সকল খবর

২০০ নিচে নামলো করোনার মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মারা গেছে ১৯৭ জন ।

যেখানে নতুন রোগী সনাক্ত হয়েছে ৮৪৬৫ জন । টানা ২০ দিন ধরে ২০০ উপরে ছিল করোনায় মৃত্যুর সংখ্যা । যা ১৩ আগস্ট এসে ২০০ এর নিচে নামলো ।

তাছাড়া সারা দেশে করোনা নমুনা পরীক্ষা করা হয় ৪০৬৪১ জন ।

যার বিপরীতে রোগী শনাক্তের হার ২১% এর কাছাকাছি ।
এর আগে গত ১১ আগস্ট থেকে দেশের সকল লকডাউন তুলে নেওয়া হয়েছে , যার জন্য সামনের সপ্তাহের দিন গুলো করোনা রোগী বাড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা ।

এই নিয়ে বাংলাদেশে মোট মারা গেছে ২৩৮১০ জন ও মোট আক্লান্ত ১২ লাখ ৭৪ হাজাএর কাছাকাছি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button