২০২২ সালের এসএসসি পরীক্ষা ৪৫ বা ৫৫ নম্বর কত নম্বর পেলে কোন গ্রেড ?
মাধ্যমিক পর্যায়ে আগামী 19 জুন 20 লাখ শিক্ষার্থী ২০২২ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে। নতুন নিয়মে এবারের পরীক্ষায় আয়োজন করা হবে।
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারের পরীক্ষা নতুন মানবন্টনে আয়োজন করা হবে।
ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নতুন মান বন্টন প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ
- এস এস সি পরীক্ষা ২০২২ আসন বিন্যাস – সিট প্ল্যান কেমন হবে ?
- এসএসসি পরীক্ষা ২০২২ রুটিন পরিবর্তন – নতুন তারিখ দেখে নেও
- এসএসসি পরীক্ষা ২০২২ বিজ্ঞান বিভাগের প্রশ্ন কেমন হবে ? সহজ নাকি কঠিন
- এসএসসি পরীক্ষা ২০২২ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ 6 টি টিপস
- এসএসসি পরীক্ষা ২০২২ সকল বিষয় প্রশ্ন কেমন হবে কঠিন নাকি সহজ ?
- এসএসসি পরীক্ষা ২০২২ বাংলা ও গণিতে কোন বিভাগ থাকবে ?
যেখানে দেখা গেছে ২০২২ সালের এসএসসি পরীক্ষা চারটি বিষয় আয়োজন করা হবে না। এই বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে জেএসসি রেজাল্ট এর মাধ্যমে।
বিষয়গুলো হলোঃ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
- বিজ্ঞান
- ধর্ম ও নৈতিক শিক্ষা
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন নিয়মে এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের তিন ঘণ্টার পরিবর্তে মূল পরীক্ষা দিতে হবে দুই ঘণ্টায়।
এই দুই ঘন্টা সময়ের মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য শিক্ষার্থীরা 20 মিনিট সময় পাবে এবং সৃজনশীল প্রশ্নের জন্য শিক্ষার্থীরা 1 ঘন্টা 40 মিনিট সময় পাবে।
অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন মানবন্টন এর যে সকল বিষয় শিক্ষার্থীরা ব্যবহারিক খাতা জমা দেয় সেই বিষয়ে 75 নম্বরের পরিবর্তে পরীক্ষা আয়োজন করা হবে 45 নম্বরে।
এই 45 নম্বর এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর। যা পরবর্তীতে 75 নম্বর
রূপান্তর করা হবে এবং এর সাথে ব্যবহারিক খাতা 25 নম্বর যোগ করে মূল ফলাফল প্রস্তুত করা হবে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২২ রুটিন পরিবর্তন – নতুন তারিখ দেখে নেও
- এসএসসি পরীক্ষা ২০২২ বিজ্ঞান বিভাগের প্রশ্ন কেমন হবে ? সহজ নাকি কঠিন
- এসএসসি পরীক্ষা ২০২২ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ 6 টি টিপস
- এসএসসি পরীক্ষা ২০২২ সকল বিষয় প্রশ্ন কেমন হবে কঠিন নাকি সহজ ?
- এসএসসি পরীক্ষা ২০২২ বাংলা ও গণিতে কোন বিভাগ থাকবে ?
- এসএসসি পরীক্ষা ২০২২ নতুন সর্ট সিলেবাস প্রকাশ – ডাউনলোড লিংক
45 নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে তা হলোঃ
- পদার্থবিজ্ঞান
- জীব বিজ্ঞান
- রসায়ন
- উচ্চতর গণিত
- কৃষি শিক্ষা
- গার্হস্থ্য অর্থনীতি
শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের যে সকল বিষয় ব্যবহারিক হবে না সেখানে 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা আয়োজন করা হবে 55 নম্বরে।
যার মধ্যে সৃজনশীল অংশ থাকবে থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী অংশ থাকবে 15 নম্বর পরবর্তীতে এই নম্বরে 100 নম্বরের রূপান্তর করে মূল ফলাফল প্রস্তুত করা হবে।
55 নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে তাহলোঃ
- বাংলা প্রথম পত্র
- বাংলা দ্বিতীয় পত্র
- গণিত
- পৌরনীতি
- ইতিহাস
- ভূগোল
- অর্থনীতি
- হিসাব বিজ্ঞান
- ব্যবসায় উদ্যোগ
- ফিন্যান্স ও ব্যাংকিং
শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র বিষয়ে নতুন মানবন্টন 100 নম্বরের পরিবর্তে পরীক্ষা আয়োজন করা হবে মাত্র 50 নম্বরে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত মানবন্তন অনুযায়ী 4550 এবং 50 নম্বরের মধ্যে কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাবে তা নিচে তুলে ধরা হলোঃ
55 নম্বরের মধ্যে কত নম্বর পেলে A+ A A- B C D ?
- A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে 44 নম্বর পেতে হবে
- A পেতে হলে 55 নম্বরের মধ্যে 38.5 নম্বর পেতে হবে
- A- পেতে হলে 55 নম্বরের মধ্যে 33 নম্বর পেতে হবে
- B পেতে হলে 55 নম্বরের মধ্যে 27.5 নম্বর পেতে হবে
- C পেতে হলে 55 নম্বরের মধ্যে 22 নম্বর পেতে হবে
- D পেতে হলে 55 নম্বরের মধ্যে 18 নম্বর পেতে হবে
50 নম্বরের মধ্যে কত নম্বর পেলে A+ A A- B C D ?
- A+ পেতে হলে 50 নম্বরের মধ্যে 40 নম্বর পেতে হবে
- A পেতে হলে 50 নম্বরের মধ্যে 35 নম্বর পেতে হবে
- A- পেতে হলে 50 নম্বরের মধ্যে 30 নম্বর পেতে হবে
- B পেতে হলে 50 নম্বরের মধ্যে 25 নম্বর পেতে হবে
- C পেতে হলে 50 নম্বরের মধ্যে 20 নম্বর পেতে হবে
- D পেতে হলে 50 নম্বরের মধ্যে 16 নম্বর পেতে হবে
45 নম্বরের মধ্যে কত নম্বর পেলে A+ A A- B C D ?
- A+ পেতে হলে 45 নম্বরের মধ্যে 36 নম্বর পেতে হবে
- A পেতে হলে 45 নম্বরের মধ্যে 31. 5 নম্বর পেতে হবে
- A- পেতে হলে 45 নম্বরের মধ্যে 27 নম্বর পেতে হবে
- B পেতে হলে 45 নম্বরের মধ্যে 22.5 নম্বর পেতে হবে
- C পেতে হলে 45 নম্বরের মধ্যে 18 নম্বর পেতে হবে
- D পেতে হলে 45 নম্বরের মধ্যে 15 নম্বর পেতে হবে