comment