২০২২ সালের এইচএসসি পরীক্ষা প্রশ্ন কেমন হবে ? কঠিন / সহজ ?
উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় কয়েক লক্ষ শিক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে, যেখানে তাদের পরীক্ষা আগামী 6 নভেম্বর শুরু হবে।
কেমন হবে তাদের পরীক্ষার প্রশ্ন সহজ নাকি কঠিন হবে এ ব্যাপারে কথা বলব। মূলত নতুন নিয়মে
পরীক্ষায় আয়োজন করবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে অর্থাৎ 100 নম্বরের প্রশ্ন তৈরি করা হলো উত্তর দিতে হবে অর্ধেক নম্বরে।
আরও পড়ুনঃ 60 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আভাস – বিপদ সংকেত
যেহেতু নতুন নিয়মে পরীক্ষা হবে সে ক্ষেত্রে শিক্ষার্থীদের জানা উচিত কেমন হবে তাদের পরীক্ষার প্রশ্ন ?
এইচএসসি পরীক্ষার প্রশ্ন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।
এর আগে শিক্ষার্থীদের জেনে রাখা উচিত চলতি বছর এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জেএসসি
এবং এসএসসি রেজাল্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হবে। তাছাড়া বাকি সকল বিষয়ে পরীক্ষা হবে।
আরও পড়ুনঃ এইচএসসি ২০২২ বিজ্ঞান বিভাগে প্রশ্ন কেমন হবে ? কঠিন নাকি সহজ
মূলত পরীক্ষার বিষয় গুলো কে তিন ভাগে ভাগ করা হয়েছে। যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা রয়েছে
সেখানে 75 নম্বর প্রশ্ন তৈরি করা হবে এবং 25 নম্বর থাকবে ব্যবহারিক খাতা। এই 75 নম্বর প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের উত্তর দিতে হবে 45 নম্বরের।
যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর। অন্যদিকে শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র ,
আরও পড়ুনঃ ২০২২ সালের এইচএসসি পরীক্ষা কত নম্বর পেলে কোন A+ A A- B C D F গ্রেড
দ্বিতীয় পত্র ও বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে 100 নম্বরের পরিবর্তে প্রশ্ন তৈরি করা হবে 50 নম্বরের এবং উত্তর দিতে হবে 50 নম্বরে।
তাছাড়া যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা নেই সেখানে পরীক্ষার আয়োজন করা হবে 100 নম্বরের প্রশ্নের মাধ্যমে কিন্তু উত্তর দিতে হবে মাত্র ৫৫ নম্বরের।
যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর।এখানে ব্যবহারিক বিষয়ে
শিক্ষার্থীদের 8 সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোন তিনটি প্রশ্নের উত্তর দিবে এবং ২৫ টি নির্বাচনী প্রশ্ন
আরও পড়ুনঃ 60 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আভাস – বিপদ সংকেত
থাকবে সেখান থেকে যে কোন ১৫ টি প্রশ্নের উত্তর দিবে। অন্যদিকে যে বিষয় ব্যবহারিক আছে সেখানে ১১ টি
সৃজনশীল প্রশ্ন থাকবে যে কোন চারটি প্রশ্নের উত্তর শিক্ষা দিতে হবে এবং ৩০ টি নির্বাচনী প্রশ্ন থাকবে সেখান থেকে
যে কোনো পনেরো টি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ শিক্ষার্থীরা যাচাই-বাছাই করার সুযোগ বেশি পাবে।
সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্ন যথেষ্ট সহজ তৈরি করা হবে। যদি গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি অধ্যায় ভালো ভাবে
পড়ে যায় তাহলে সে ভালো ফলাফল করতে পারবে। তাছাড়া পরীক্ষা কোন ধরনের বিভাগ থাকবে না।
আরও পড়ুনঃ ২০২২ সালের এইচএসসি পরীক্ষা কত নম্বর পেলে কোন A+ A A- B C D F গ্রেড
শিক্ষার্থীদের চাইলে যে কোন বিভাগ থেকে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবে। সেদিন থেকে বলেছে চলতি বছর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রসহ তৈরি করা হবে।