HSC Exam

২০২২ সালের এইচএসসি পরীক্ষা ১ম ও ২য় পত্র আলাদা পাস ?

উচ্চ মাধ্যমিক পর্যায়ের 6 নভেম্বর বাংলা প্রথম পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

এক্ষেত্রে আজকে আমরা কথা বলছি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আলাদা পাস দেবে কি না ?

এক্ষেত্রে আমরা পরীক্ষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদের কে জানিয়ে দিচ্ছি। যে বিষয়গুলো নিয়ে কথা বলব তা হলঃ

  • সৃজনশীলে কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে ?
  • বহুনির্বাচনী কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে ?
  • সৃজনশীল ও নৈবিত্তিকে আলাদা পাস কিনা ?
  • সর্বমোট কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে ?
  • প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা পাস কিনা ?
  • প্রথম পত্র দ্বিতীয় পত্র গ্রেড নির্ণয় কিভাবে ?
আরও পড়ুনঃ ২০২২ সালের এইচএসসি পরীক্ষা দুসংবাদ উপলক্ষে – জেনে নেও
সৃজনশীল কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে ?

সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ব্যবহারিক বিষয়টি সৃজনশীল ৩ টি প্রশ্ন লিখতে হবে যেখানে 30 নম্বর থাকবে।

এখানে শিক্ষার্থীদের পাস করতে হলে 10 নম্বর পেতে হবে আর যে সকল বিষয় ব্যবহারিক নেই সেখানে ৫৫ নম্বরের

সৃজনশীল ৪ টি প্রশ্ন লিখতে হবে। শিক্ষার্থীদের সেখানে 13 দশমিক 33 নম্বর পেতে হবে পাস করার জন্য।

বহুনির্বাচনী কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে ?

সকল বিভাগের শিক্ষার্থীদের 15 টি প্রশ্নের উত্তর দিতে হবে এই 15 টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের পাঁচটি প্রশ্নের উত্তর হতে হবে তাহলে শিক্ষার্থীরা পাস করবে।

সৃজনশীল নৈবিত্তিক আলাদা পাস ?

সৃজনশীল এবং নৈবিত্তিক আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। রুটিনের 7 নম্বর পয়েন্ট উল্লেখ করে দিয়েছে সৃজনশীল নৈবিত্তিক এবং ব্যবহারিক শিক্ষার্থীদের পাস করতে হবে।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বর পেলে কোন গ্রেড হবে ? জেনে নাও
সর্বমোট কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে ?

সর্বমোট যে সকল বিষয়ের ব্যবহারিক রয়েছে সেখানে 15 নম্বর পেতে হবে পাস করার জন্য। অবশ্যই সৃজনশীল নৈবিত্তিক আলাদা পেতে হবে।

আবার যে সকল বিষয়ের ব্যবহারিক নেই সেখানে 18.33 নম্বর পেতে হবে পাস করার জন্য।

শুধুমাত্র যে সকল বিষয়ে 50 নম্বরের পরীক্ষা হবে সেখানে 16.5 নম্বর পেতে হবে পাস করার জন্য।

প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আলাদা পাশ?

প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে। যদি কোনো শিক্ষার্থী প্রথম পত্রের সৃজনশীলে ফেল করে

তাহলে তার প্রথম পত্র দ্বিতীয় পত্র সম্পূর্ণ বিষয়গুলোতে ফেল দেখাবে এবং পরবর্তী বছর আবার পরীক্ষা দিতে হবে অর্থাৎ

আরও পড়ুনঃ হরতালের কারণে এইচএসসি ২০২২ রুটিন পরিবর্তন হবে ?

প্রথম পত্র সৃজনশীল গুলোতে পাস করতে হবে আবার দ্বিতীয় পত্র সৃজনশীল এবং বহুনির্বাচনি আলাদা আলাদা পাশ করতে হবে।

প্রথম পত্র ও দ্বিতীয় পত্র গ্রেড নির্ণয় কিরকম ?

১ম পত্র ও দ্বিতীয় পত্র একসাথে মিলিত হয়ে তৈরি করা হবে অর্থাৎ কোনো শিক্ষার্থী প্রথম পত্রে 90 নম্বর পায়

এবং দ্বিতীয় পত্রের 70 নম্বর পায় তাহলে 2 যোগ করে ১৬০ নম্বর কে 2 দিয়ে ভাগ ভাগফল ৮০ যদি হয়

তাহলে শিক্ষার্থীকে এ প্লাস দিয়ে দেওয়া হবে। এভাবে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে তাকে নম্বর প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button