২০২২ সালে এসএসসি পরীক্ষা নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ
চলতি বছরে ২০২২ সালে এসএসসি পরীক্ষা নতুন সংক্ষিপ্ত সিলেবাস আয়োজন করা হবে বলে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশ্ন তৈরি করা হয়েছে।
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পরীক্ষার নতুন নিয়ম আয়োজন করা হবে।
ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে যেখানে দেখা গেছে আগামী 19 জুন থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে 6 জুলাই।
আরও পড়ুনঃ এসএসসি ২০২২ ইংরেজি প্রশ্ন কঠিন নাকি সহজ হবে ? কত মার্কে এ+
এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে চায় তাদের অবশ্যই করতে হবে নতুন সিলেবাস সংগ্রহ করতে হবে। তাদের সুবিধার জন্য ডাউনলোড লিঙ্ক নিচে তুলে ধরা হলোঃ
মাধ্যমিক পর্যায়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষা 3 ঘণ্টার পরিবর্তে নেয়া হবে দুই ঘণ্টায়।
এই দুই ঘন্টা সময়ের মধ্যেই শিক্ষার্থীরা প্রথম দিকে 20 মিনিট পাবে নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য।
যেখানে শিক্ষার্থীদের সকল বিভাগে 15 টি বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দিতে হবে।
পরবর্তীতে এক ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হবে সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
যেখানে সকল বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে তিনটি সৃজনশীল প্রশ্ন এবং ব্যবহারিক বাদে সকল বিষয়ে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে।
আরও পড়ুনঃ এসএসসি ২০২২ বাংলা প্রশ্ন কেমন হবে ? কোন বিভাগ থাকবে ?
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ধর্ম ও নৈতিক শিক্ষা বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান বিষয়ে পরীক্ষা করা হবে না।
এই বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষার রুটিনের দেখা গেছে এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।
এক্ষেত্রে শিক্ষার্থীরা নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
তাছাড়া ২০২২ সালে এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবার শিক্ষার্থীদের ১৪ টি নির্দেশনা মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবেঃ
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২২ শিক্ষার্থীদের যে নির্দেশনা মেনে পরীক্ষা দিতে হবে
নতুন মানবন্টন দেখা গেছে ব্যবহারিক সকল বিষয়ে 45 নম্বর পরীক্ষা হবে। যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর।
অন্যদিকে যে সকল বিষয়ের ব্যবহারিক নেই সেই বিষয়গুলোতে পরীক্ষা আয়োজন করা হবে ৫৫ নম্বরে।
যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর।
তাছাড়া ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আয়োজন করা হবে 100 নম্বরের পরিবর্তে 50 নম্বর।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসএসসি পরীক্ষার্থীকে উপলক্ষে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।
যেসব শিক্ষার্থী এখনো সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করেননি তাদের জন্য ডাউনলোড লিংক নিচে তুলে ধরা হলোঃ
Shorif